Pages

Monday, February 10, 2014

ইসলামের স্বার্থকতা,এখন দলে দলে সবাই ইসলামের পথে এগিয়ে আসছে!!

ইসলাম সত্যধর্ম এতে বিন্দুমাত্র সন্দেহ নাই।ইসলাম যে কতটা সত্য তা আমি এখানে আলোচনা করেছি।ক্লিক করে পড়তে পারেন। এখানে আমি আলোচনা করেছি ইসলামকে নিয়ে।অন্য ধর্মের প্রমাণ সহকারে দিয়েছি ইসলাম যে কতটা খাঁটি এবং সত্যধর্ম!আর ইসলাম সত্য বলেই আজকে শয়তানগুলো ইসলামকে নিয়ে এত টানা হেঁচড়া করে,ইসলামকে মুসলিমকে বিশ্ব দরবারে খাঁট করে দেখে!বিশ্বের যে কয়টা ধর্ম আছে সকল ধর্মের উর্ধ্ব ইসলাম। বলতে পারেন কেন সারা জীবন শুনে আসলাম বৌদ্ধ ধর্মের লোক বেশি আর আপনি বলছেন ইসলাম। *আরে ভাই বৌদ্ধ ধর্মের লোক বেশি হলেও এখন দলে দলে বৌদ্ধরা ইসলাম গ্রহণ করে চলছে!!আমেরিকায় প্রতিদন গড়ে প্রায় ১হাজার লোক মুসলিম হচ্ছে!এটা কি ইসলামের স্বার্থকতা নয়???এতে কি বলা যায়না ইসলামই সত্য বাকি গুলো ভাওতাবাজি।হিন্দু ধর্মের গোড়ামি,ও তাদের দেব দেবী অস্তিত্ত্বহীন দেখে দলে দলে কোলকাতার হিন্দুরা এখন ইসলামের ছায়াতলে আসছে!খৃষ্টধর্মের নোংরামি দেখে এখন দলে দলে খৃষ্টধর্মের লোক ইসলামের ছায়াতলে আসছে।এতে কি বলা যায়না ইসলামই এখন পৃথিবীর সেরা এবং স্রেষ্ঠ ধর্ম?আপনারাই বলেন প্রতিদিন ইসলাম ধর্মের সত্যতা দেখে দলে দলে লোকজন ইসলাম ধর্মগ্রহণ করছে!সেই ইসলাম সব ধর্মের উর্ধ্বে না হয়ে হবে কি?

No comments:

Post a Comment