•হযরতে মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তিনি মহাম্মদ বলেন। •কুরআন মাজীদকে তিনি কুরাণ বলেন। •তিনি বলেন,মহাম্মদ কে নামানলে জান্নাতে যাওয়া যাবেনা,তার সুপারিশ ব্যাতিত জান্নাতে যাওয়া যাবেনা এইসব ভূয়া কথা!(নাউযুবিল্লাহ্!) •তিনি বলেন,বর্তমান কোরআন নাকি সঠিক নয়!(নাউযুবিল্লাহ্!) •তিনি বলেন,হাদীস কখনোই মহাম্মদের হতে পারেনা হাদীস আল্লাহর। •তিনি বলেন,পৃথিবীর সব মানুষই নবী রাসুল সব মানুষই মহাম্মদ(নাউযুবিল্লাহ্)
এখন পাঠক আপনারাই বলেন এই লোককে বিকৃত মষ্তিষ্কের পাগল বলবনা তো কি বলব? সিরাজুল ইসলাম একজন মুশরিক এতে কোন সন্দেহ নাই। প্রাণপ্রিয় মুসলিম ভাইদেরকে বলি,আপনারা কখনোই সিরাজুল ইসলামের মত পাগল নালায়েকের খপ্পরে পরবেননা।তাহলে ঈমান হারা হয়ে জাহান্নামে যেতে হবে।
Monday, June 30, 2014
আহলে বাইতের একটি ছেলের মূর্খতা দেখুন।
[আহলে বাইয়াতের লোকের আপলোড কৃত ফটো"] লোকটির নাম,সিরাজুল ইসলাম।অনেক দিন থেকেই আমার ব্লগে ব্লগিং করেন। নিজেকে জ্ঞানী ভাবতে ভাল লাগে তার।লোকটি সাইকো রোগী।তার উপর আবার বয়স ৫০ এর কোঠা পেরিয়েছে। বয়স ৫০ এর কোঠা পেরুলে মাথার স্ক্রু একটু একটু করে ঢিলা হতে থাকে।জনাব সিরাজুলের ও তাই হয়ছে,অতিরিক্ত ঘাটাঘাটিতে তার মাথার স্ক্রু টিলা হয়ে গেছে তাই মুখে যা আসে বলে যায় পাগলের মতো।amarblog.com এ যে তার কয়টা নিক আছে সেইটা সেও মনে হয় বলতে পারবেনা। আজ একটা লেখা খুঁজতে গিয়ে amarblog.com এ ঢুকে গিয়েছিলাম আর তখনই এই সাইকো রোগী সিরাজুল ইসলমের একটি ফেইক নিকের পোস্ট দেখলাম,'রোজা রাখা ফরজ না যারা বলে রোজা রাখা ফরজ তারা মুসলমান না' পোস্টটা পড়লাম আর ভাবলাম এ নিকটা নিশ্চই কোন মানষিক রোগী! তার সম্বন্ধে জানতে আগ্রহ বোধ করলাম,আমি যা ভাবছিলাম তাই সত্য এই লোকটা একটা মানষিক রোগী এবং আহলে বাইতের অনুসারী। লোকটির পাগলামি দেখুনঃ— →•নিজেকে খালিফা দাবী। →•নবী রাসূল নিয়ে মনগড়া কথা বার্তা। →•নিজেকে নবী দাবী করা! →•বছরে অর্থাত্ ৩৬৫দিনে মাত্র পাঁচবার নামাজ আদায় করা। →•তিনি ভাবেন নবুয়্যাত এখনো চালু। →•তিনি দাবী করেন তিনি একজন পীর তাকে কেউ গুরুজী বল্লে তিনি অত্যন্ত খুশি হন। [আহলে বাইয়াতের আপলোডকৃত ফটো"] এখন দেখুন তার বেয়াদবি এবং দ্বিন ইসলাম সম্বন্ধে তার ব বাজে চিন্তা ধারাঃ-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment