Pages

Friday, February 14, 2014

থাবা বাবার ছিলো ইন্টারন্যাশনাল লেখা।

ব্লগার রাজীব কে নিয়ে কিছু বল্লেই সবাইকে জামাতকে ট্যাগ দেয়া হয়।তাই সবাইকে বলে রাখছি আমি কিন্তু জামায়েত শীবির না। ব্লগার রাজীব হায়দার দ্বীতিয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। -মাননীয়া মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। কুলাঙ্গার রাজীব হায়দার ওরফে থাবা যার লেখা পড়লে মুসলিমদের মনে চায় জেহাদ করতে।যার লেখা পড়লে আজো মুসলিমদের প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হয়!আর তাকে দেয়া হয় রাষ্ট্র থেকে শহীদি মর্যাদা! যদি রাজীব শহীদই হয়ে থাকে তবে তার লেখাগুলোও ইন্টারন্যাশনাল তাই নয় কি?যার লিখনির অনুমতি ছিলো রাষ্ট্র থেকে।কি ভুল বল্লাম কিছু? তাহলে তার লেখার খরচাও দেয়া হত রাষ্ট্র থেকে।।তাহলে তার দায় ভার ছিলো রাষ্ট্রের।।। আর যারা তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করে তারা মারা গেলে বলা হয় মৌলবাদী মরছে ভালাই হইচ্ছে!!এরা জঙ্গী এদের মরাই ভাল(এখান জঙ্গী আর মৌলবাদী শুধু জামাতকে বুঝানো হয়না সর্ব ইসলামপন্থি দলদের বলা হয়)।।।।ক্কক্কক্ক মুরগী ডাকছে কুত্তায় খড় খাচ্ছে।কুত্তায় মুইত্তা দিছে বাম পন্থিদের মাথায়,তাইতো কাফির,মুরতাদ,ইসলাম বিদ্বেষী নাস্তিক শয়তানের বাচ্চা শয়তানদের দেয়া হচ্ছে শহীদি মর্যাদা!তাদেরকে করা হয় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন!তাদের আবার হয় রাষ্ট্রীয় মর্জাদায় জানাজার নামাজ! -আর যারা দ্বীনের পথে শহীদ হয়,অথবা রক্ত ঝড়ায়ে রাজপথ ভিজিয়ে ফেলে তাদেরকে ট্যাগ করা হয় জঙ্গী! এই সরকারের কাছে আমার একটি অনুরোধ থাকল,আপনার বাংলাদেশের ইসলামপন্থী দলদের আর জঙ্গী ট্যাগ করে মুসলিমদের আর বিশ্বের সকল রাষ্ট্রের কাছে খাঁট করবেন না।ভুলে যাবেন না,আপনারা নিজেরাই স্বীকার করেছেন আপনারা ইসলামের হেফাজাত করেন।

No comments:

Post a Comment