Pages

Thursday, March 20, 2014

ভারতের মুসলিম নায়ক নিয়ে আমরা যখন গর্ব করি।

প্রিয় পাঠক আমরা অনেকেই হয়ত ভারতের নায়ক গোত্র খাঁনদের নিয়া লাফাইয়া পড়ি মুষ্ঠিযুদ্ধ আর বাকযুদ্ধে।কখনো আবার কলমের খোঁচায় লিখিয়া ফালাই যে "আমরা গর্ভিত(গর্বিত) যে ভারতের মুসলমান নায়ক গোত্র এখন শির্ষে হু! দেখছনা শাহরুখ,সাল্লু,আমির,কারিনার স্বামী সাঈফ আলী ওরাতো সব মুসলিম!আমাদের সাথে কে পারবে হুঁ? >>জয় মা খালী,এদের অভিনয় দেখে আবার আমরা এদের কিছু ডায়ালগ ও রপ্ত করে ফেলি।এরা প্রত্যেকেরই প্রিয় নায়ক এবং অভিনেতা।ধুম ৩ ছবিটা হিট হওয়ার পর তো আমির ও সবার প্রিয় নায়ক। আমরা গৌরবে গর্ভিত(গর্বিত) হয়ে ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে হাত পা ভেঙ্গে বলি,কি বলিস মাইরি,ভারতের নায়ক সব মুসলিম! কিন্তু আমি বলি কি,এই যে ছিচকে কয়টার নাম বলেছি এদের ভিতরে একটাও মুসলিম না বরংচ মুসলিম নামের কলঙ্ক। এখন আপনি রেগে গিয়ে বলতে পারেন যে,ওহে পাগ্লা তুই কেমত বুজলি?বেশি বুঝত তাইনা? দাদা আমি বেশি কিন্তু বুঝিনাই। >>সালমান খাঁন ওরফে সলেমান খাঁনের ধর্ম বিশ্বাস দেখুনঃ- সালমান খাঁন নিজে বলেছেন যে,আমি দুইটা ধর্মকে সম্মান করি এবং মানি,ইসলাম ধর্ম,ও খ্রীষ্ট ধর্ম।এবং তার একটা খ্রীষ্টান গার্লফ্রেন্ড আছে বর্তমানে সালমান খাঁনের বাগদত্তা সেই মেয়েটি।আচ্ছা দাদা এইবার আপনি বলেন,যেই ছেলে ২টা ধর্মে বিশ্বাসী সেই সাল্লু ওরফে সালমান কি মুসলমান হইতে পারে? গেল সালমান ফ্যাক্টর,এবার আসি শাহরুখের কাছে, >>শাহরুখের ঘরে যে বর্তমানে বৌ খানা আছে উনি কিন্তুক জাত হিন্দু!যাত হিন্দু বলতে,এক্কেবারে পুরোপুরি হিন্দু।শাহরুখের ঘরের একপাশে হয় পূজা আর্চা,আরেক পাশে হয় খোদার ইবাদাত!এইটা কি কোন ইসলামী গ্রন্থে লেখা আছে যে,তুমি কাফের বিয়া কর?যত্তসব ফাউল নায়ক কোনেকার!তাছাড়া এই এই শাহরুইক্ষা একবার একটা আলোচনা সভায় কইছিল,হ্যিউম্যানেটি আমার ধর্ম।তা ছাড়া এই শাহরুখ তার ছেলে মেয়েদের মধ্যে একজনকে হিন্দু ধর্মের প্রাকটিস করায়!আচ্ছা এখন আপনারাই বলেন,এই শাহরুখ কি মুসলমান হইতে পারে? আচ্ছা শাহরুখ বাদ এইবার আসি >>আমীর খাঁনের কাছেঃ এই ছাগলটায় ও হিন্দু বিয়া করছে।উইকিপিডিয়ায় সার্চ দিয়া দেখবেন এই ছাগলটার রিলিজিয়ানের ঘরটা খালী।পাঠান বংশের পাঠা। >>এইবার আসি কারিনার স্বামী সাইফ আলী খাঁনের কাছেঃ এইটা হইল যুগশ্রেষ্ঠ পাঠা ছাগল।আচ্ছা কারিনা কাপুর কোন ধর্মের?হিন্দু ধর্মের।শুধু হিন্দু না,জাত হিন্দু।এই ছাগলটার ঘরের ও এক কোনায় পূজা আর্চা চলে। -তাইলে মুসলিম ভাই ব্রাদার সকল,আমরা কি এখন ও এই ছাগল নায়ক গুলারে লইয়া গর্বে বুক উঁচা আর দাঁতের কিয়াদংশ বাইর কইরা কমু "ভারতী হিরু সাব মুসলিম হ্যায়"? _আসেন সবাই সমস্বরে ডাক মেরে আকাশ পাতাল কাঁপাইয়া কই,ভারতী নায়ক সাব ছাগল এন্ড পাগল হ্যায়।

No comments:

Post a Comment