হুন্ডা এক্সিডেন্ট
হয়েছে রিক্সাচালক
আঃ মজিদের
মেয়ে মর্জিনা,সাড়ে৪বছর
বয়স,সিটি হসপিটালে ভর্তি!
মাথায় আঘাত পেয়েছে!
ডাক্তার সাহেব
বলছে অপারেশন
করতে হবে,৫০হাজার
টাকা লাগবে সাথে রক্ত!রক্ত
পাওয়া যাবে বাট
টাকাটা কিভাবে ম্যানেজ
করবে!
বেচারা রিক্সা চালিয়ে সংসার
চালায়!এত টাকা কোথায়
পাবে?বড় বাবুর
কাছে চাইতে পারে মজিদ।
কিন্তু কি করে চাইবে এর
আগের মাসের সুদটাই
তো ক্লিয়ার
করতে পারেনি সে!না যতই
হোক টাকা তাকে চাইতেই
হবে।বড় বাবুর কাছে তার
যেতেই
হবে টাকা তাকে আনতেই
হবে!মজিদ হাসপাতাল
থেকে সোজা বড় বাবুর
কাছে গেল।
গিয়ে পাশে দাঁড়াল।
কাঁচুমাচু গলায় বল্লঃ বাবু
একখান কতা কমু!
বাবুঃক দেহি হুনি।
মজিদঃআগে কয়েন রাগ
অইবেন নাতো?
বাবুঃআরে আগে ক দেহি!
[একটু বিরক্তি স্বরে]
মজিদঃমোর
মাইয়াডা হাসপাতালে ভর্তি,হুন্ডায়
একচিডিন অইছে!ডাক্তার
কইছে পোনচাশ আজার
টাহা লাগবে অপারোশন
করতে!এহন মুই এত্ত
টাহা কোম্মে পামু?
আম্মে যদি দেতেন,মুই কাম
কাজ কইররা দিয়ে দেতাম।
[মজিদের চোখে পানি]
বাবু
কৌতুকচ্ছলে বল্লঃটাহা তোরে দিমু!
তাও আবার ৫০আজার!৫আজার
নিয়া খাইছ হেইয়াই
দেতারোনা,ইয়ার্কি পাইছ?
যা যা বাড়ি যা তোর
মাইয়া তোর চিন্তা,মোর
টাহা মোর চিন্তা।
[বড়বাবুর
পা দুখানা জড়িয়ে ধরল মজিদ]
মজিদঃদেন বাবু,আমনের পাও
দুইডা দরছি।মোর
মাইয়াডা নাইলে বাঁচপেনা!
বড় বাবু হেঁচকা টান
দিয়ে হাত দুটা ছুটিয়ে নিল
পা থেকে,এবং লোকজন
ডেকে ঘাড় ধরে বের
করে দিলো!মজিদ গেটের
বাইরে দাঁড়িয়ে শুনল বাবু
বলছেঃমরলে হালা তোর
মাইয়া মরবে তাতে মোর কি?
আগের
টাহা দেতারেনা আবার
আইছে!মজিদ
কাঁদতে কাঁদতে চলে গেল!
আর
মনে মনে বলতে লাগলোঃআল্লায়
তগো টাহা দেছে কিন্তু
গরীবগো দেওয়ার মন দেনায়!
মজিদ খোলা রাস্তায়
হাঁটছে আর কাঁদছে।
মজিদ
ফিরো এলো হাসপাতালে।
তার মেয়েটা অক্সিজেন
লাগানো।মেয়েটা ঘন,ঘন
শ্বাস নিচ্ছে!মজিদ চিত্কার দিয়ে উঠলো !ডাক্তার ছাব
মোর মাইয়াডা ওরোম
করে ক্যা?ও ডাক্তার ছাব মোর
মাইয়াডা বাঁচান!ডাক্তার
তাকে শান্ত করল।আর
টাকাটা ম্যানেজ
হয়েছে কিনা জানতে চাইল।
আজ রাত ১২টায় অপারেশন
করতে হবে।
মজিদ বল্লঃমুই এত টাহা কই
পামু?
ডাঃ-দেখুন মজিদ সাহেব
এটা বল্লে তো হবেনা আজ
রাতেই যোগাড় করতে হবে!
মজিদ রাস্তায় নেমে পরল।
নিস্তব্দ পায়ে হাঁটছে,আর এর
ওর কাছে টাকা চাচ্ছে।কিন্তু
কে তাকে টাকা দিবে?শত
চেষ্টা করে ২হাজার ম্যানেজ
করে দিল মজিদের বন্ধুরা।রাত
তখন১১টা,মাত্র ২হাজার
টাকা তার পকেটে!হঠাত্
নিজের রিক্সাটার
দিকে চোখ পরল মজিদের,বাধ্য
হয়েই রিক্সাটা বেঁচে দিল
মজিদ।৫হাজার টাকার
রিক্সা,মাত্র ৩হাজার
টাকা বেঁচতে হল তার!মজিদ
টাকাটা পকেটে নিচ্ছে আর
বলছেঃহালা ঠ্যাহের
সোমায় সব মালই পানির দাম।
মোট ৫০০০টাকা তার
পকেটে,এতে কি হবে?
রাত তখন ১২.৫০
শত
আশা নিয়ে হাসপাতালের
ঢুকলো মজিদ।মজিদ
দেখলঃতার একমাত্র
মিষ্টি মেয়েটার অক্সিজেন
খোলা!
মনে হচ্ছে ঘুমিয়ে আছে,তার
স্ত্রী একদিকে মূর্ছা পরে আছে!
ডাক্তার সাহেব চিন্তিত!
মজিদ ডাক্তার
কে বল্লঃকি হইছে ডাক্তার
ছাব?
ডাক্তার কিছুক্ষন নিরব
থেকে বল্লঃদুঃখিত মজিদ
সাহেব আপনার
মেয়েকে বাঁচানো গেলনা!
মজিদের মেয়েটা অপারেশন
বিহীন মারা গেছে!মজিদের
দম আঁটকে গেছে!শব্দ
করে কাঁদতে পারছেনা!চোখ
দিয়ে পানি ঝরছে তার,অপলক
দৃষ্টিতে তাকিয়ে আছে তার
মেয়েটার দিকে!মজিদ
খেয়াল করল তার মেয়েটার
চোখে ১ফোঁটা জল!সে জল
যেন
তাকে বলছেঃআব্বা অনেক
কষ্ট
পাইয়া মরছি,গরীবরা বুঝি মরার
সময় এইরোম কষ্ট পাইয়া মরে?
No comments:
Post a Comment