Wednesday, July 9, 2014
মুক্তমনা এবং একজন ধূর্ত হেঁদু অভিজিত্
মুক্তমনা ব্লগের মডারেট অভিজিত্ রায় তার একটা ব্লগে লিখে বুঝাতে চেয়েছেনঃ-ব্লগার থাবা বাবা (নাস্তিক কুলাঙ্গার রাজীব/কদবেল হায়দার) ধর্মকে নিয়ে যে বক্তব্য পেশ করত এটা কোন খারাপ কাজ নয়!বরংচ এটা জ্ঞানমূলক ছিল। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন এই রাজীব শুধু ইসলামকেই কটাক্ষ করেছে।তিনি অন্য কোন ধর্মকে কটাক্ষ করেনি!রাজীব তার একটি ব্লগে লিখেছিলেন মা-ছেল,কন্যা-পিতা সেক্স করা কোন দোষের কিছু না!নাউযুবিল্লাহ।তিনি তার ব্লগ খানায় একটি ফটো দিয়েছিলেন যার উপর লেখা ছিলোঃ-I Aam Pregnent With My Dad's।রাজীবের সেই লেখা খানা নিয়ে লিখেছেন ফারাবী ভাই তার এই ব্লগে চাইলেই পড়তে পারেন।শেষের দিকে এই ব্লগটা পাবেন থাবা বাবা শিরোনামেঃ- http://www.farabiblo g.com যেই নাস্তিক কুলাঙ্গারকে নিয়ে অভিজিত্ এত মেতেছেন সেই থাবা বাবা ছিলেন ফ্রি সেক্সের পাগল!আর তার যারা গোলামি করে অবশ্যই তারাও ফ্রি সেক্সের গোলাম।অভিজিত্ রায়ের বিরুদ্ধে যারা লিখেন অভিজিত্ তাদের ডায়রেক্ট জামাত শীবির আক্ষ্যা দেয়!তাই অনেকে আছেন তার কুকীর্তীর বিরুদ্ধে লিখতে চায়না!এই অভিজিত্ হাদীসকে বিকৃতরুপে ভুল হাদীস প্রচার করেন!এটা আগেই ফারাবী ভাই তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন।অভিজিত্ লিখেছেন রাসূল সঃ নাকি সুন্দরী দেখলেই তাকে জীবনসঙ্গী করেছেন!নাউযুবিল্লাহ।মুক্তমনা যখন তার সাইটের নাম অবশ্যই সেখানে যার স্বাধীনমত সে লিখবে,কিন্তু এই কুলাঙ্গার অভিজিত্ শুধুমাত্র নাস্তিকদের পোষ্টই প্রথম পাতায় রাখেন।আর নাস্তিকদের কেউ ব্যাঙ্গ করলে সেই ব্লগ একাউন্ট খানাই বাদ করে দেয় এই অভিজিত্! অভিজিত্ যুদ্ধাপরাধীর ফাঁসি চায় ভাল কথা তাই বলে ইসলামকে কটাক্ষ করে?হাদীসকে বিকৃত করে?হাদীসের ভূল অনুবাদ করে কি যুদ্ধাপরাধীর ফাঁসি চান এই অভিজিত্?আপনারা লক্ষ্য করলে দেখবেন,হিন্দুদের নিয়ে কোন পোষ্ট যদি কেউ মুক্তমনায় প্রকাশ করে সেই পোষ্টখানা অভিজিত্ গোপনে মুক্তমনার প্রথম পাতা থেকে সড়িয়ে দেয়।কোন এক ব্লগার লিখেছেন জমজমের পানিতে শুক্রকিট,কুরআনের মিরাকল ইত্যাদি সকল প্রকার পোষ্ট কিন্তু অভিজিত্ তার ব্লগে প্রথম পাতাই স্থান দিয়েছে!একধারে তিনি গান গেয়ে যান তিনি মুক্তমনা(নাস্তিক)অন্য একধারে তিনি তার হিন্দুত্ব চালিয়ে যান! অভিজিত্ রায় ফারাবী ভাইকেও জামাত শিবির ট্যাগ দিয়েছেন শুধুমাত্র তার বিপক্ষে লেখায়!তার মুক্তমনায় প্রতিদিন যেই আকারে ধর্মকে অবমাননা করা হয়,এই রকমের ইসলামকে অবমাননা বাংলাদেশের অন্য কোন সাইটে করা হয়না! *তাই মাননীয় সরকারের কাছে বিশেষ অনুরোধ যতদ্রুত সম্ভব এই মুক্তমনা প্লাটফর্মটি বন্ধ করে দেয়া হোক।।।। •নাস্তিদের ফ্রি সেক্স নিয়ে কিছু কথা এখানে পাবেন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment