Thursday, February 6, 2014
নাস্তিকদের একটি প্রশ্নের জবাব।
প্রিয় পাঠক আসসালামু আলাইকুম।আশা করি ভালই আছেন। নাস্তিক জাইঙ্গা ব্লগাররা অনেক সময় প্রশ্ন করেনঃ- *দুনিয়ার এত্ত পবিত্র জায়গা থাকতে খোদা কেন মসজিদে থাকতে যাবে? জবাবঃ-ধরেন প্রধানমন্ত্রী আপনার এলাকায় গেলেন!এখন তাকে কোথায় রাখবেন?গরুর ঘরে?অবশ্যই তার জন্য স্পেশাল একটা জায়গা রাখবেন।এবং তার বসার জন্য স্পেশাল একটা জায়গা অথবা চেয়ার।প্রধানমন্ত্রী তার কার্যালয়ে কেন থাকেন?তার জন্য স্পেশাল কার্যালয় কেন?কেন তিনি জনসাধারনের সাথে ১চেয়ারে বসেন না? ধরুন আপনার এলাকায় এসএসসি পরীক্ষা চলছে।তো সেই পরীক্ষা কেন কেন্দ্রে বসে হচ্ছে?খোলা মাঠে দিলেই তো পারে। আপনি জিজ্ঞেস করতে পারেন,এর সাথে ওটার সম্পর্ক কি?হ্যা ভাই সাইজে আসেন,দুনিয়ার সাধারন একজন প্রধানমন্ত্রীর জন্য যদি কার্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কুলজাহানের পালনেওয়ালার জন্য কেন তার স্পেশাল কার্যালয় থাকবেনা?আর তার প্রধান কার্যালয় হচ্ছে মসজিদ।আর মুসলমানরা প্রতিদিন সেখানে হাজিরা দিয়ে আসে।তার প্রভুকে সেজদা দিয়ে আসে। আসা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন।না বুঝতে পারলে কিছুই করার নাই,আমরা জানি নাস্তিকরা অলটাইম মাথামোটা,এদের পিটাইয়া মাইরাফালাইলেও কোন কিছু সহজভাবে নিতে চায়না।কিন্তু প্যাঁচটা ভালই বুঝেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment