Pages

Thursday, March 6, 2014

শিয়া (SHIA)

শিয়া মাজহাব হল বিশ্বের সর্বনিম্ন একটি দল।এরা মূলত প্রকৃত মুসলিম না।দেখুন নিচেই তার প্রমাণঃ- ____ শিয়াদের হিংস্রতা আসুন শিয়াদের ধর্ম বিশ্বাস সম্বন্ধে কিছু জানিঃ- ______________________ শিয়াতু আলী থেকে শিয়ার জন্ম।শিয়াতু আলীর সংক্ষিপ্ত রুপ শিয়া।এদের কে শিইতি ও বলা হয়।এদের বেশির ভাগই দেখতে পাওয়া যায় ইরানে।এরা প্রায় ৭০-৭৫ গোত্রে বিভক্ত।ইরানে মূলত জাফারি শিয়া বেশি এবং জাফারি শিয়াই রাষ্ট্রীয় ধর্ম। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে শিয়ার দেখা মিলে যেমন,বাংলাদেশ,পাকিস্তান,সিরিয়া,মিশর,আফগানিস্তান প্রভৃত দেশগুলোতে প্রচুর পরিমানে শিয়ার বসবাস। জন্মঃ- ________ হযরত উসমান রাঃ এর আমলে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি মদিনায় এসে মুসলিম সেজে মুসলিমদের ভিতর দলাদলি শুরু করে দেয়,আব্দুল্লাহ ইবনে সাবা পরবর্তীতে নবীর বংশের প্রতি মিথ্যা প্রেম দেখাতে গিয়ে হযরত আলী রাঃ কে ইসলামের প্রথম খালিফা হিসেবে দাবী করে বসে এবং ইলাহের পর্যায়ে অধিষ্ঠিত করে !পরবর্তীতে তাকে নবী বলে দাবী করে এবং এক পর্যায়ে আলী রাঃ কে আল্লাহ বলেও দাবী করে এই নিকৃষ্ট ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা।১০ই মহররম শিয়া দলের জন্ম হয়।তখন থেকেই জন্ম হয় শিয়া মুসলিম।এর প্রতিষ্ঠাতা নিকৃষ্ট ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা।এদের প্রায় ৭০-৭৫ টি উপদল আছে।শিয়াদের মধ্যে জাফারি শিয়া একটি বড় দল।বর্তমানে জাফারি শিয়া ইরানের রাষ্ট্রধর্ম। এদের ধর্ম বিশ্বাসঃ- _____________ (shia)শিয়াদের নামাজ পড়া দেখলে আপনি না হেসে পারবেন না। এরা মনে করে ইবলিশ শয়তান পৃথিবীর প্রায় সব জায়গাই নাপাক করেছে কিন্তু কারবালার ঐ জায়গাটুকু নাপাক করতে পারেনি যেখানে হোসেন রাঃ তাবু গেড়ে ছিল। কিছু কিছু গোত্র আছে যারা হাত নাভীর নিচে না বেঁধে মাথার পিছনে বাঁধে!এবং ৩সেকেন্ড পর সেজদায় লুটিয়ে পরে। কিছু গোত্র আছে যারা নামাজ পড়ে মাত্র দুই ওয়াক্ত!এবং নামাজ তারা কখনো প্রকাশ্যে পড়েনা।মাটি খুঁড়ে মাটির নিচে বসে গোপনে নামাজ পড়ে।১০ই মহররম তাদের নিজেদের প্রতি নিজেদের হিংস্রতা দেখলেই বুঝা য়ায় এ মাজহাব কি সত্যিই মুসলিম না ফিত্নার দল! এরা যাকাত কোন গরীব দুঃখীকে দান না করে নিজেদের গোত্রের আত্মীয় স্বজনদের দেন। এরা বলেন বর্তমান কোরআন নাকি ভুল!প্রকৃত কোরআন নাকি ৪০পারা এবং একেক পারা ৬০হাত লম্বা। পরকালে প্রভূর সাথে তার বান্দার সাক্ষাত্ কে তারা অবিশ্বাস করে। মুতা(এরা বলে ক্ষনস্থায়ী কালের জন্য বিয়ে করা যায় এবং এটা কোন জেনা নয়)। আসুন দেখি সাহাবায়ে কেরামগনকে এরা কি বলে।এবং আমাদের যুক্তিঃ- ____________________ শিয়ারা বলেন আলী রাঃ ইসলামের প্রথম খালিফা।এবং তার ২পুত্র হাসান,হোসেন রাঃ নাকি পর্যায়ক্রমে ইসলামের ২য় এবং ৩য় খালিফা।হযরত মুহম্মদ সঃ নাকি তাদের ইসলামের প্রথম,দ্বীতিয়,তৃতিয় খালিফা হিসেবে নিযুক্ত করেন।পরে আবুবকর রাঃ,ওমর রাঃ,উসমান রাঃ এবং উম্মূল মুমেনিন হযরত আয়েশা সিদ্দিকা রাঃ,হযরত হাফসা রাঃ নাকি ষড়যন্ত্র করে তাকে খালিফা হতে দেয়নি! এজন্য তারা ইসলামের ৩ খালিফা সহ উম্মুল মুমেনিনদের কাফের বলেন!নাউযুবিল্লাহ!! তাছাড়া এই শিয়ারা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাঃ কে জিনাহকারী বলেন!নাউযুবিল্লাহ! তারা মনে করেন যে ইসলামের কয়েকজন সাহাবী ছাড়া বাকিরা সব মুনাফিক!নাউযুবিল্লাহ!তারা বলেন যে,নবুয়্যাতি পাওয়ার কথা ছিলো হযরত আলী রাঃ কিন্তু জিব্রাঈল আঃ ভুলে মুহম্মদ সঃ কে দিয়ে দিয়েছেন। এসকল তথ্য আপনি পুরোপুরি জানতে পারবেন শিয়াদের কিতাব “আল কুম্মী তার আল মাকালাত ওয়াল ফিরাক” পড়লে। আমাদের যুক্তিঃ- ___________ হযরত রাসূলে কারীম সাঃ বলেন,আমি যেমন সত্য আমার সাহাবায়ে কেরামগন ও তেমন সত্য।তাছাড়া রাসূল সঃ বলেছেন,প্রত্যেক সাহাবীই জান্নাতের মেহমান। অথচ দেখুন এই শিয়ারা সাহাবায়ে কেরামগনের সমালোচনা করে!তাদের গালাগালি করে!উম্মুল মুমেনিন হযরতে মা আয়েশা রাঃ কে তারা দুশ্চরিত্রা বলে!হযরতে আঃ কাদীর জিলানী রহঃ বলেছেন,একজন নিম্ন পর্যায়ের সাহাবীর জুতার তলার ধুলার মর্যাদাও আমি আঃ কাদীরের নেই!সুবাহান আল্লাহ। অথচ দেখুন এই শিয়ারা সেই মহা মনীষীদের গালিগালাজ করে! আমরা জানি দুনিয়ায় বসে ১০জন সাহাবী বেহেশতের খবর পেয়েছেন তাদের মাঝে ঐ ৩জন খালিফাও আছে।এখন আপনারাই বলেন এক জান্নাতি মেহমান কেমন করে অন্য জান্নাতি মেহমানের সাথে বেঈমানি করে?যেই আবুবকর রাঃ,ওমর রাঃ,ওসমান রাঃ (আলী রাঃ এদেরই একজন যুক্তির কারনে দেয়া হচ্ছেনা) খোদার ভয়ে দিন রাত্রি কাঁদত তারা কেমন করে আলী রাঃ এর সাথে বেঈমানি করে?সকলের বিবেকের কাছে প্রশ্ন রইল। এখন আপনারাই বলেন এই শিয়ারা কি কখনো মুসলমান অথবা মুসলমানের ভ্রাতৃত্ব হতে পারে???? ৩০টি মন্তব্য ও ৪২৬বার পঠিত।মন্তব্য করেছেনঃ-অতিথি

28 comments:

  1. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:18 PM

    ওয়েলকাম আমার ব্লগ বাড়িতে@সিদ্রতুম মুন্তাহা,

    ReplyDelete
  2. জাহিদুলMarch 6, 2014 at 12:27 PM

    জাজাকাল্লাহু খাইরান।

    ReplyDelete
  3. শুকরিয়া।

    ReplyDelete
  4. বাঙ্গালীMarch 6, 2014 at 12:29 PM

    আপনি কি টুডে ব্লগের লেখক?

    ReplyDelete
  5. কায়েস মাজহারMarch 6, 2014 at 12:31 PM

    আমি আপনার কলামের ফ্যান

    ReplyDelete
  6. কলাম লিখা ছেড়েই দিলেন ভাইয়া?

    ReplyDelete
  7. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:35 PM

    না আপু@রাখি,

    ReplyDelete
  8. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:36 PM

    ধন্যবাদ@কায়েস মাজহার,

    ReplyDelete
  9. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:37 PM

    হ্যা@বাঙ্গালী,

    ReplyDelete
  10. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:37 PM

    শুকরিয়া@RUHULLAH MAHDI,

    ReplyDelete
  11. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:38 PM

    স্বাগতম@জাহিদুল,

    ReplyDelete
  12. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:39 PM

    স্বাগতম@Azim,

    ReplyDelete
  13. শুকরিয়া

    ReplyDelete
  14. আঃ মুহাইমিনMarch 6, 2014 at 12:42 PM

    আল্লাহ আপনার সহায় হোক

    ReplyDelete
  15. মোঃ রাজনMarch 6, 2014 at 12:44 PM

    এ দেখি বিশিষ্ট কলামিস্ট!

    ReplyDelete
  16. এন্টি হাম্বাMarch 6, 2014 at 12:45 PM

    ভাল লাগল ভাই।

    ReplyDelete
  17. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:49 PM

    ধন্যবাদ সবাইকে।

    ReplyDelete
  18. ভাল লাগল ভাই

    ReplyDelete
  19. মামুনুর রশিদ চট্টগ্রামMarch 6, 2014 at 12:51 PM

    যাযাকাল্লাহ

    ReplyDelete
  20. On Banglad Muslim BlogMarch 6, 2014 at 12:56 PM

    সব্বাইকে থ্যাঙ্কু।

    ReplyDelete
  21. মাজহার বিন আবেদMarch 6, 2014 at 12:59 PM

    অনেক ধন্যবাদ

    ReplyDelete
  22. আল সাজিদMarch 6, 2014 at 1:02 PM

    আসলে শিয়া সম্বন্ধে আমার কোন ধারনাই ছিলো না।

    ReplyDelete
  23. অন বাংলা মুসলিম ব্লগ চালকের অনুরোধ।March 6, 2014 at 1:06 PM

    সম্মানিত ভিজিটার গন,আপনারা মন্তব্য করতে চাইলে name এর জায়গায় onbanglad muslim blog কেঁটে দিয়ে নিজের নামটি বসিয়ে মন্তব্য করতে পারবেন। ধন্যবাদ।

    ReplyDelete
  24. সাকিবুর রহমান ইমাদMarch 6, 2014 at 1:09 PM

    ধন্যবাদ।

    ReplyDelete
  25. প্রিতমMarch 6, 2014 at 1:11 PM

    তোমাদের ভিতর কত কলহ

    ReplyDelete
  26. আকিব সানাউল্লাহMarch 6, 2014 at 1:12 PM

    ধন্যবাদ

    ReplyDelete
  27. প্রজাপতিMarch 6, 2014 at 1:13 PM

    অনেক তথ্যবহুল লেখাটা

    ReplyDelete