Friday, July 18, 2014
মানবতা যখন মাদকাশক্ত
উপরের ছবিটা দেখে দয়ামায়াহীন লোকের ও একটু হলে হৃদয়টা কেঁপে উঠবে। উপরের শিশুটা ইসরাইলের বিমান হামলায় শহীদ হয়েছে। ঘরের ভেতর বোধ হয় একাই ছিল বেচারি কন্যা শিশুটি আর শেষে পোহাতে হল পৃথিবীর জঘন্যতম মৃত যন্ত্রনা। এই শিশুটির পিতা অথবা মাতা যদি কেউ বেঁচে থাকে তবে তার হৃদয়ের অবস্থা কেমন হবে? তারা কি সহ্য করতে পারবেন তার নিজ শিশু কন্যার এমন দৃশ্য? এমন দৃশ্য যদি ফিলিস্তিনের কোন সেনা ইসরাইলের কোন শিশুকে করত তবে তাদের হাজারটা ঘৃণা জানাতাম আমরা। শিশুরা নিষ্পাপ মাছুম তাদেরকে হত্যা করাটা কোন ধর্ম সাপোর্ট দেয়না।সাপোর্ট দেয়না কোন সুস্থ মষ্তিষ্কের মানুষ। এপর্যন্ত খবর পেলাম প্রায় ২০০এর উপর মানুষ শহীদ হয়েছেন যাদের কিনা অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছে দেড় হাজারের উপরে তাদের মধ্যেও অধিকাংশ নারী ও শিশু।আর অপহৃত যা হয়েছে তার ও সিংহ ভাগ শিশু। জাতিসংঘের একটি নথিপত্রে লেখা আছে,শিশু নির্যাতন এবং নারী নির্যাতন উভয়ই বন্ধ করতে হবে। আবার প্রত্যেকটা দেশেই নারী ও শিশু নির্যাতন বন্ধের জন্য সংগ্রাম করে যাচ্ছে। আপনি আমাদের দেশে দেখুন নারী ও শিশু নির্যাতনের এমন কঠিনতর আইন যে সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদন্ড! আবার জাতীসংঘ থেকে কড়াভাবে বলা হয়েছে,প্রত্যেকটা দেশে নারী ও শিশু নির্যাতন অচীরেই বন্ধ করতে হবে। যেই জাতিসংঘ নারী ও শিশু নির্যাতনের বিপক্ষে এত্ত কথা বলে সেই জাতিসংঘই আজ ফিলিস্তিনের নারী ও শিশু হত্যায় নিরব ভূমিকা পালন করছে। আমি আগেই বলেছিলাম Humanrightএর Humanity হারিয়ে গিয়েছে ,Save The Children এর Humanity হারিয়ে গিয়েছে। Israeli strike 'kills Palestinian!Where is the lost Humanity? প্রত্যেক শিশুই নিষ্পাপ।এবং একেক জন একেকটি ফুল। ফিলিস্তিনের শিশুরা ফিলিস্তিনের ফুল আর ফিলিস্তিনের এই ফুলদের অকালে ঝড়িয়ে দিচ্ছে কিছু হায়েনা। আমরা জানি হিটলার হত্যা করেছিল ৬০লক্ষ ইহুদিকে যার জন্য কিনা তাকে পৃথিবীর সর্ব নিকৃষ্ট মানুষ হিসেবে আখ্যা দেয়া হয়।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment