Pages

Showing posts with label Atheists in BD. Show all posts
Showing posts with label Atheists in BD. Show all posts

Friday, January 23, 2015

তর্কযুদ্ধ নাস্তিক>আস্তিক(এটা পাঠকদের জন্য নোট নয় তার্কিতদের জন্য)

বিশ্বে কারা বেশি অশান্তি লাগিয়েছে নাস্তিক না আস্তিকরা ? এ নিয়ে তর্ক করার সময় আমাকে মুক্তিযুদ্ধের কন্যা নামক একটি নিক এই প্রশ্ন করেছিল ,

তার প্রশ্ন

মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : দেখুন পলপট অথবা স্টালিনের ধ্বজাকে বুকে আক্রে কেউ সর্বযুগের শান্তির প্রতিক দাবি করে না। কিন্তু নবী মোহাম্মদের ধ্বজাধারীরা যখন দাবি করেন ইসলাম সর্বযুগের শান্তি!! প্রশ্ন উঠে তখনই। ১। নবী মোহাম্মদ স্বয়ং নিজ হাতে বানু কুরাইজা যুদ্ধে নিজ হাতে ৮০০ ইহুদী নারী ও শিশুকে গলা কেটে কতল করেছেন। ২। অতপর আলী-আয়স-মুয়াবিয়া-হুসেন-ইয়াজিদ দাঙ্গা ফ্যাসাদে ইসলামের ঊষালগ্নে ১ লক্ষ মুসলমানের রক্ত ঝড়েছেশান্তির! ধর্ম ইসলামে। ৩। সেই থেকে ইসলামের হত্যা যজ্ঞ চলছে। ১ম বিশ্বযুদ্ধে অটোমান হত্যা যজ্ঞে ১০ লক্ষ আর্মেনিয়ান খ্রীষ্টান নিহত হয়। ৪। দক্ষিন সুদানে ইসলামিক Devil on a horse back জল্লাদ'দের হাতে ৫ লক্ষ অমুসলিম সুদানিজ নিহিত হয়। ৫। ১৯৭৯ সাল থেকে ১০ বছর মেয়াদী ইরান-ইরাক যুদ্ধে ১ কোন মুসলিম নিহত হয়। ৬। ইসলামের হত্যাযজ্ঞ চলছে- সিরিয়ার চলমান যুদ্ধে মুসলিম জেহাদীরা এ পর্যন্ত ৫ লক্ষ মুসলিমকে কতল করে ইসলামী খেলাফত কায়েম করেছে। ৭। পাকিস্তানে ইসলামী জেহাদীদের হাতে গত ৫ বছরে ৩ লক্ষ মুসলিম নারী শিশু পুরুষ কতল হয়। ৮। ১৯৭১ সাথে পাকসেনা এবং তাদের দোসর আলবদর রাজাকারের হাতে ৩০ লক্ষ বাঙালির জীবন কেড়ে নেয়। ধর্ষনের শিকার হয় ৩ লক্ষ নারী ৯। ইসলামের শান্তির সৈনিক বোকোহারাম, আইসিস, আলকায়দা, আলশাহাব, হুজী, আনসার উল্লা, হাক্কানী পার্টি, তালেবান, তেহেরকি তালেবান.......... এর চলমান শান্তির!!! মিশন চলছে। এর শেষ কোথায়???

আমার উত্তর

হাহাহা তোমার উপস্থিতিতে ভাল লাগিল ব্যাফুক।তোমার কথামত শত্রুপক্ষকে মারলে বিশাল অন্যায়।তাইলে পাকিস্তানী সৈন্য মারা বাঙ্গালীর ব্যাপক কুকর্মের কাজ হইছে।তাছাড়া মহানবী বনু কুরায়জার শিশু যে মারার হুকুম দিয়েছিল তার কোন প্রমাণ পাওয়া যায় না হাদীসে কিংবা কোরাণে ।নারীদের হত্যার নির্দেশ তো প্রশ্নই আসেনা ।সিরাতে আছে যাদের নাভির নিচে চুল গজিয়েছিল তাদের হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সিরাতের কাহীনি গ্রহণযোগ্য না ,এরকম একটা হত্যা হলে সহীহ্ হাদীস পাইতাম।যেই বিষয়টা নিয়ে এত তর্ক সেইটা আগে হাদীস কিংবা কোরআনে আগে থাকা চাই।আর যদি এমন ঘটনা হয়েও থাকে তাইলে সেটা রাজনৈতিক কারন ,অর্থাত্‍ ঐ ৬% এর মধ্য গণ্য । নবী যে নিজ হাতে ৮০০ শিশু ও নারী হত্যা করছে তার তথ্যসূত্র দাও।পাতি নাস্তিকগীরি না কইরা এইখানে দেখ নাস্তিক পীর পারভেজ আলম এই বিষয় নিয়ে কি লিখছে: Click this link সাবধান এই লেখা পইড়া যাতে লেখকরে ইসলামিস্ট বইলা নিজের কসা না হয় সেই দিকে ভাল কইরা খেয়াল দিবা ।

দেখুন পলপট অথবা স্টালিনের ধ্বজাকে কেউ সর্বযুগের শান্তির প্রতিক দাবি করে না।

তোমার মন্তব্য পড়িয়া সহীহ নাস্তিক সাইট হইতে দুইখানা লেখা সংগ্রহ করিতে হইল ,দেখোতো এই ধ্বজাধরীরা সহীহ নাস্তিক কিনা ,এর আগে ও তুমি আমারব্লগে সিকানদার নিকের একটা মন্তব্যে হিরোশিমার হত্যাকান্ড সমার্থন করছিলা এই চেতনায় খেয়াল আছে ? বলেছিলা উহা নাকি মানবতা রক্ষার্থে হত্যা করা হইছে , link 1,link 2 এইবার তালেবান প্রসঙ্গ , তার আগে এই উদ্বৃতিগুলোর তথ্যসূত্র দাও ,

৩। সেই থেকে ইসলামের হত্যা যজ্ঞ চলছে। ১ম বিশ্বযুদ্ধে অটোমান হত্যা যজ্ঞে ১০ লক্ষ আর্মেনিয়ান খ্রীষ্টান নিহত হয়।

ঠিক কত সঠিক তথ্যসূত্র সহ?

দক্ষিন সুদানে ইসলামিক Devil on a horse back জল্লাদ'দের হাতে ৫ লক্ষ অমুসলিম সুদানিজ নিহিত হয়।

ঠিক কত তথ্যসূত্র সহ?

৫। ১৯৭৯ সাল থেকে ১০ বছর মেয়াদী ইরান-ইরাক যুদ্ধে ১ কোন মুসলিম নিহত হয়।

যুদ্ধ সংগঠিত করেছিল কি কোন ইসলামিক দল নাকি তৈল রাজনীতি?

৬। ইসলামের হত্যাযজ্ঞ চলছে- সিরিয়ার চলমান যুদ্ধে মুসলিম জেহাদীরা এ পর্যন্ত ৫ লক্ষ মুসলিমকে কতল করে ইসলামী খেলাফত কায়েম করেছে।

ঠিক কত তথ্যসূত্র সমেত?

৭। পাকিস্তানে ইসলামী জেহাদীদের হাতে গত ১০ বছরে ১ লক্ষ মুসলিম নারী শিশু পুরুষ কতল করেছে।

ঠিক কত তথ্যসূত্র সমেত দাও ? এবার দেখ আলকায়েদা,তালেবান ,ISIS কাদের সৃষ্ট এবং উদ্যেশ্য কি , link 1,link 2,link 3,link 4 বিঃ দ্রঃ সকল প্রকার লিংক চেক করিয়া তোমার কসা হইয়া গেলে আমি দায়ী থাকিবনা ।

Monday, October 20, 2014

ইসলাম বিদ্বেষীদের নারী নিয়ে ২৮টি প্রশ্নের উত্তর-শেষ পর্ব

১০. তারা পুরুষের চাষযোগ্য ক্ষেত্র (Quran 2:223 Abu Dawud 11:2138) সূরা উত্তর: বাকারার ২২৩ নম্বর আয়াতে বলা হয়েছে- ﺃَﻧَّﻯﺸِﺌْﺘُﻤْﻨ ﺛْﺮَﺤْﻤُﻛُﺅﺂَﺴِ ﻮُﺗْﺄَﻔْﻤُﻜَّﻠٌ ﺍْﺣَﺮْ ﺛَﻜُﻢْ (তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য শস্য ক্ষেত্র। তোমরা যেভাবে ইচ্ছা তাদেরকে ব্যবহার কর।) হঠাৎ করে এই আয়াতাংশ কারো সামনে পেশ করা হলে মনে হতে পারে যে এখানে পুরুষকে যখন ইচ্ছা তখন তার স্ত্রীর সাথে যৌনাচার অবাধ অনুমতি দেওয়া হচ্ছে, আসলেই কি তাই ? এটা ঠিক যে ইসলাম স্ত্রীদেরকে স্বামীর যৌন চাহিদার ব্যাপারে সতর্ক থাকতে বলেছে, কিন্তু স্বামীকে নিজ চাহিদা আদায়ের ব্যাপারে উগ্র হবার কোন অনুমতি যেমন দেয়নি তেমনি স্বামীকেও স্ত্রীর যৌন চাহিদার প্রতি যত্মবান হবার নির্দেশ দিয়েছে এই একই আয়াতে। অতএব বলা যায় যে ,স্বামী স্ত্রী উভয়ই একে অপরের কাছে চাষ ক্ষেত্র । ১১. তারা শয়তানের রূপ (Sahih Muslim 8:3240) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ১২. তাদের মাঝে নিহিত আছে যাবতীয় খারাপ (Sahih Bukhari 4:52:110, 4:52:111) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ১৩. তারা বিশ্বাস ঘাতক (Sahih Bukhari 4:55:547) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ১৪. পুরুষের জন্যে ক্ষতিকারক (Sahih Bukhari 7:62:33) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ১৫. নেত্রিত্ব দেওয়ার অযোগ্য (Sahih Bukhari 9:88:219) উত্তর:নারী নেতৃত্ব সকল রাষ্ট্রের জন্যই যে অভিশাপ তার অকট্য প্রমাণ রাখে বাংলাদেশ । ১৬. প্রার্থনা ভঙ্গ হওয়ার কারন (Sahih Bukhari 1:9:490, 1:9:493) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ১৭. স্বামীর যৌন আকাঙ্ক্ষা পূরণ করতে তারা বাধ্য (Sahih Muslim 8:3368) উত্তর:১০নং উত্তরেই বলা হয়েছে যে স্বামীকেও বাধ্য করা হয়েছে স্ত্রীর যৌন অকাঙ্খা পূরণ করতে ।কোরআন দেখুন । ১৮. পুরুষ কত্রিক ধর্ষনের অনুমোদন (Quran 70:29-30 Abu Dawud 11:2153, 31:4006 Sahih Bukhari 5:59:459 Sahih Bukhari 8:77:600, 8:3432, 8:3371) উত্তর:আপনাকে ওপেন চ্যালেঞ্জ এরকম কোন আয়াত দেখাতে পারবেননা ।অতএব এটা ফেইক !১৯. স্বামীর বাধ্য না হলে তাদের প্রার্থনা গৃহিত হবে না (Muslim Scholar Al-Suyuti while commenting on Quran 4:34 Mishkat al-Masabih Book I, Section ‘Duties of husband and wife’, Hadith No. ii, 60) উত্তর:অপরদিকে বলা হয়েছে যে ,স্বামী যেন তার সকল কাজ স্ত্রীর সাথে পরামর্শ করে সম্পাদন করে।উল্লেখ্য ,হযরত ওমর রাঃ তার সকল কাজ স্ত্রী ও সহকর্মীদের সাথে পরামর্শ করে করতেন । ২০. পুরুষ পারবে চারজন নারীকে বিয়ে করতে (Quran 4:3) উত্তর:উল্লেখ্য, স্ত্রীর মত থাকতে হবে পূর্ণ আয়াত দিন,তাছাড়া অনেক মনীষী আছেন যারা ৩-৪টা বিয়ে করছেন ,বিয়ে করাটা কোন ফ্যাক্ট হলে প্রথমে ঐ সকল মনীষীদের কান পাকড়ে ধরা উচিত্ ।ভারতীয় জাতির পিতা গান্ধী নিজেই ২টা বিয়ে করেছেন । ২১. তালাকের অধিকার রয়েছে শুধু পুরুষেরই (Sahih Bukhari 8:4871-82 Mishkat al- Masabih, Book 1, duties of parents, Hadith No. 15) উত্তর:সঠিক নয় ,ইসলামে নারীদের ও তালাকের অনুমতি আছে ।আর স্বামী তখনই তার স্ত্রীকে তালাক দিতে পারবে যখন স্ত্রী বেহায়াপনাকে ছাড়িয়ে যাবে ,একজন স্ত্রীর বেলায় ও সম আইন প্রযোজ্য । ২২. স্ত্রীর গায়ে হাত তোলার অধিকার রয়েছে পুরুষের (Quran 4:34 Sahih Muslim 4:2127) যার কারনে কোন জবাব চাওয়া হবে না (Abu Dawud 11:2142) উত্তর:কোরআনে স্পষ্ট জবাব আছে যে ,তোমরা তোমাদের স্ত্রীদের প্রহার করনা ,আর স্ত্রীদের সাথে উত্তম আচরন কর । আচ্ছা একটা উদাহরন দেই ,আপনার আম্মা যেন একটা দোষ করল ,আপনার আব্বা তাকে রাগ করে দুটো থাপ্পড় মারল ,আপনার আব্বার থাপ্পড়ের জবাবে আপনার আম্মায় তাকে কানের গোড়ায় ঠাইস্সা দুইটা থাপ্পড় মারল । এখন আপনার আম্মার ব্যাপারটা আপনার কাছে কেমন লাগবে ?২৪. শুধুমাত্র নীরবতাই তাদের বিয়ে সম্মতি (Sahih Bukhari 9:86:100, 9:86:101, 9:85:79) উত্তর:ইসলামে নারীদের পূর্ণ অধিকার ,মেয়ে যদি বলে ছেলেকে তার পছন্দ নয় তবে সে ছেলের সাথে বিয়ে দিতে পারবেনা তার পিতা অতএব এ হাদীস অকার্যকর। ২৫. স্বামীর অনুমতি ব্যাতিত অন্য পুরুষের কাছাকাছি হওয়া নিষিদ্ধ (Sahih Bukhari 4:52:250) উত্তর:আপনার পিতার সামনে দাঁড়িয়ে আপনার মাতা যদি অন্যপুরুষের সাথে রসের আলাপ অথবা কথা বলে তখন আপনার পিতার পতিক্রিয়া কি জেনে নিবেন তাহলে এই হাদীসটির মর্মার্থ বুঝবেন । ২৬. তাদের একমাত্র কাজ পুরুষের সেবা করা (Mishkat al- Masabih, Book 1, Duties of Husband and Wife, Hadith Number 62 Mishkat al- Masabih, Book 1, duty towards children Hadith Number 43) উত্তর:ফেইক।ইসলা মে নারীদের পর্দা করে ,ব্যবসা পর্যন্ত করার অধিকার দেয় ! ২৭. সর্বদা নিজেদের আবদ্ধ রাখতে হবে পর্দায় (Sahih Bukhari 5:59:462, 6:60:282) উত্তর:অবশ্যই এটা সত্য । আর পর্দা করলে সে দেশে ধর্ষন বেশি হয়না । উদাহরন হিসেবে ধরা যায় ,সৌদী আরব - ইন্ডিয়া । ২৮. মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন (Sahih Muslim 36:6596, 36:6597 Sahih Bukhari 7:62:124, 1:2:29, 7:62:124, 2:18:161) উত্তর:এখানে পূর্ণ আয়াতে দুষ্টু নারীদের বলা হয়েছে ।

ইসলাম বিদ্বেষীদের নারী নিয়ে ২৮টি প্রশ্নের উত্তর ১ম পর্ব

১. নারীর অবস্থান পুরুষের নিচে (Quran 4:34, 2:228) উত্তর:পুরো আয়াতটা পড়লে দেখা যাবে যে এখানে তাদের কর্মক্ষমতা ,শক্তি ও বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে ।বর্তমান বিজ্ঞানীরাও কিন্তু নারীদের পুরুষের নিচের অবস্থানে রেখেছেন কারন তারা একজন পুরুষ থেকে দুর্বল ,প্রমাণ:মহাকাশ অভিযানে যদি ৪জন পুরুষকে নেয়া হয় সেখানে নারী থাকে ০অথবা ১জন । ২.তাদের মর্যাদা পুরুষের অর্ধেক (Quran 2:282, 4:11 Sahih Bukhari 3:48:826, 1:142) উত্তর:কুরআন(2:2 82) আয়াতটুকু পুরোটা উল্লেখ করুন এবং অনুবাদ করুন ,তাহলেই এর আসল ব্যাপার বের হয়ে যাবে ।এখানে নারীদের মর্যাদা যে পুরুষের অর্ধেকে নাকি সেটা পুরো আয়াতে আছে ,সম্পত্তি ভাগবাটোয়ারায় দেখা যায় নারী ,পিতা ,পুত্র এমনকি স্বামী থেকেও সম্পত্তি পায় অপরদিকে পুরুষ শুধু পিতৃ সম্পত্তি থেকে পায় ।তাইলে আয়াতের সম্পুর্ন তুলে না ধরাটা আপনার বোকামি হয়েছে তাই নয় কি ? ৩.নারী পুরুষের যৌন দাসী (Ibn Hisham-al-Sira al- nabawiyya Quran 4:251) উত্তর:এইটা পেয়েছেন (Ibn Hisham-al-Sira al- nabawiyya Quran )গ্রন্থ থেকে ।এই গ্রন্থটা তো কোরআন অথবা হাদীস না ।এই ধরুন মহাবিজ্ঞানী কোপার্নিকাস বলে গিয়েছেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে ,এখন এইটা কি আপনি মানবেন ? বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে লেখা আসে আর সেটাই যে ডিবেটের অংশ হবে সেইটা কিন্তু কোন কথা না ।আর মূলকথা হল ঐ গ্রন্থটাতে এভাবে লেখা হয়নি ,লেখা হয়েছে এভাবে,"নারীরা পুরুষের যৌনদাসী ,এমন যারা ভাবে তাদের উপরে আল্লাহ্'র লানত" আপনি ফেইক জিনিস টেনে এনেছেন । ৪. তারা পুরুষের অধিকৃত সম্পত্তি (Sahih Bukhari 5:59:524) উত্তর:পুরোটা ব্যাখা করলে যেটা বের হয়,এখানে স্ত্রীকে স্বামীর নিকট এক মহামূল্যবান সম্পদ আর সেই সম্পদের অবহেলা যেন না করে এই নির্দেশ দেয়া হয়েছে কড়াভাবে ।আমার স্ত্রী আমার সম্পদ নয়তো আপনার সম্পদ হবে ? ৫. তারা কুকুরের সমতুল্য (Sahih Bukhari 1:9:490, 1:9:493, 1:9:486 Sahih Muslim 4:1032, 4:1034, 4:1038-39 Abu Dawud 2:704) উত্তর:এটা ১০০%ফেইক হাদীস ,অনেক নাস্তিকরা বলে গাধার সাথে তুলনা করেছেন আর আপনি বল্লেন কুকুর ?৬. ভালোবাসার অযোগ্য (Sahih Bukhari 7:62:17 Abu Dawud 41:5111) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ৭. তাদের বন্ধক রাখা যায় (Sahih Bukhari 5:59:369) উত্তর:ফেইক হাদীস । ৮. রজ্বচক্র চলাকালীন তারা অপবিত্র (Quran 2:222 Al-Tabari Vol.1 p.280) রজ্ব কি এটা আপনি জানেন ? হজ্ব করার অযোগ্য (Sahih Bukhari 1:6:302) উত্তর:এখানে কিছু দুষ্টু অথবা অসুস্থ্য ,বুড়িয়ে যাওয়া নারীদের বলা হয়েছে ।আর মূল কথা হল যদি নারীদের জন্য হজ্জ্ব বন্ধ হতো তাইলে লক্ষ লক্ষ নারী প্রতিবছর হজ্জ্বে যেতে পারতোনা । ৯. তারা নিকৃষ্ট (Sahih Bukhari 9:88:219) বুদ্ধিহীন (Sahih Bukhari 2:24:541) অকৃতজ্ঞ (Sahih Bukhari 1:2:28) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । খেলার পুতুল (Al- Musanaf Vol.1 Part 2 p.263) হাড়ের মত বক্রতা যুক্ত (Sahih Muslim 8:3466-68 Sahih Bukhari 7:62:113, 7:62:114, 4:55:548) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে ।

Sunday, September 28, 2014

ইসলামের ইতিহাস বিকৃত করছে একদল ইয়াবা সেবী নাস্তিকরা !

ফেসবুকে একটা গ্রুপ থেকে মহান আল্লাহ্ পাক রব্বুল আলআমিন ও হযরত মুহম্মদ সাঃ কে অতি অশ্লীল গালিগালাজ করছে একদল হিন্দুত্ববাদী[হিন্দুদের কিছু বল্লেই এদের গায়ে বাঁধে] নাস্তিকরা !তারা আজককাল ইসলামের ইতিহাসকে বিকৃত করছে !ফেসবুকে শেখর সিরাজ নামক একটা নব্য নাস্তিক ইসলামের ইতিহাস কে বিকৃত করেছ ,মিথ্যা প্রচার করছে ইসলামের ইতিহাসের নামে বিষ গিলিয়ে দিচ্ছে এ ভন্ড প্রতারক ঠগবাজ নাস্তিক!৯৫% মুসলিম রাষ্ট্রের হালুয়া খেয়ে সেই থালা ফুটো করে চলছে এই নব্য নাস্তিক গুলো ! এখন দেখুন এই ভন্ড ইতিহাসবীদের ভন্ডামী: তার ফেসবুক স্ট্যাটাসে সে যেটা লিখেছে:

মোহাম্মদের দুই দৌহিত্র(নাতি) হাসান ও হোসেন যে কারবালায় এজিদের দ্বারা শহীদ হবেন। এটা মোহাম্মদ মেরাজ থেকে জানেন নাই। মূলত জেনেছেন, জিবরাইল (আ) এর মাধ্যমে, জিবরাইল (আ) এর বার্তাবাহকের ভাষ্যটি ছিল এমন--আপনি এই সন্তানক স্নেহ করছেন; অথচ আপনার উম্মত-ভক্ত কিছু লোকই তাকে শহীদ করবে। হোসেনের কতল ও হাসানে বিষ ক্রিয়ার মৃত্যু মূলত ছিল-রাজনৈতিক ও পারিবারিক কোন্দল।হোসেনের কতল ছিল ক্ষমতার রাজনৈতিক দ্বন্দ্ব। ও হাসানের বিষ ক্রিয়ার মৃত্যু ছিল জয়নবকে ঘিরে পারিবারিক কোন্দল। ইতিহাসের নির্মম সত্য যে, পূর্ববতী ইতিহাস উত্তর পুরুষের হাতে পড়লে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে। এজিদের পূর্বপুরুষ মোহাম্মদের দ্বারা নির্যাতিত ও অত্যাচারিত হয়ে মক্কা থেকে বিতাড়িত হয়। এজিদ খলিফা হওয়ার পর হোসেনের কতল ও হাসানের বিষ ক্রিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এজিদ তার পূর্বপুরুষের নির্যাতিত ও অত্যাচারিত হওয়ার প্রতিশোধ নেয়। এটাই বাস্তব সত্য!!!!

নব্য নাস্তিক ভন্ড শেখরের স্ট্যাটাস লিংক: https://m.facebook.com/story.php?story_fbid=841398532558641&id=100000655068217&refid=17&_ft_&__tn__=%2As আমি এই পাঁচটি বছর ইতিহাস নিয়ে ঘাটছি ,ইসলামের ইতিহাস আমার প্রধান সাবজেক্ট ,কোথাও আমি এই কথাটা পাইনি যে হযরত হাসান ও হোসেন রাঃ কে যে ইয়াজিদ মেরেছে সেটা ইয়াজিদের পূর্ব পুরুষের প্রতিশোধ হিসেবে মেরেছে ! ইসলামের ইতিহাস ২য় খন্ড(Page No:225)এ একথা স্পষ্ট উল্লেখ আছে যে হযরত হাসান রাঃ ও হোসেন রাঃ ইয়াজিদ মেরেছিল খিলাফাহর লোভে । তার সাথে আমার ডিবেট হয় প্রায় চার ঘন্টার ,আমি এই ভন্ড মিথ্যাবাদী ঐতিহাসিককে চ্যালেঞ্জ করেছিলাম যে একথা কোন ইতিহাসে নেই এমনকি ইহুদিদের ইতিহাসেও একথা নেই।[ইহুদিরা যেহেতু ইসলামের প্রধান শত্রু] ।পরে আমি তাকে ইসলামের ইতিহাস ২য় খন্ড(Page No:225)মুয়াবিয়া ,ইয়াজিদ ,হাসান রাঃ,হোসেন রাঃ এর অধ্যায়টি পড়তে বলি ।কিন্তু আশ্চর্যের বিষয় এই যে,ভন্ডটি আমার মন্তব্যটি তার মূল স্ট্যাটাসে পেস্ট করে অন্য এক ভাইয়ের সাথে ডিবেট করেছে যা হাস্যকর!প্রমাণ দেখুন এখানে। অনেকেই বলেন যে,'জারজ মানেই নাস্তিক' কথাটা সত্য নয় ,সত্য হল এটা

প্রতিটা জারজই নাস্তিক নয় কিন্তু প্রতিটা নাস্তিকই জারজ

এই নব্য নাস্তিক ভূয়া ইতিহাসবীদ সেটা কিভাবে বিকৃত করেছে নমুনা দেখুন সাথে দেখুন তার সাঙ্গপাঙ্গদের রাসুল সাঃ কে নিয়ে কুরুচি পূর্ণ মন্তব্য: ছ-বিছ-বিছ-বি [নোট:মোবাইল থেকে স্ক্রীনশট নেয়ার দরুন এভাবে ভাগ ভাগ করে দিতে হয়েছে] ছ-বিছ-বি এবার এই ভন্ডকে দেখুন চিনতে পারেন কিনা ,যদি চিনে থাকেন তবে এখনই আইনি ব্যবস্থা নিন এই প্রতারককে ধরিয়ে দিন: ছ-বি [নোট:উপরের ছবিটিতে চশমা দাড়ি কোনটাই নাই ,নিম্নের এই ছবিটিতে দেখুন ,চশমা ও দাড়ি থাকলে এই ভন্ডকে যেমন লাগবে] ছ-বি সরকারকে আমি জোড় অনুরোধ করছি এই ভন্ড প্রতারকের বিরুদ্ধে সরকার যেন পদক্ষেপ নেয় ,পরে যদি আমাদের ইসলামিক মাইন্ডের ছেলে পেলেরা এর ব্যবস্থা নেয় তাহলে যেন সরকার আমাদের ইসলামিক মাইন্ডের ছেলেপেলেদের জঙ্গী না বলে ।রাসুলুল্লাহ্ সাঃ কে অবমাননার দায়ে ইরানে একটি ছেলের মৃত্যুদন্ড দেয়া হয়েছে আমাদের বাংলাদেশেও এই আইন পাশ হোক যাতে করে এই ভন্ড প্রতারকরা ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ,ইসলামের ইতিহাস নিয়ে মিথ্যাচার করতে না পারে। আর প্রথমে যে ৯০০০ সদস্য বিশিষ্ট গ্রুপ থেকে এই ভন্ড প্রতারক ঠগবাজ নাস্তিক শেখর সিরাজ এই মিথ্যা ইতিহাসটা ছড়িয়েছে সেই গ্রুপটার লিংক এবং এই গ্রুপ থেকেই প্রত্যহ আল্লাহ পাক ও রাসুল সাঃ কে অবমাননা করা হয়: https://m.facebook.com/groups/123766110994866 এই হিন্দুত্ববাদী নাস্তিকরা আসলে বাল(!)মনা থেকে যেটুকু শিখে সেইটুকুই এসে ছড়িয়ে দেয় যার না আছে কোন রেফারেন্স ,না আছে কিছু !এরা পারে অন্যের দেয়া মন্তব্য চুরি করে যুক্তি তর্কে জিততে !ঐযে কথা আছেনা ,

শালিস মানি কিন্তু তালগাছটা আমার!

বঙ্গ নাস্তিকরাও তেমন ,যুক্তি মানুক আর না মানুক তালগাছ তার চাই চাই সেটা যেভাবেই হোক! বাংলাদেশ সরকারের এমন একটা আইন করা উচিত্‍ যাতে করে ইসলামের বিপক্ষ শক্তি ইসলাম ও ইসলামের ইতিহাসকে বিকৃত করার সাহস না পায় ,ইসলামের ইতিহাস ও ইসলামের বিকৃতকারীর হাত কেঁটে দেওয়া ,বা তাকে মৃত্যুদন্ড দেয়া ইত্যাদি আইন করলে এদের লেজ গুটিয়ে যাবে। শেখ হাসিনাকে বলছি এদের কে শাস্তি দিন অন্যথায় আল্লাহর গজব থেকে রক্ষা পাবেননা । এটা শাহজালাল,শাহ পরাণ ,শাহ মাখদুম ,শরীয়তউল্লাহ্,তিতুমীর,নজরুল,মঈনুদ্দিনের জমিন এটা কোন নাস্তিকের জমিন নয় এটা মনে রাখবেন !

Tuesday, August 19, 2014

ফারাবীর বিরুদ্ধে বাংলাদেশ প্রতিদিনের মিথ্যা রিপোর্টের দাঁত ভাঙ্গা জবাব!!

নইম নিজামছ-বি নামকড়া পত্রিকা "বাংলাদেশ প্রতিদিন"ব্লগারশফিউর রহমান এর বিরুদ্ধে ছড়াচ্ছে মিথ্যা News ! কয়েকদিন আগে তসলিমা নাসরিন,আসিফ মহিউদ্দীন এবং ব্লগার আরিফুর রহমান পবিত্র কোরআন শরীফের উপর চায়ের কাপ রেখা কোরআনকে অবমাননা করে এদেশের প্রতিটা ধর্মপ্রাণ মুসলমানের হৃদয়ে আঘাত করে ! এই ভিডিওটা আবার ইউটিউবেও ছাড়া হয় (দুঃখের বিষয় ভিডিওটা ডিলিট করেছেন ব্লগার আরিফুর রহমান ফারাবীরএই স্ট্যাটাসটায় কিছু ডিটেইলস পেতে পারেন) তসললিমা ,আসিফ ,আরিফুরের কোরআন অবমাননার এই ছবিটি দেখুন, ছ-বি আর এই অপকর্মের বিরুদ্ধে কিবোর্ডে খোঁচা দেয় ব্লগার ফারাবী আর এতেই তার যত দোষ!ফারাবী তার একটি স্ট্যাটাসে লিখেন,কোরআন বিদ্বেষী লেখিকা তসলিমা নাসরিনের আর একটি লেখাও বাংলাদেশ প্রতিদিনে ছাঁপাতে পারবেনা,একসময় এখানে রামদার কথা উঠে আসে(রাগের মাথায় রাজাকেও প্রজা খুন করার কথা বলে ফেলে এটা দোষের কিছু নয়) আর এতে ভীত হয়ে ছাহচী চাংপাদিক নঈম নিজাম ওরফে নাস্তিক নিজাম ফারাবীর বিরুদ্ধে থানায় জিডি করে!ফারাবীর সামনে এখন বড় বিপদ যে কোন সময় জেলে যেতে পারে সে! ফারাবী যুক্তি দিয়েছিল ,যেই মহিলা কোরআনকে অবমাননা করে তার লেখা কেন বাংলাদেশের একটি নামিদামী পত্রিকা বাংলাদেশ প্রতিদিন ছাঁপাবে ? আচ্ছা ভাই বাংলাদেশ কি অ্যাথেইস্ট রিপাব্লিক কান্ট্রি নাকি যে আপনি যার তার লেখা বা অশ্লীল অযোগ্য লেখা পত্রিকায় ছাপিয়ে জনতার কাছ থেকে ব্যবসা করে যাবেন? কয়েকদিন আগে আমি বাংলাদেশ প্রতিদিনে তাসলিমার পর্ণগ্রাফি কলামটি পড়েছিলাম যেখানে তাসলিমা আলোচনা করেছেন, •সেক্সের সময় কেন পুরুষেরা নারীকে নিচে ফেলে রাখে ? •নারীর উচিত্‍ পুরুষের যৌনাঙ্গ কেঁটে ফেলা । •সেক্স কিভাবে করতে হবে । •সে পর্ণ ভিডিও দেখে কিনা । ইত্যাদি ইত্যাদি । আচ্ছা ভাই এখন আপনি বলুন এই লেখাটা কি বাংলা চটি না নাকি সেক্স টিপস? এগুলো ছাপানোর জন্য তো ইন্টারনেটে প্রচুর চটি সাইট আছে ,যৌবনজ্বালা ফোরাম,চটি বই আছে তাইলে জনতার পত্রিকায় কেন ? আর এইসব লেখা যখন ফারাবী নঈম নিজামকে ছাপাতে মানা করলেন তখনই বাংলাদেশ প্রতিদিন ছাপালো এই ভূয়া খবর দেখুনঃ
→সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের মাধ্যমে দেশবিরোধী প্রচারণা চালাচ্ছেন। →এমনকি মহান মুক্তিযুদ্ধ নিয়ে বিভিন্ন কটাক্ষ ও ব্যঙ্গচিত্র প্রকাশ করছেন। এখানেই ক্ষান্ত হননি। →জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন অপপ্রচারণা চালাচ্ছেন। যা পাঠকদের সামনে হুবহু তুলে ধরার মতো নয়। ফারাবীর ব্লগ ও ফেসবুক পেজে এ ধরনের ভূরিভূরি অপকর্মের ছাপ পাওয়া যাবে।
নঈম নিজাম বাংলাদেশ প্রতিদিনে এমন খবর প্রকাশ করেছেন যাতে ফারাবীর প্রতি সরকার বিরুপ হয়,

" →বঙ্গবন্ধুকে নিয়ে অশ্লীল মন্তব্য ও কুত্‍সা রটিয়েছে ফারাবী ,মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটুক্তি ও করেছে"

আমি তো ফারাবীর কোন স্ট্যাটাসে বা ব্লগে দেখলামনা মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুকে গালাগাল বা মন্দ কথা বলতে আমি সেই ২০১১ সাল থেকেই তো ফারাবীর লেখা পড়ি! আমি কেন সারা বাংলাদেশী ফেসবুক ইউজাররাও দেখেনি আপনি জরিপ করে দেখতে পারেন । তাইলে এই প্যান্টে মুতা তসলিমার জারজ সন্তান হারামী নঈম নিজাম এই কথা কোথায় পেল ? বাংলাদেশ প্রতিদিনে আরো ছাপা হয়েছে,
আবারও জামিন পেয়ে ধর্মবিদ্বেষ ছড়ানোই শুধু নয়, →নারীকে ফেসবুকে যেৌন হয়রানী বা উত্যাক্ত করার অভিযোগও রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার জনৈক ফেরদেৌসুর রহমানের এ পুত্রের বিরুদ্ধে। কয়েকজন ব্লগার জানান, →কাশিমপুর কারাগারে অবস্থানকালেই রহস্যজনক ভাবে ছদ্মনামে ফেসবুক আইডি থেকে রাষ্ট্র বিরোধী প্রচারণাও চালায় ফারাবী। নিউজ লিংকঃ http://www.bd-pratidin.com/2014/08/19/24838
আসুন এবার দেখি ফারাবী মুক্তিযুদ্ধ নিয়ে কোন কটুক্তি সত্যিই করেন কিনা , এই স্ট্যাটাসটায় তার প্রমাণ !এখানে ফারাবী পাকিস্তানিদের হানাদার বাহীনি বলে উল্লেখ করেছে ! আচ্ছা ভাই এইবার বলেনতো যে ছেলে পাকিস্তানকে বর্বর বলতে পারেন সেই ছেলেটি কি কখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে কুত্‍সা রটাতে পারে ? মিজান ব্যাটা এতই ভীতু রামদার কোপের কথা শুনে প্যান্টে প্রশাব করে দিয়েছে ! কাপুরুষ কোথাকার ! জোচ্চোর বলদ পাঠা কোথাকার ! আসেন দেখি ফারাবীর আসলে দোষ কি কি, •নাস্তিকদের অপপ্রচারের জবাব দেয়া । •নাস্তিকদের সাথে আপোষ না হওয়া । •বাংলাদেশ প্রতিদিনের অপকর্ম জনতার সামনে খোলাখুলি ভাবে তুলে ধরা । •নঈমের নাস্তিকতা প্রকাশ করে দেয়া । •ইসলামের পক্ষে লেখা । •ইসলামের অপপ্রচারের দাঁত ভাঙ্গা জবাব দেয়া ! এগুলোই তার অপরাধ ! এই নঈমেরা চায় বাংলাদেশ একটি অ্যাথিস্ট রিপাব্লিক কান্ট্রি হোক যাতে করে তারা ফ্রি সেক্স করতে পারে তাইতো এত কিছু ! শেষকথা: বাংলাদেশ প্রতিদিন ভূয়া খবর ছড়াচ্ছে ! একটি সাধারন ধর্মপ্রাণ প্রতিবাদী ছেলেকে জঙ্গী বানাচ্ছে ! তাকে দেশদ্রোহী বানাবার জোড় চেষ্টা চালাচ্ছে ! ৯০% মুসলিম জনতার টাকায় পেট পূর্ণ করে কোরআন বিদ্বেষী চটি লেখিকা বেশ্যাখ্যাত তসলিমার লেখা ছাপাচ্ছে ! আসুন সবাই নঈম মিজানের পেটে লাথি মেরে মিথ্যা খবর প্রকাশ কারী পত্রিকা "বাংলাদেশ প্রতিদিন"পত্রিকা বর্জ্যন করি এবং বছরে ৮টাকা দর কেজি কিনে টয়লেট টিস্যু হিসেবে ব্যবহার করি।

Tuesday, August 5, 2014

ISIS/ISIL এর জন্য আপনি সকল মুসলমানকেই টেরোরিস্ট বলতে পারেননা

ISIS/ISIL ইস্যু নিয়ে আজকাল ব্লগে এবং ফেসবুকে দেখা যায় নাস্তিক ভাইয়েরা সকল মুসলিম কে টেরোরিস্ট গালিগালাজ করে আসছে। তাদের দাবী ISIS/ISIL একটি ইসলামিক সংগঠন অতএব সকল মুসলিমই টেরোরিস্ট। আসলে তারা তাই তো দেখে আসছে যে সংগঠনের নামটি তো ইসলামি । তারা তো ইসলামের নামে জিহাদ করে আসছে । কিন্তু তারা একবার ও ভাবছেনা যে কথিত এই জিহাদিদের নীতি ইসলাম সাপোর্ট করে কিনা। সিরিয়ার সেনাবাহীনির মাসুম সন্তানদের কথিত এই অনৈসলামিক জিহাদীরা যেভাবে পিছমোরা বেঁধে গুলি করে হত্যা করেছে সেটা কি ইসলাম সাপোর্ট করে ? ISIS এর কর্মকান্ড একদিনে ১৫০০শত শিয়া এবং খৃস্টান হত্যা করেছে কোন কারন ছাড়াই(যুদ্ধ তখন ছিলনা)! ইসলাম কি বলেছে যে তুমি যুদ্ধ ছাড়া বিধর্মীকে হত্যা কর ? তাছাড়া শিয়াও মুসলমানদের একটি গোত্র। ইসলাম বলেনি যে তুমি নিজ গোত্র হত্যা কর । ছ-বি যুদ্ধ বন্দিদের সাথে ISIS যে আচরন করে সেটা কি ইসলাম সাপোর্ট দেয় ? ISIS/ISIL যুদ্ধ বন্দিদের হত্যা করছে অথচ ইসলাম যুদ্ধ বন্দিদের সাথে উত্তম আচরন করতে বলে। ISIS (The Islamic State of Syria and Iraq) ’ এর যোদ্ধাদের রসদ, তাদের জানবাজ মুজাহিদদের মাসিক বেতন, অস্ত্র কেনার টাকা, এমনকি ‘মহান খলিফা‘র হাতের দামী রোলেক্স ঘড়িটার জোগাণও দিয়ে চলেছে সউদি আরব, কাতার ও আমিরাত! তাদের সুবিধার্থে নাকি নারীকে পাঠানো হচ্ছে যৌন জিহাদ করতে অথচ ইসলামে যৌন জিহাদ নামে কোন শব্দ নেই ।অনেক আলেমের গবেষনায় যৌন জিহাদ মুতা বিবাহ কে বলে থাকে। শিয়ার কিছু গোত্র এবং ওয়াহিবদের মাঝে এখনো মুতা বিবাহ্ চালু আছে কিন্তু ইসলামে মুতা বিবাহ বন্ধ করা হয়েছে সেই আবুবকর রা: এর আমলে । ছ-বি তালেবান এবং আলকায়েদা পয়দা করছিলেন আমেরিকা।হিলারি তার একটা বক্তব্যে এটা প্রকাশ করেন যে আলকায়েদার জন্মদাতা তারা । আলকায়েদার যে প্রশিক্ষন সেটা আমেরিকারই দেয়া । এখন দেখা যাচ্ছে ISIS কে এদের পয়দা দাতা কারা এটা নিয়ে ব্যাপক সন্দেহ চলছে ।BOAN এর সদস্য "পারভেজ" আলমের এই লেখাটায় দেখুন এর আলামত কিছু পান কিনা। আবুবকর বাগদাদী ইহুদি সন্তান অতএব ISIS যে ইহুদিবাদী ইসরাইলের অথবা মার্কিনদের পাঠানো পারুদ বোমা না সেটাও ভাবা যায়না।[তথ্য সূত্র ] ছ-বি ISIS কি চায় ?
এক- ভঙ্গুর ইরাকের ভৌগলিক অখন্ডতাকে শেষ করে দেয়া। তেমনটা করতে পারলে, বিশেষ করে, কূর্দীস্থানকে আলাদা করতে পারলে ইসরাইলের জন্য পোয়াবারো। এই কূর্দীস্থান রাষ্ট্রের সাথে ইসরাইলের ইতোমধ্যেই গড়ে উঠা দহরম মহরম এখন অনেকটা ওপেন সিক্রেট! আর ইসরাইলের নেতিনিয়াহু তো ইতোমধ্যেই কূর্দীদের সাথে একত্রে কাজ করার ঘোষণা দিয়েই রেখেছে। কুর্দিস্থানের তেল ও গ্যাসের সরবরাহ নিয়ে কোনো কথা না বলাই ভালো। দুটি বন্ধু রাষ্ট্রের মধ্যে এরকম লেন দেন ব্যবসা বাণিজ্য হতেই পারে! আর কূর্দীস্থানকে দিয়ে তুরস্কের সাথে বোঝা পড়া করাটা ইসরাইলের পরবর্তি পরিকল্পনা, সে কথা এখন আর নাই বা আলোচনা করলাম। দুই- ইসলামি খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এবং সে লক্ষ্যে জিহাদ পরিচালনা করার মাধ্যমে ইসরাইলের সীমান্ত ঘেঁষে অন্যতম মুসলিম সামরিক শক্তি সিরিয়াকে ধ্বংস করে দেয়া গেছে, এটা ইসরাইলের জন্য, নিউকনদের জন্য এক বিরাট আত্বতৃপ্তির ব্যপার বটে। সমস্য হলো; সিরিয়ার আসাদ এখনও মাটি কামড়ে টিকে আছে, এ ব্যাটাকে শেষ করে দিতে পারলেই ইসরাইল নিজেদের নিরাপত্তা নিয়ে স্বস্তি পেতে পারতো। সে কাজটা দ্রুত শেষ করতে হবে বৈকি! তিন- একবার যদি ইরাকে এই খেলাফত প্রতিষ্ঠা করা যায়, একবার যদি মহান খলীফাকে বাগদাদের ক্ষমতায় বসানো যায়, তা হলে খুব শীঘ্রই নাটকের পরবর্তি পর্ব মঞ্চায়ন শুরু করা সম্ভব। সেটা কী? সেটা হলো বর্তমানে মিটি মিটি প্রজ্বলমাণ শিয়া-সুন্নী বিরোধকে উস্কে দিয়ে বাগদাদের মহান সুন্নী খলীফাকে দিয়ে শীয়া ইরানের বিরুদ্ধে জিহাদে নামিয়ে দেয়া। পারমাণবিক শক্তি অর্জনের লক্ষ্য নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাওয়া ইরান ইতোমধ্যেই সামরিক সক্ষমতায় সহ্যের সীমা ছাড়িয়ে গেছে! তা ছাড়া তেল সরবরাহ‘সহ বৈশ্বিক বাণিজ্যের এক স্ট্র্যাটেজিক পয়েন্ট হরমুজ প্রণালীর মুখে বসে থাকা ইরানকে শক্তিধর হতে দিলে বিশ্ব বেনীয়াদের লুটপাটে বিরাট বাধার সৃষ্টি হয়, অতএব তাকে শেষ করতে হবে। এ জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো শিয়া-সুন্নী লড়াই! এতে করে দুটো লাভ হবে। এক; ইরান দূর্বল হবে। আর, দুই; দূর্বল হবে তলে তলে বিরাট সামরিক শক্তির আধার হয়ে উঠা সউদি আরবও! এক্ষেত্রে টাকা পয়সা তেমন কোনে ব্যাপার না। টাকা তো দেবে সুন্নী কাতার, সউদি আরব আর আমিরাত। মনে আছে নিশ্চয়ই, সউদি আরব কী ভাবে জর্জ বুশ সিনিয়রের এক ধমকে সুড়সুড় করে সাদ্দাম হোসেনকে ইরান আক্রমণের জন্য ২৫.৭ বিলিয়ন ডলারের এক বিশাল অংক জুগিয়েছিলো! আজও তারা সেটা করে যাচ্ছে।
এখন কথা হল এই ISIS এর জন্য আপনারা সকল মুসলিমকেই টেরোরিস্ট বলতে পারেননা। শিবসেনা ,বজরং এর মত দলদের জন্য যেমন সকল হিন্দুদের আমরা টেরোরিস্ট বলতে পারিনা তেমনি ঐ ISIS এর জন্য আপনারাও পারেননা সকল মুসলিমকে টেরোরিস্ট বলতে । http://m.youtube.com/watch?v=gkEea_Eg66Y

Thursday, July 10, 2014

নাস্তিকদের প্রশ্নের জবাব

অনেক নাস্তিক আছে যারা মিশনারী ঘেটে হাদীস বের করে আপনাকে কুপোকাত করতে চাইবে!আসুন শিখুন তাদের ঐ প্রশ্নগুলোর উত্তর কিভাবে দিবেন না জানলে শিখে যান। নাস্তিকরা প্রশ্ন করবে, •আপনি (for women) কি নিজ বাড়িতে আপনার স্বামীর সঙ্গে তার দাসীদের (sex slaves) যৌন সম্পর্ককে মেনে নেবেন ? কেন নয় যখন তার অনুমোদন এসেছে আল্লাহর কাছ থেকে। →উত্তরঃ-রাসুলুল্লাহ সঃ দাসীদের সাথে পরকিয়া করত এমন কিছু আমি কখনো শুনিনি।তার চরিত্র ছিলো ফুলের মতো।তিনি কখনো বেপর্দা বেগানাদের সাথে দেখা করতেন না। তবে তিনি দাসী রাখতেন যা কিনা উম্মুল মুমেনিনদের সেবা করত।পরে তিনি ঐ দাসীদের আযাদ করে দিতেন। •ইসলাম অনুযায়ী নারীদের জন্যে বহু বিবাহ নিষিদ্ধ, বিবাহ পুর্ব বা বিবাহ বহির্ভুত যৌন সম্পর্ক নিষিদ্ধ, স্বামীর গায়ে হাত তোলা নিষিদ্ধ, যদিও এর সব গুলোই একজন পুরুষ পারবে। →উত্তরঃ-আচ্ছা একটা নারীর যদি ৫টা বিয়ে হয় তাহলে সে নারীকে সমাজের লোকজন কেমন চোখে দেখে? তাকে সমাজ থেকে তাকে বেশ্যা বলা হবে। এমন বহু তথ্য আছে যে ,বহু বিয়ে হওয়া নারী কোন স্বামীর সঙ্গমে খুশি হতে না পেরে পতিতালয়ে স্থান নিয়েছে। ইসলামে নারীর বহু বিবাহ এবং তালাক নিষিদ্ধ এ হাদীসটা আপনি কোথায় পেয়েছেন?যদি নারী বিধবা হয় অথবা স্বামী যদি চরিত্রহীন বাজে হয় তাইলে তারে তালাক দেওয়া যায়।আর শুধু শুধু তালাক দেওয়া নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ। আপনি বলেছেন স্বামী স্ত্রীর গায়ে হাত তুলতে পারবে স্ত্রী কেন পারবেনা?আচ্ছা আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে অবশ্যই যে আপনার পিতা আপনার আম্মাকে কোন একটা ভুলের মেরেছে তখন কিন্তু আপনার তেমন খারাপ লাগেনাই। এরপর আপনার পিতাও অমন একটা অপরাধ করল আপনার আম্মার সামনে তখন আপনার আম্মা আপনার আব্বাকে উঠেই জুতা খুলে পাঁচ ছয়টা তার গালেই মেরে দিলেন তখন আপনি কেন পুরো এলাকাবাসী যদি জানতে পারে যে আপনার আম্মা আপনার আব্বাকে জুতাপেটা করেছে তখন আপনি সহ এলাকাবাসী আপনার আম্মার মুখে থুথু ছিটাবে কিনা? •নারীর বিবাহ পুর্ব বা বিবাহ বহির্ভুত অন্য কারো সাথে যৌন সম্পর্ক নিষিদ্ধ কিন্তু পুরুষ পারে। →উত্তরঃ-এ সম্পর্ক নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ। •একজন পুরুষ সম্পত্তির ক্ষেত্রে নারীর দিগুন পাবে! →উত্তরঃ-এটা শুধু পিতার সম্পত্তি থেকে।এটা আবার তাদের পুষিয়ে দেয়া হয়েছে সন্তান এবং স্বামীর সম্পত্তি থেকে।আর এসব হিসেব করলে দেখা যায় নারী পুরুষের সমান সম্পত্তি পায়।আপনি হিন্দু ধর্মে দেখবেন নারীরা কিন্তু পিতার সম্পত্তি থেকে ভাগ পায়না। •২১ তালাকের অধিকার রয়েছে শুধু পুরুষেরই (Sahih Bukhari 8:4871-82 Mishkat al-Masabih, Book 1, duties of parents, Hadith No. 15) →উঃ জাল হাদীস। স্বামীর অনুমতি ব্যাতিত অন্য পুরুষের কাছাকাছি হওয়া নিষিদ্ধ: উঃএতে নারীর অধিকার ক্ষুন্ন হয়না বরংচ তার ইজ্জত বাড়ে।আর আপনি তো দেখছি পরকীয়ার সাপোর্ট করছেন! •মৃত্যুর পর তাদের অধিকাংশের জন্যে রয়েছে দোজখের আগুন! →উত্তরঃএকথা শুধু সবার বেলায় বলা হয়েছে।আল্লাহর আদেশ ভঙ্গকারীদের বলা হয়েছে যেমন আপনি । আর আপনি যে হাদীসগুলো দিয়েছেন তার অধিকাংশরই মিশনারীর মনগড়া কথাবার্তা ওগুলা যুক্তি তর্কে টিকেনা।

Wednesday, July 9, 2014

মুক্তমনা এবং একজন ধূর্ত হেঁদু অভিজিত্

মুক্তমনা ব্লগের মডারেট অভিজিত্ রায় তার একটা ব্লগে লিখে বুঝাতে চেয়েছেনঃ-ব্লগার থাবা বাবা (নাস্তিক কুলাঙ্গার রাজীব/কদবেল হায়দার) ধর্মকে নিয়ে যে বক্তব্য পেশ করত এটা কোন খারাপ কাজ নয়!বরংচ এটা জ্ঞানমূলক ছিল। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই রাজীব শুধু ইসলামকেই কটাক্ষ করেছে।তিনি অন্য কোন ধর্মকে কটাক্ষ করেনি!রাজীব তার একটি ব্লগে লিখেছিলেন মা-ছেল,কন্যা-পিতা সেক্স করা কোন দোষের কিছু না!নাউযুবিল্লাহ।তিনি তার ব্লগ খানায় একটি ফটো দিয়েছিলেন যার উপর লেখা ছিলোঃ-I Aam Pregnent With My Dad's।রাজীবের সেই লেখা খানা নিয়ে লিখেছেন ফারাবী ভাই তার এই ব্লগে চাইলেই পড়তে পারেন।শেষের দিকে এই ব্লগটা পাবেন থাবা বাবা শিরোনামেঃ- http://www.farabiblo g.com যেই নাস্তিক কুলাঙ্গারকে নিয়ে অভিজিত্ এত মেতেছেন সেই থাবা বাবা ছিলেন ফ্রি সেক্সের পাগল!আর তার যারা গোলামি করে অবশ্যই তারাও ফ্রি সেক্সের গোলাম।অভিজিত্ রায়ের বিরুদ্ধে যারা লিখেন অভিজিত্ তাদের ডায়রেক্ট জামাত শীবির আক্ষ্যা দেয়!তাই অনেকে আছেন তার কুকীর্তীর বিরুদ্ধে লিখতে চায়না!এই অভিজিত্ হাদীসকে বিকৃতরুপে ভুল হাদীস প্রচার করেন!এটা আগেই ফারাবী ভাই তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন।অভিজিত্ লিখেছেন রাসূল সঃ নাকি সুন্দরী দেখলেই তাকে জীবনসঙ্গী করেছেন!নাউযুবিল্লাহ।মুক্তমনা যখন তার সাইটের নাম অবশ্যই সেখানে যার স্বাধীনমত সে লিখবে,কিন্তু এই কুলাঙ্গার অভিজিত্ শুধুমাত্র নাস্তিকদের পোষ্টই প্রথম পাতায় রাখেন।আর নাস্তিকদের কেউ ব্যাঙ্গ করলে সেই ব্লগ একাউন্ট খানাই বাদ করে দেয় এই অভিজিত্! অভিজিত্ যুদ্ধাপরাধীর ফাঁসি চায় ভাল কথা তাই বলে ইসলামকে কটাক্ষ করে?হাদীসকে বিকৃত করে?হাদীসের ভূল অনুবাদ করে কি যুদ্ধাপরাধীর ফাঁসি চান এই অভিজিত্?আপনারা লক্ষ্য করলে দেখবেন,হিন্দুদের নিয়ে কোন পোষ্ট যদি কেউ মুক্তমনায় প্রকাশ করে সেই পোষ্টখানা অভিজিত্ গোপনে মুক্তমনার প্রথম পাতা থেকে সড়িয়ে দেয়।কোন এক ব্লগার লিখেছেন জমজমের পানিতে শুক্রকিট,কুরআনের মিরাকল ইত্যাদি সকল প্রকার পোষ্ট কিন্তু অভিজিত্ তার ব্লগে প্রথম পাতাই স্থান দিয়েছে!একধারে তিনি গান গেয়ে যান তিনি মুক্তমনা(নাস্তিক)অন্য একধারে তিনি তার হিন্দুত্ব চালিয়ে যান! অভিজিত্ রায় ফারাবী ভাইকেও জামাত শিবির ট্যাগ দিয়েছেন শুধুমাত্র তার বিপক্ষে লেখায়!তার মুক্তমনায় প্রতিদিন যেই আকারে ধর্মকে অবমাননা করা হয়,এই রকমের ইসলামকে অবমাননা বাংলাদেশের অন্য কোন সাইটে করা হয়না! *তাই মাননীয় সরকারের কাছে বিশেষ অনুরোধ যতদ্রুত সম্ভব এই মুক্তমনা প্লাটফর্মটি বন্ধ করে দেয়া হোক।।।। •নাস্তিদের ফ্রি সেক্স নিয়ে কিছু কথা এখানে পাবেন

Monday, June 30, 2014

কেন খুন হয়েছিল থাবা বাবা? দেখুন এই লেখাটায় পুরো তথ্য।কিছু স্কীনশট

অনলাইনে আছেন আর থাবা বাবা ওরফে আহমেদ রাজীব হায়দার কে চিনেন না এমন লোক পাওয়া দুষ্কর। একজন মস্ত নামী দামী হিন্দুত্ববাদী ব্লগার।নাস্তিক্যবাদীদের মতে একজন কিংবদন্তি লড়ায়ে দে লেখক। থাবা বাবা এন্টি ইসলামিক ছিলেন তিনি বেঁচে থাকলে হয়তবা এখন মগাচীপ আসিফের মতন জার্মানী পারি জমাতো বিদেশী প্রভূদের টাকায়।কিন্তু সে সুযোগ আর দিলোনা আমাদের জাতীয় ছয় বীরেরা হত্যা করে ফেল্ল এই নরকের কিট টাকে। razib1.jpgছবিটি Zoomকরতে এখানে ক্লিক করুন← আশ্চর্যের বিষয় হলো এই থাবা বাবাকে আবার বা.স পীর বাবা বানাতে চায়! আসুন দেখি থাবা বাবা ওরফে আহমেদ রাজীব হায়দার কি পীর বাবা ছিল নাকি উষ্ঠা বাবা ছিল। তার কিছু লেখার স্ক্রীনশট দেখি এবং ঐ লেখা গুলার কারনেই তাকে জাহান্নামে পাঠিয়ে ছিল আমাদের জাতীয় বীর রুম্মানেরা। ১নং ছবিঃ-আহমেদ রাজীব হায়দারের লেখা নুরানী চাপার একটি পর্ব যেখানে তিনি রাসুলে করীম সঃ কে এবং আল্লাহ্ পাক কে চরম ভাবে গালি গালাজ করেছিলেনঃ nuranichapa1.png নুরানী চাপা Zoom করুন ছবি নং ২-নুরানী চাপার ২য় পর্বঃ thaba-baba-writer-of-nura.jpgছবিটি জুম করুন ছবিনং ৩-আহমেদ রাজীব হায়দারের লড়ায়ে দে লেখাটি দেখুনঃ nc12-larayede.png লড়ায়ে দে জুম করুন থাবা বাবার লেখাগুলো সংগৃহিত আছে ধর্মকারী.কম এ।আপনি ধর্মকারীতে গিয়ে থাবা বাবার নুরানী চাপা শরীফ পড়তে পারবেন।যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তবে থাবা বাবার লেখা গুলো পড়লে আপনার শরীর শিউরে উঠবে রক্ত গরম হয়ে যাবে। থাবা বাবার উক্ত উগ্র লেখা গুলোর জন্যই আমাদের বীর সন্তানেরা হত্যা করেছিল এই নরকের কিট থাবা বাবা ওরফে আহমেদ রাজীব হায়দার কে। আর এই নরকের কীট হত্যায় মাননীয় প্রধানমন্ত্রীর আইন বিভাগ এখনো চৌদ্দ শিকে ঢুকিয়ে রেখেছে আমাদের জাতীয় বীর সন্তান রুম্মানদের। dr2.gif আর এই নরকের কীট থাবা বাবা ওরফে আহমেদ রাজীব হায়দারের জানাজার ইমামকে হত্যার হুমকির দায়ে গ্রেপ্তার করা হয়েছিল শফিউর রহমান ফারাবীকে! 13011-410347959058807-125.jpgছবিটি Zoom করুন আদতে ফারাবী কিন্তু উচিত্‍ই বলেছেন,যেই কুলাঙ্গার সারা জীবন ইসলামকে গালি দিয়ে আসছে তাকে কেন আবার ইসলামী বিধান অনুযায়ী দাফন কাফন করা হবে? ভাগ্যের কি নির্মম পরিহাস ফারাবী কিন্তু ঐ মামলার ঘানি এখনো টানছে! আর আমার ভাইরা এখনো জেলে!থাবার ঐ লেখাগুলোর জন্য জাতীয় বীরেরা এখনো জেলে পঁচে মরছে।ফারাবীর এই লেখাটায় থাবা বাবা সম্পর্কে কিছু তথ্য আছে ।Click here অনেক কুলাঙ্গার আছে যারা কিনা বলে আহমেদ রাজীব হায়দার থাবা বাবা ছিলনা! আমি তাদের কে কিছু প্রমাণ দিচ্ছি তারা দেখুন আহমেদ রাজীব হায়দার ই ছিল প্রকৃত থাবা বাবা! •গজা মঞ্চের সদস্য থাবা বাবার বন্ধু আমার ব্লগ মডারেটর সুশান্ত নিজে বলেছেন আহমেদ রাজীব হায়দার ই ছিলেন প্রকৃত থাবা বাবা !এই লিঙ্কে ক্লিক করে দেখুন সুশান্তের ব্লগটি←অনলাইনে হাজারো প্রমাণ আছে আহমেদ রাজীব হায়দারই ছিলেন প্রকৃত থাবা বাবা। যেই কুলাঙ্গার রাসুলে সঃ কে অশ্লীল ভাষায় গালি দেয়,আল্লাহ্ পাক রব্বুল আলআমিন কে অশ্লীল ভাষায় গালি দেয়,উম্মূল মুমেনিনদের অশ্লীল ভাষায় গালি দেয় সেই কুলাঙ্গার কে হত্যার দায়ে আমাদের বীর ভাইয়েরা আজো জেলে পঁচে মরছে।তাদেরকে হাসিনা সরকার মুক্তি দেয়না আফসুস !! মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি,আপনার নামে কুকুর পালার দায়ে যদি সাধারন লোককে আপনি ৭বছরে জেল দিতে পারেন সামান্য একজন প্রধানমন্ত্রী হয়ে,তাহলে পৃথিবীর মালিক এবং দোজাহানের বাদশা রাহমাতুল্লি আলআমিন কে গালি দেয়ার দায়ে কেন থাবা বাবাকে কতল করতে পারবেনা? তাদের দোষ কি তারা ঐ কুলাঙ্গারকে হত্যা করা? সেই দোষে যদি তাদের কারা বরন করান,তাদের জঙ্গী বলে জেল হাজতে রাখেন তাইলে আমি চ্যালেঞ্ছ করে বলতে পারি আপনি মুসলমান না! তাইলে আমি বলতে পারি আপনার গায়ে মুসলমানের রক্ত নাই। আর আপনিতো মুসলমান হিসেবে নিজেকে জাহির করেন,শুনেছি নামাজ পড়েন,কুরআন তেলওয়াত করেন।তাইলে কুলাঙ্গার হত্যার দায়ে আমার ভাইদের আটকিয়ে কেন রাখলেন? আমি তাদের নিঃশর্ত মুক্তির দাবী করছি। •আহমেদ রাজীব হায়দরই যে প্রকৃত থাবা বাবা তা প্রমাণ করবে এই ভিডিওটি

Friday, June 20, 2014

চেতনা দন্ড

নাস্তিক ভায়া দের চেতনা মানেইহুমায়ন অজাত্‍(আজাদ),তাসলিমা নাসরিন। সেই চেতনা হমুয়ান অজাত্‍ ষাড়ের প্রবোচন গুচ্ছ নাস্তিকদের কাছে অতি প্রিয় জিনিস।আসেন দেখি ষাড়ের কিছু প্রবোচন গুচ্ছঃ- 220px-Humaun_Azad_(1947-2004).jpg (নিজের মেয়ের যৌবন দেখে ষ্যাড়ের অনুভুতি ,নিজের মেয়ের স্তন যুগল পকাত পকাত টিপার আকাঙ্খা লৈয়া ষ্যাড়ের চেতনা), চোখের সামনে বড় হচ্ছে আমার মেয়ে অথচ সামাজিক শৃঙ্খল দিয়ে আমার হাত বাঁধা! (উর্বশীকে দেইখা তার নুনুভুতিতে যেই চেতনা জাইগা উঠেছিল), এক একটি উর্বশীকে আমি মেপে মেপে দেখি,ঠোট দেখি! মোটা ঠোট আমার পছন্দ, জিভ দেখি, মোটা ধারালো চ্যাপ্টা খসখসে জিহ্বা আমার পছন্দ! স্তন দেখি, মাঝারী স্তন আমার পছন্দ, পানি ভরা ব্লাডের মত স্তন আমি সহ্য করতে পারি না! স্তনে দাঁতের লাল দাগ আমার চুনির থেকেও ভালো লাগে! উরু দেখি: সরু মাংসল উরু আমার পছন্দ! (নারীবাদী হমুয়ান অজাত্‍ ষ্যাড়ের যে চেতনা লাফ দিয়া উঠেছিল), ”প্রত্যেক মেয়েই নিজের জন্য একটা নুনু চায় ।এই নুনুর জন্যই তারা পুরুষদের হিংসা করে” (নারীবাদী হমায়ান অজাত্‍ নারীদের প্রতি যে চেতনা জাগ্রত হৈয়াছিল), একজন মেয়ে যাকে মন দিতেপারে, তাকে শরীরটা দেওয়া কিছুই নয় । এই শরীরে আছেটা কি ? অথচ আশ্চর্য ! নিরানব্বই ভাগ পুরুষের কাছে এবং সমাজ যারা গড়েছেন তাদের কাছে এই শরীরটাই দামি। মনের দাম নেই কানাকড়িও। হাহাহা নারীবাদী চেতনা হমায়ন অজাত্‍ এর এই প্রবোচনগুচ্ছ নাস্তিক ময়না পক্ষী,গুই সাপের নিকট অধিক থেইকা অধিকতর প্রিয়। আমারব্লগ,সামু ব্লগ,নাগরিক ব্লগ,ইস্টিশন ব্লগ এ এসব প্রবোচন গুচ্ছ সগৌরবে নাস্তিক পাঠা বৃন্দ শেয়ার করে।এবং এগুলাই তাদের চেতনা দন্ড খাড়া কইরা ফালায়।হমায়ন অজাত্‍ এর চ্যালা ভন্ড নাস্তিক বৃন্দ হমায়ন অজাত্‍ কে বলে একজন সৃষ্টি কত্তা! [ :lol ] |হমায়ন অজাত্‍ এর মত ভন্ড দ্যাশ ফ্রেমিক তারা ভালই সাজতে পারে।দ্যাশ ফ্রেমিক সাইজা দ্যাশ প্রেমরে তারা ভালই ধর্ষন করে।সাথে ধর্ম অবমাননা তো আছেই।তারা বুঝাইতে চায় দ্যাশ প্রেম শুধু তাগোই আছে অন্যের নাই।"পাক সার জমিন সাদ বাদ" এ ষ্যাড় হমায়ন অজাত্‍ যতটা না ভূয়া দ্যাশ প্রেমের চেতনা দন্ড খাড়া করছ তার চাইয়া মুসলমান বিদ্বেষী ভাবটা ১১০গুন বেশি ফুইটা উঠছে ।আর এই পাক সার জমিন সাদ বাদ নাস্তিক কুলের কাছে সবচাইতে প্রিয় একমাত্র মুসলমান বিদ্বেষীতার কারনে।পাক সার জমিন সাদ বাদ আবার হেঁদু কুলের কাছে সর্বাধিক প্রিয় কারন হৈল হমায়ন অজাত্‍ ষ্যাড় উক্ত ল্যাখাটায় খাঁটি হিন্দুত্ববাদীর পরিচয় দিছে।পাক সার জমিন সাদ বাদ পড়লে নাস্তিক কুলের চেতনা দন্ড এমন খাড়া হইয়া যায় যা নোয়াইবার ক্ষেমতা স্বয়ং রাজাকার বৃন্দ ও রাখেনা।পাক সার জমিন সাদ বাদ এ শুধু যে চেতনা দন্ড খাড়া হয় তা নয় পাক সার জমিন সাদ বাদ পড়লে চেতনা ছ্যাদাও মেলিয়া যায়! হমায়ন অজাত্‍ ষ্যাড় আমাদের কাছে রাইখা গেছে অধিক চেতনা।যাহা খাড়া করলে হমায়ন অজাত্‍ ষ্যাড়ের দাঁতই খুইলা যাইবে বারি লাগলে। taslima%20nasrin8064.jpg এইবার চৈলা আসি জনপ্রিয় সেক্স বিষয়ক লেখক গবেষক তাসলিমা নাসরিন এর কথায়।তাসলিমা আপা একজন প্রগতিশীল সৃজনশীল সেক্স বিষয়ক লেখিকা।যার লেখা পড়লে চেতনা দন্ড থাড়া হয়না এমুন লোক পাওয়া দুস্কর! নারীবাদী বাল উল্টা ল্যাখক তিনি। কোন এক বইতে তিনি লিখছিলেন, পুরুষ দাঁড়াইয়া মুতলে নারী কেন পারবেনা? আহা!চেতনা চেতনা। আবার তিনি আর একটা বইতে লিখছিলেন, একেকটা পুরুষ চারটা করে বৌ রাখলে একটা নারী কেন চারটা স্বামী রাখতে পারবেনা? তাসলিমার এই কথাটায় আমার একটা ১৮+জোকস মনে পইরা গেল।জোকসটা কিসের জন্য লিখলাম পাঠক কারন জিজ্ঞেস করবেন না। জোকস টা হৈল, ',একজন পতিতা মহিলা একজন সার্জারি ডক্টরের কাছে গিয়া কৈল ডাক্তার সাব ছ্যাদা দুইটা করার কোন ওয়ে কি আছে? ডক্টরঃ-মানুষ একটা ছ্যাদা লৈয়াই টিকতে পারেনা আপনে চাইতেছেন দুইটা!কারনটা কি? মহিলাঃ-যেই হারে গ্রাহক আসতাছে তাতে ১টা ছ্যাদায় পুষে না ,দুইটা ছ্যাদা লাগেই।মানে ডাক্তার ছাব গ্রাহক টিকাইনা বইলা কথা।" তাসলিম নাসরিন তার বই লিখে গ্রাহক অর্থাত্‍ পাঠক টিকাইনার লাইগা। আর তার কামই হৈল লেখার মাধ্যমে পাঠকের চেতনা দন্ড খাড়া করবার। লেখার মইধ্যে তিনি লিখেন,কবে তার ঋতুস্রাব হৈল,কবে কার লগে বিছানায় গেছে ,কবে শরাফ মামা তার চেতনা দন্ড তার ভিত্রে প্রবেশ করাইছে ইত্যাদি ইত্যাদি।আর এইসব লেখা পইড়া বাংলা আবাল ভূয়া দ্যাশ প্রেমিক পুলাপাইন গুলা তাগো চেতনা দন্ড খাড়া কইরা দ্যাশ প্রেমিকের অভিনয় করে। মূলকথাঃ-চেতনা দন্ড বড় ভয়াবহ জিনিস উহা খাড়া হইলে ছ্যাদা ছাড়া দমাইন্না কিন্তু যাইবেনা!তাই চেতনা দন্ড খাড়া করবার আগে অবশ্যই একবার ভাইবা লইবেন খাড়া করবেন কিনা,বঙ্গে চেতনা ছ্যাদার বড়ই অভাব। দন্ডে দন্ডিত চ্যাতনা দন্ড, উহা খাড়া করে যত নাস্তিক আর ভন্ড।

Saturday, March 22, 2014

হিন্দুরা গালি দেয় ইসলামকে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় পাঠক,আপনারা হয়তবা জানেন যে অনলাইনে এবং অনলাইন ছাড়া বাংলাদেশে নাস্তিক সংখ্যা প্রায় হাজার খানেক বা তার একটু বেশি।তো এই নাস্তিকেরা দীর্ঘদিন যাবত্‍ ইসলামকে গালিগালাজ করে আসছে এটাও জানেন সবাই।থাবা বাবা,আসিফ মহীউদ্দিন,আল্লামা শয়তান,মসিউর রহমান মাসুদ,অভিজিত্‍ রায় ছাড়াও হাজার খানেক নাস্তিক ও তার দোসর অর্থাত্‍,হিন্দু,বৌদ্ধ,খ্রীষ্টান মিলিত ভাবে ইসলাম ধর্মকে কটাক্ষ করে আসছে।আমাদের ভাগ্য খারাপ যে এই সকল নাস্তিকদের আমরা কতল ও করতে পারছিনা! তারা কখনো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে কটাক্ষ করছেনা শুধু ইসলামকেই কটাক্ষ করছে!নাস্তিকেরা কেন শুধু ইসলামকে কটাক্ষ করছে?? >>প্রিয় পাঠক,এই যে নাস্তিক গুলো এরা হল আবু জাহেল,ফিরাউনের উত্তরসুরি।এরা জানে যে ইসলাম সত্য ধর্ম।কিন্তু আবু জাহেল কে কি কেউ উত্তম পথে আনতে পেরেছিল? আবু জাহেল জানতেন যে ইসলাম সত্য তবুও সে ইসলামে আসেনি কারন একটাই,আবু জাহেল তার বংশের ঐতিহ্য আর মানসম্মান যাবে বলে ইসলামে আসেনি।মানসম্মান যাবে বলতে বুঝাতে চাই,আবুজাহেল দীর্ঘকাল ধরে ইসলামের বিরোধীতা করে আসছিল তখন যদি সে ইসলাম ধর্ম গ্রহণ করত তবে আরবের বড় বড় নেতার তাকে অপমান করত এই ভয়ে সে ইসলাম গ্রহণ করেনি। তো যা বলতেছিলাম,নাস্তিকরাও জানে যে ইসলাম সত্য তবুও মানইজ্জত যাবার ডরে তারা ইসলাম গ্রহণ করেনা। আপনারা জিজ্ঞেস করতে পারেন তারা জানে যে ইসলাম সত্য তাইল তারা ইসলামরে কেন গালি দেয়? দাদা ইসলামরে প্রকৃত শতকরা ২টা নাস্তিক গালি দেয়,ইসলামরে গালি দেয় ছুপা হিন্দু গুলান। আর শতকরা যে দুইটা নাস্তিক ইসলামরে গালি দেয় ঐ দুইটাও মিশনারী থেইকা টাকা খাইয়া ইসলামরে গালি দেয়। বাংলাদেশে যে কয়টা মিশনারী আছে ওরা টাকা খরচা করে বাংলাদেশে এন্টি ইসলামিক দাঁড় করছে,এই নাস্তিক গুলা ফ্রি বিদেশ যাওয়া ভিসা পায়,ফ্রি খাওয়া,ফ্রি থাকার সুযোগ সুবিধাও ঐ মিশনারী থেইকা পায়। যেমন পায় অভিজিত্‍ রায়,আসিফ মহীউদ্দিন,দাড়িপাল্লা ধমাধম। এই কয়েকটা হাতে গোনা নাস্তিক ছাড়া অন্য যারা ইসলামকে গালি দেয় তারা প্রত্যেকেই হিন্দু! এই ছুপা হিন্দুগুলাই রাসূলে করীম সঃ কে নিয়ে সর্ব প্রথম ফেসবুকে অশ্লীল পেজ খুলে! এই হিন্দুরাই কুরআনকে অবমাননা করে। প্রিয় পাঠক তাইলে আপনারাই বলেন এই হিন্দুদের সাথে আমাদের কি কখনো সন্ধি হতে পারে?NO NEVER,NO NEVER,NO NEVER,NO NEVER. এই হিন্দুরাই আমাদের জাতীয় দুশমন। "নাস্তিক জাইঙ্গা জারজদের প্রশ্নের উত্তর গুলে এখানে দেয়া আছে।Click this:link-html-সজল আহমেদ(LINKBD)"

Friday, February 14, 2014

থাবা বাবার ছিলো ইন্টারন্যাশনাল লেখা।

ব্লগার রাজীব কে নিয়ে কিছু বল্লেই সবাইকে জামাতকে ট্যাগ দেয়া হয়।তাই সবাইকে বলে রাখছি আমি কিন্তু জামায়েত শীবির না। ব্লগার রাজীব হায়দার দ্বীতিয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। -মাননীয়া মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কুলাঙ্গার রাজীব হায়দার ওরফে থাবা যার লেখা পড়লে মুসলিমদের মনে চায় জেহাদ করতে।যার লেখা পড়লে আজো মুসলিমদের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হয়!আর তাকে দেয়া হয় রাষ্ট্র থেকে শহীদি মর্যাদা! যদি রাজীব শহীদই হয়ে থাকে তবে তার লেখাগুলোও ইন্টারন্যাশনাল তাই নয় কি?যার লিখনির অনুমতি ছিলো রাষ্ট্র থেকে।কি ভুল বল্লাম কিছু? তাহলে তার লেখার খরচাও দেয়া হত রাষ্ট্র থেকে।।তাহলে তার দায় ভার ছিলো রাষ্ট্রের।।। আর যারা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মারা গেলে বলা হয় মৌলবাদী মরছে ভালাই হইচ্ছে!!এরা জঙ্গী এদের মরাই ভাল(এখান জঙ্গী আর মৌলবাদী শুধু জামাতকে বুঝানো হয়না সর্ব ইসলামপন্থি দলদের বলা হয়)।।।।ক্কক্কক্ক মুরগী ডাকছে কুত্তায় খড় খাচ্ছে।কুত্তায় মুইত্তা দিছে বাম পন্থিদের মাথায়,তাইতো কাফির,মুরতাদ,ইসলাম বিদ্বেষী নাস্তিক শয়তানের বাচ্চা শয়তানদের দেয়া হচ্ছে শহীদি মর্যাদা!তাদেরকে করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন!তাদের আবার হয় রাষ্ট্রীয় মর্জাদায় জানাজার নামাজ! -আর যারা দ্বীনের পথে শহীদ হয়,অথবা রক্ত ঝড়ায়ে রাজপথ ভিজিয়ে ফেলে তাদেরকে ট্যাগ করা হয় জঙ্গী! এই সরকারের কাছে আমার একটি অনুরোধ থাকল,আপনার বাংলাদেশের ইসলামপন্থী দলদের আর জঙ্গী ট্যাগ করে মুসলিমদের আর বিশ্বের সকল রাষ্ট্রের কাছে খাঁট করবেন না।ভুলে যাবেন না,আপনারা নিজেরাই স্বীকার করেছেন আপনারা ইসলামের হেফাজাত করেন।

নাস্তিকরা এ বাংলার জারজ সন্তান

নেট জীবনের অনেকটা সময় কাঁটাইছি নাস্তিকদের ব্লগ পড়ে।তাদের ব্লগে এমন কোন যুক্তি পাইনাই যা গ্রহণযোগ্য। .ico যদি কোন আস্তিক তাদের উপর যুক্তি তুলে তবে উগ্র নাস্তিক সম্প্রদায় আরো ল্যাঞ্জা হাইড কইরা পালায়। দুনিয়ার যত ভাওতাবাজি প্রশ্ন,উগ্র প্রশ্ন আছে।সব এই নাস্তিকদের মধ্যে। তার কেমন প্রশ্ন করে অসুন দেখে নিইঃ- ১/আল্লাহ দেখতে কেমন?আল্লাহকে দেখা যায়না কেন? ২/দুনিয়ার এত জায়গা থাকতে আল্লাহ কেন মসজিদে থাকেন? ৩/মুহম্মদ সঃ কেন এতগুলো বিয়ে করলেন? ৪/মুসলিমদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ কেন? আসুন না জানলে এর সঠিক উত্তর গুলো শিখে নিন এবং নাস্তিদের জবাব দিনঃ- ১/আল্লাহ দেখতে কেমন?আল্লাহকে কেন দেখা যায়না? উত্তরঃ-প্রথমত আল্লাহর কোন শরীক নেই।লা শারীক আল্লাহ,আল্লাহর কোন আকার গঠন নেই।তিনি কখনো কাউকে জন্ম দেননা আবার কারো থেকে জন্ম নেননি।তবে তার কুদরতি হাত,পা,চোখ,কান আছে।যার দ্বারা তিনি বান্দাদের কর্মগুলো,কথাগুলো দর্শন ও শ্রবন করেন। **আল্লাহকে যে কারনে দেখা যায়নাঃ-ভাই উগুইর তলায় বইসা রাজবংশের সপ্ন দেখেন?হযরত মূসা আঃ আল্লাহকে বল্লেন আল্লাহ বল্লেন সম্ভব না।মূসা আঃ নাছোড় বান্দা।আল্লাহ তাকে দাওয়াত দিলেন তূড়পাহাড়ে।মূসা আঃ আল্লাহকে দেখার জন্য তূড় পাহাড়ে আসলেন।আল্লাহ পাক তার ৭০হাজার পর্দার যখন ১টি পর্দা খুললেন সঙ্গে সঙ্গে তূড় পাহাড় পুড়ে ছাই হয়ে গেল!মূসা আঃ বেহুশ হয়ে গেলেন। মেইন কথা হল,আপনার চর্মচক্ষু দিয়ে আপনি কখনো আল্লাহকে দেখতে পারবেন না।। ২/২য় প্রশ্নের উত্তরখানা এখানে দেয়া আছেঃ- http://www.sajalsblogs.yu.tl/post-titel-5.xhtml ৩/মুহম্মদ সঃ কেন এতগুলো বিয়ে করলেন? উঃ-তিনি আল্লাহর হুকুমে করেছে। তা ছাড়া রাসূলুল্লাহ সাঃ এর স্ত্রী মর্জাদা পাওয়ার জন্য সে যুগের অনেক নারীই পাগল ছিলেন।হয়তবা তাদের মনবাসনা পূরনের জন্যও রাসূল সাঃ একাধিক বিয়ে করেছেন। আপনি ইতিহাসে দেখবেন আগের যুগে রাজারা ২০-৩০টা বিয়ে করতেন! ৪/মুসলমানদের মধ্যে এত যুদ্ধ বিগ্রহ কেন? উঃমূলত এখানে সম্পূর্ণ দোষই কাফির শয়তানদের।কারন শয়তানের কাজই হল মুসলিমদের বিপাকে ফেলে দ্বীনের পথ থেকে বিচলিত করা!এ সম্বন্ধে স্যার ডাঃ জাকির নায়েকের বিশ্লেষনটা আপনারা শুনে নিতে পারেন।

Sunday, February 9, 2014

নাস্তিকদের Free Sex বিষয়ক কিছু কথা

Free sex প্রসঙ্গঃ- নাস্তিক রাজা ব্লগার রাজীব হায়দার একদিন একটা পোষ্ট দিছিলেন,পিতা আর তার মেয়ে সেক্স করেছে সংসার করছে,এবং বর্তমানে সে প্রেগনেন্ট!একটা ফটোও আপলোড করছিলো যেইটার উপর লেখা ছিলোঃ-I Am Pregnent With My Dad's. এই বিষয়টা নিয়ে অবশ্য Farabi Shafiur Rahman ভাই লিখছিলেন হায়দারের বিরুদ্ধে।এখানে আমিও কিছু লিখলাম।।। ব্লগার রাজিব হায়দার এই ফ্রি সেক্সের পক্ষে ছিলেন,শোনা যায় এই রাজিব হায়দার তার স্বীয় মাতার সাথে এ ব্যাপারে জোড়জবরদস্ত করত!যার কারনে রাজিব মরার পর তার পিতার চোখে একটু পানিও আসেনি।। এই কুলাঙ্গার রাজিব ছিলেন ফ্রি সেক্সের পক্ষে!!!ছিঃছিঃছিঃছিঃছিঃ কতবড় নিম্ন পর্যায়ের হলে এটা পারে?পশু পাখির মত ওর নিজের মাকে জোড়জবরদস্তি করেছে!!যে মা গর্বধারন করেছে,তার সাথে খারাপ কিছু ভাবার আগে ঐ ছেলের মরে যাওয়া ভাল!আর ঐ কুলাঙ্গার নাস্তিক গুলো একের পর এক খারাপ কাজ,এই পৃথিবীর নিম্নতর কাজগুলো করে যাচ্ছে!কখনো বোন,খালা,চাচি কে নিয়েও মেতে উঠে এই নাস্তিক পরিবার!অতঃপর এরাই দাবী করে এরাই সর্বাপেক্ষা জ্ঞানী!জ্ঞান তো দূরে যা ছাই এদেরকে আমি কুত্তা বললেও কুত্তার অপমান হয়!!! এই কুলাঙ্গারগুলা কুত্তা থেকেও নিকৃষ্টতর!ওদেরকে প্রকাশ্য রাস্তায় ফেলে হাত পা কেঁটে ফেলা উচিত্‍!!!তার পর এদেরকে সৌদির নিয়ামানুযায়ী জবাই করা উচিত্‍!! যতদিন এই কুলাঙ্গার গুলি পৃথিবীতে বেঁচে থাকবে ততদিন এ পৃথিবী থাকবে অপবিত্র!!ফারাবী ভাই বলছিলেন,এই কুলাঙ্গার নাস্তিক গুলোই চটি পেজ চালায়!!আমি ফারাবী ভাইর সাথে একমত পোষন করছি।হ্যা ওদের দ্বারাই সম্ভব পিতা-কন্যা,মাত-পুত্রের সম্পর্ক অশ্লীল চোখে দেখার!!আর ওদের দ্বারাই সম্ভব ঐসব অশ্লীল চটি রচনা করা!ওরা যে কুত্তা থেকেও নিকৃষ্টতর!ওরা যে জানোয়ার। ওরা যখন বিভিন্ন অশ্লীল লেখা প্রচার করা শুরু করে,তখন মনে চায় ওদের ঘাড় থেকে কল্লাখান নামাইয়া দিই!!শালা শওরের বাচ্চা শওর! পিতা মাতার ঐ অবৈধ সন্তানগুলো এই পৃথিবীর বুক থেকে সরিয়ে দেয়াই শ্রেয়!ব্লগার রাজীব হায়দারের কু কর্মের কথা আর কি বলব?যেই ছেলে জন্মধারিনির সাথে সেক্স করতে দ্বিধা করে না,সেই ছেলে আর কত্ত ভাল হতে পারে ?এখন বলুন এই বেজন্মা রাজীব মরছে এতে কি মন্দ হইছে না ভাল হইছে? অবশ্যই ভাল।কারন পৃথিবীর বুকে কুলাঙ্গার বাঁইচা থাকার চেয়ে মইরা যাওয়া শত শত গুন ভাল কাম।থাবা বাবা ওরফে নাস্তিক কুলাঙ্গার মরার পর আরো অনেক পোলাপান এই ফ্রি সেক্সের পক্ষে কথা কয়!আর বলবেই বা না কেন এরাই তো পিতৃপরিচয়হীন রাস্তার ছেলে।

Thursday, February 6, 2014

নাস্তিকদের একটি প্রশ্নের জবাব।

প্রিয় পাঠক আসসালামু আলাইকুম।আশা করি ভালই আছেন। নাস্তিক জাইঙ্গা ব্লগাররা অনেক সময় প্রশ্ন করেনঃ- *দুনিয়ার এত্ত পবিত্র জায়গা থাকতে খোদা কেন মসজিদে থাকতে যাবে? জবাবঃ-ধরেন প্রধানমন্ত্রী আপনার এলাকায় গেলেন!এখন তাকে কোথায় রাখবেন?গরুর ঘরে?অবশ্যই তার জন্য স্পেশাল একটা জায়গা রাখবেন।এবং তার বসার জন্য স্পেশাল একটা জায়গা অথবা চেয়ার।প্রধানমন্ত্রী তার কার্যালয়ে কেন থাকেন?তার জন্য স্পেশাল কার্যালয় কেন?কেন তিনি জনসাধারনের সাথে ১চেয়ারে বসেন না? ধরুন আপনার এলাকায় এসএসসি পরীক্ষা চলছে।তো সেই পরীক্ষা কেন কেন্দ্রে বসে হচ্ছে?খোলা মাঠে দিলেই তো পারে। আপনি জিজ্ঞেস করতে পারেন,এর সাথে ওটার সম্পর্ক কি?হ্যা ভাই সাইজে আসেন,দুনিয়ার সাধারন একজন প্রধানমন্ত্রীর জন্য যদি কার্যালয় প্রতিষ্ঠিত হয় তাহলে কুলজাহানের পালনেওয়ালার জন্য কেন তার স্পেশাল কার্যালয় থাকবেনা?আর তার প্রধান কার্যালয় হচ্ছে মসজিদ।আর মুসলমানরা প্রতিদিন সেখানে হাজিরা দিয়ে আসে।তার প্রভুকে সেজদা দিয়ে আসে। আসা করি বিষয়টি ক্লিয়ার বুঝতে পেরেছেন।না বুঝতে পারলে কিছুই করার নাই,আমরা জানি নাস্তিকরা অলটাইম মাথামোটা,এদের পিটাইয়া মাইরাফালাইলেও কোন কিছু সহজভাবে নিতে চায়না।কিন্তু প্যাঁচটা ভালই বুঝেন।

Sunday, February 2, 2014

যোগাযোগ

যোগাযোগ

নাম


পদবী


ইমেইল


মন্তব্য: