Monday, June 16, 2014
ভ্যাম্পায়ারের শাসনামল রক্তের জোশ|
বাংলাদেশ স্বাধীন হওয়ার বাংলাদেশের বৃদ্ধ নাগরিকরা বাংলাদেশে কয়েকটা শাসনামল দেখে এসেছে। যেমন ধরুন, শেখ মুজিবের শাসনামল,মেজর জিয়ার শাসনামল,জেনারেলহুমু এরশাদের শাসনামল,খালেদা শাসনামল আর শেখ হাসিনার শাসনামল। শেখ হাসিনা শাসনামলের মতো এত পরিমানে মানুষ কোন কালেই মরেনি।পাক বাহীনির হাতে বাঙ্গালী মরেছিল ইতিহাস মতে প্রায় ৩০লক্ষ।ঐটাকেই বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রথম গনহত্যা বলে ।এরপর ২য় গনহত্যা পরিচালিত হয়েছে ৫ই মে হেফাজত ইসলামের প্রতি শেখ হাসিনার সরাষ্ট্রমন্ত্রীমখা আলমগীরের নির্দেশে পুলিশ বাহীনি দ্বারা। কত মানুষ মরেছে তার হিসেব নেই!শেখ হাসিনার মনগড়া টিভি বার্তা এবং পত্রিকা বার্তায় যে সংখ্যাটা এসেছে ততটা খুন করতে পুলিশ বাহীনির সময় লেগেছে মাত্র ১০মিনিট। নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ ঘুমন্ত শিশু কিশোর এবং আলেম ওলামাদের উপর ।ঠিক যেভাবে পাক বাহীনি ২৬শে মার্চ রাতে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করেছিল। -প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরাষ্ট্রমন্ত্রীমখার কি বিচার হবে পরবর্তী শাসনামলে সেটা দেখার জন্যই বাঙ্গালী আজ অপেক্ষায় আছে। -পুলিশ সুপার বেন্জিরের কি বিচার হবে পরবর্তী সরকারের শাসনামলে সেটা দেখার জন্যই বাঙ্গালী আজ অপেক্ষা করে আছে। শেখ হাসিনার শাসনামলটা গিয়েছে ঠিক আমরা যে ভ্যাম্পায়ারের মুভ্যি গুলো দেখে থাকি। ভ্যাম্পায়ারেরা পাগল থাকে একটু খানি মানব রক্ত আর গোশত খাওয়ার জন্য।একটু খানি মানব রক্ত আর গোশত না হলে তার তৃপ্তিই যেন মেটেনা। কত মানুষ যে তারা খুন করে রক্ত খায় প্রথম হতে শেষ পর্যন্ত! আমাদের সরকার ও ঠিক ঐ নিকৃষ্ট ভ্যাম্পায়ার হয়ে গেছে।মানুষের রক্ত একটু না খেলে তার যেন তৃপ্তি মেটেনা! ৫ই মে ড্রাকুলার মত ছোট ছোট বাচ্চা আর কিশোরদের চড়ুই পাখির মত কচি গোশত তিনি চরম তৃপ্তিতে চিবিয়ে খেয়েছে!তাইতো ভোরবেলা আর তাদের লাশগুলো অর খুঁজে পাওয়া যায়নি। বর্তমান ভ্যাম্পেয়ার সরকার দেখতে ভালবাসে রক্ত আর রক্ত! এইযে দেখুন,মিছিলে গুলি চালিয়ে রক্ত,মিটিংয়ে গুলি চালিয়ে রক্ত,বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে রক্ত,বিএনপির কর্মীদের রক্ত,জামায়েত শিবিরের রক্ত,সাধারন জনতার রক্ত,নজরুল ইসলাম সহ সাত জনের রক্ত খেয়েছ আলীগেরই কর্মী নূর হোসেন। খালি রক্ত আর রক্ত! ভ্যাম্পেয়ারের রাজ্যে রক্ত ছাড়া আর কি আশা করা যায়? ভ্যাম্পেয়ারেরা যে কদিন থাকবে আমাদের দেশ তত দিন ভাসবে মানব রক্তে! তাই আসুন আমরা জনতারা ভ্যাম্পেয়ারদের তাড়িয়ে দিয়ে একটি সুন্দর ভ্যাম্পেয়ার মুক্ত বাংলাদেশ গড়ি।।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment