Pages

Tuesday, July 15, 2014

গোয়েন্দা উকিল-১ম পর্ব

সজীবের কাছে ১টি টেলিগ্রাম এলো তার কোলকাতার বন্ধু সুবল দাসের । সজীব কিছুটা গুরুত্ব দিয়েই চিঠিটার ভাজ খুল্ল কেননা ১মাস বাদে কোলকাতা থেকে চিঠি দিয়েছে তার বন্ধু। এতদিন পর মনে পরল তাহলে শালার।মনে মনে বল্ল সজীব। সজীব চিঠিটার ভাজ খুলে চোখ ছানাবড়া করে ফেল্ল চিঠিতে লেখা, প্রিয় বন্ধু সজীব, আশাকরি ভালই আছো,আমার অবস্থা খুবই সোচনীয়।কাল ঘরে ঢুকে তোমার বৌদিকে পাচ্ছিলাম না,একপর্যায়ে খুঁজতে খুঁজতে আমাদের শো'বার ঘরের উপরে তাঁকাতেই আমি কিছুটা ভরকে গেলাম।দেখলাম তোমার বৌদি উপরের ফ্যানের সাথে ঝুলে আছে ,গলায় শাড়ির আচল প্যাঁচানো ।দ্রুত

No comments:

Post a Comment