Wednesday, March 19, 2014
রাজনীতিতে বাংলার উলামাদের ভূমিকা এবং ইসলামের চোখে রাজনীতি পর্বঃ১
বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগন। আজকের আলোলচনা ইসলামী রাজনীতি নিয়ে অনেক বন্ধুরা আছেন ইসলামী দলগুলোর রাজনীতি একদম পছন্দ করেন না!কারন তারা ইসলামী রাজনীতি সম্পর্কে অজ্ঞ। আপনি জানেন কি পুরো ভারত উপমহাদেশে প্রথম রাজনীতি ঢুকিয়েছে মুসলিমরা!! রাজনীতি ছাড়া একটা রাষ্ট্র কখনোই চলতে পারেনা!চলেও নি কখনো!মরক্কো থেকে লানত পর্যন্ত সাড়ে আটশ বছর চালিয়েছে মুসলিম রাজনৈতিক দলগুলো!ইসলামি সৈনিক নুরউদ্দিন মুহম্মদ জাহাঙ্গীরকে বলা হত মোঘল আমলে রাজনৈতিক বাঘ!তিনিও কিন্তু ইসলামি রাজনীতির ছায়াতলে! রাসুলুল্লাহ সঃ নিজেই ছিলেন বিশ্বের সবথেকে বড় রাজনীতিবীদ।তার প্রমাণ স্বরুপ "হিলফুল ফুজুল" রাসুলুল্লাহ সঃ এর সাথে কাফেরদের যুদ্ধ এটাও রাজনীতির ফল! তাছাড়া আবুবকর রাঃ,ওমর রাঃ,উসমান রাঃ,আলী রাঃ,মুয়াবিয়া রাঃ,হযরত হাসান রাঃ,হোসাইন রাঃ এরা প্রত্যেকেই রাজনীতি করেছেন।এর অসংখ্য নজির ইতিহাস এবং হাদীস অথবা ইসলামি বইগুলো খুঁজলে পাওয়া যাবে। তাছাড়া বাংলা দেশের অসংখ্য ওলী আউলিয়া,পীর মাসায়েক রাজনীতি করেছেন! যার নজির ইসলামি বইগুলি ঘাটলে পাওয়া যাবে। রাজনীতিতে বঙ্গীয় উলামাদের অবদানঃ-উনিশ শতকে ফরায়েজী আন্দোলন ছিল তথা উপমহাদেশের সর্বপ্রথম সক্রিয় আন্দোলন যেটা ছিল মুসলমানদের আন্দোলন। বর্তমানের আওয়ামি লীগের পূর্ব নাম ছিল মুসলিম লীগঃ- বর্তমানে আওয়ামিলীগের পূর্ব নাম ছিল মুসলিম লীগ।বাংলার অনেক উলামারা ছিলেন যারা পাকিস্তানের প্রস্তাব মেনে নিতে পারেন নি এবং এই মুসলিম লীগ আরো দৃঢ় ভাবে গঠিত করে মাওঃ ভাসানি।পরে১৯৩৭সালের নির্বাচনের পর এ.কে ফজলুল হক কৃষক-প্রজা পার্টি নিয়ে মুসলিম লীগে যোগ দান করেন।এবং আন্দোলন করে। দুঃখের বিষয় যে মাওলানা ভাসানি,সের ই বাংলা এ.কে ফজলুল হক,মাওঃ উবায়দুল্লাহ সিন্ধী,মাওঃ আব্দুল হাই ফুরফুরী,মাওঃ হুসাইন আহমদ মাদানী ,মাওলানা আঃ আজিজ ও মাওলানা আবুল কালাম আজাদ আরো অনেক আলেম ওলামা আছে যারা সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে দলগঠন করে রাজনীতি শুরু করে এদের নাম ইতিহাসের শেষের পাতায় ও থাকেনা!অথচ দুইদিনের বৈরাগী,জিয়া,মুজিবর এদের নাম বাংলা ইতিহাসের প্রথম পাতায় স্থান পায়!যদি কাউকে বাঙ্গালী স্বাধীনতার স্থপতি দিতে হয় তবে দিতে হবে মাওলানা ভাসানিকে!কেননা তিনিই সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলে। চলবে.........
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment