Friday, February 14, 2014
নাস্তিকরা এ বাংলার জারজ সন্তান
নেট জীবনের অনেকটা সময় কাঁটাইছি নাস্তিকদের ব্লগ পড়ে।তাদের ব্লগে এমন কোন যুক্তি পাইনাই যা গ্রহণযোগ্য। .ico যদি কোন আস্তিক তাদের উপর যুক্তি তুলে তবে উগ্র নাস্তিক সম্প্রদায় আরো ল্যাঞ্জা হাইড কইরা পালায়। দুনিয়ার যত ভাওতাবাজি প্রশ্ন,উগ্র প্রশ্ন আছে।সব এই নাস্তিকদের মধ্যে। তার কেমন প্রশ্ন করে অসুন দেখে নিইঃ- ১/আল্লাহ দেখতে কেমন?আল্লাহকে দেখা যায়না কেন? ২/দুনিয়ার এত জায়গা থাকতে আল্লাহ কেন মসজিদে থাকেন? ৩/মুহম্মদ সঃ কেন এতগুলো বিয়ে করলেন? ৪/মুসলিমদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ কেন? আসুন না জানলে এর সঠিক উত্তর গুলো শিখে নিন এবং নাস্তিদের জবাব দিনঃ- ১/আল্লাহ দেখতে কেমন?আল্লাহকে কেন দেখা যায়না? উত্তরঃ-প্রথমত আল্লাহর কোন শরীক নেই।লা শারীক আল্লাহ,আল্লাহর কোন আকার গঠন নেই।তিনি কখনো কাউকে জন্ম দেননা আবার কারো থেকে জন্ম নেননি।তবে তার কুদরতি হাত,পা,চোখ,কান আছে।যার দ্বারা তিনি বান্দাদের কর্মগুলো,কথাগুলো দর্শন ও শ্রবন করেন। **আল্লাহকে যে কারনে দেখা যায়নাঃ-ভাই উগুইর তলায় বইসা রাজবংশের সপ্ন দেখেন?হযরত মূসা আঃ আল্লাহকে বল্লেন আল্লাহ বল্লেন সম্ভব না।মূসা আঃ নাছোড় বান্দা।আল্লাহ তাকে দাওয়াত দিলেন তূড়পাহাড়ে।মূসা আঃ আল্লাহকে দেখার জন্য তূড় পাহাড়ে আসলেন।আল্লাহ পাক তার ৭০হাজার পর্দার যখন ১টি পর্দা খুললেন সঙ্গে সঙ্গে তূড় পাহাড় পুড়ে ছাই হয়ে গেল!মূসা আঃ বেহুশ হয়ে গেলেন। মেইন কথা হল,আপনার চর্মচক্ষু দিয়ে আপনি কখনো আল্লাহকে দেখতে পারবেন না।। ২/২য় প্রশ্নের উত্তরখানা এখানে দেয়া আছেঃ- http://www.sajalsblogs.yu.tl/post-titel-5.xhtml ৩/মুহম্মদ সঃ কেন এতগুলো বিয়ে করলেন? উঃ-তিনি আল্লাহর হুকুমে করেছে। তা ছাড়া রাসূলুল্লাহ সাঃ এর স্ত্রী মর্জাদা পাওয়ার জন্য সে যুগের অনেক নারীই পাগল ছিলেন।হয়তবা তাদের মনবাসনা পূরনের জন্যও রাসূল সাঃ একাধিক বিয়ে করেছেন। আপনি ইতিহাসে দেখবেন আগের যুগে রাজারা ২০-৩০টা বিয়ে করতেন! ৪/মুসলমানদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ কেন? উঃমূলত এখানে সম্পূর্ণ দোষই কাফির শয়তানদের।কারন শয়তানের কাজই হল মুসলিমদের বিপাকে ফেলে দ্বীনের পথ থেকে বিচলিত করা!এ সম্বন্ধে স্যার ডাঃ জাকির নায়েকের বিশ্লেষনটা আপনারা শুনে নিতে পারেন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment