Saturday, June 28, 2014
পর্দাসীন মেয়েদের গ্রেপ্তার করে আওয়ামিলীগ প্রমাণ করল তারা বামপন্থি দলের একটি!
(বিঃদ্রঃ-লেখক জামায়েত শিবিরের কোন কর্মী নহেন,অথবা জামায়েত শিবিরকে মনে প্রাণে ভাল ও বাসেন না,লেখকে নিকট শিবির ও যা,ছাত্রলীগ এবং ছাত্রলীগ ও তা।কিন্তু এই লেখাটায় লেখক জামায়তকে পুষ্পদান এবং আওয়ামীলীগ কে পুটুমারা দিবেন।অনলাইনে ব্লগারদের একমাত্র কর্ম সত্য লিখে যাওয়া) একটি কুরআন আলোচনা সভা হতে বাংলাদেশ মহিলা পুলিশ ফোর্স ২৫জন তরুণী কে ধরে আনলেন। কেন ধরে আনলেন? তারা জামায়েত ইসলামী ছাত্রীসংস্থার সদস্য। তারা কি দোষী? পুলিশের কাছে তারা দোষী। কেন দোষী? উপযুক্ত প্রমাণ নাই তবে তারা ইসলামী ছাত্রী সংস্থা করে এই ইস্যুতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি বাংলাদেশ পুলিশ গুলা হলো মেট্রিক পাশ অথবা এইট পাশ যার কারনে আইন সম্বন্ধে তাদের ধারনা শূণ্যের কোঠায়! এইট পাশ পুলিশ দিয়ে কিভাবে রাষ্ট্র চলবে এইটা সবাইর চিন্তা করা উচিত্। দলীয় কারনে বিনা দোষে কাউকে গ্রেপ্তার করা যায় এইটা কোন দেশের আইনে আছে? যে মেয়েগুলারে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে বন্দি করছে তারা প্রত্যেকেই হিজাবী মেয়ে,পাঁচ ওয়াক্ত নামাজী,এবং তাদের গ্রেপ্তার করা হয়েছে কুরআন ,সুন্নাহর একটি আলোচন সভা থেইকা। ছবিতে লক্ষ করুন তাদের হিজাবের দিকে হিজাবে কোন ত্রুটি নাই এই মেয়েদের গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ প্রমাণ করে দেখাল যে যেইখানে বোরকা সেইখানেই তাদের হামলা! আপনি একটি আওয়ামী ছাত্রীসংস্থার দিকে তাকান আর এই মেয়েগুলার দিকে তাকান। আওয়ামী ছাত্রীসংস্থার একটি ছাত্রী যখন বুকের ওড়নাটা সড়াইয়া হাঁটে তখন মনে হয় যেন কয়েকটা বেশ্যা সামনে থেকে হেঁটে যাচ্ছে। আর এই হিজাবী মেয়ে গুলার দিকে তাকাইয়া দেখুন এই মেয়েগুলারে বেশ্যা কওয়ার চান্স নাই। আসলে এই মেয়ে গুলারে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামীলীগের ইশারায় ।প্রশাসনরে ফাও দোষ দিয়া লাভ কি? তারা তো সরকারের পাচাটা গোলাম। আওয়ামিলীগ হলো একটা বামপন্থি দল,ইসলামের নাম শুনলে তারা পাগলা কুত্তা হয়ে যায়।যেইখানে ইসলাম সেইখানে বা হাত ঢুকানো আওয়ামিলীগের পুরান অভ্যাস। অভ্যাস দাসত্বের দাস। কি অপরাধে আওয়ামি পুলিশ বাহীনি এই কন্যাদের গ্রেপ্তার করছে এইটা আমাদের জানাও তোমরা। হিজাব দেখলে আম্রিকা আর ইসরাঈলের মতন তোমাদের মাথায় ঠাটা পরে কেন? আর বিনা দোষে কাউরে গ্রেপ্তার করার অর্ডার তোর কোন বাপে দিছে? আওয়ামিলীগ যে কাজকর্মগুলা করতেছে তাতে জনগনের ও সময় হইছে লাথি মেরে তাদের ক্ষমতা থেকে সড়াবার। শুধুমাত্র হিজাব পরার দায়ে ইউনিভার্সিটির ছাত্রী আওয়ামিলীগ পুলিশ বাহীনি গ্রেপ্তার করছে অথচ বেশ্যা গুলারে পূর্ণ স্বাধীনতা আওয়ামিলীগ ঠিকই দেয়। আওয়ামিলীগের মাথার উপর চেপে বসছে বামপন্থিরা। তারা আওয়ামিলীগ কে পুটু মেরে পুষ্পদান করে ছাড়বে। এই অপকর্মের কথা মনে করে আওয়ামি একদিন কাঁদবে কিন্তু তখন কান্না দেখার কেউ থাকবেনা তাদের। কেবল মাত্র ঐ হিজাবী মেয়েদের অভিশাপে আওয়ামিদের পতন হবে যেমন হয়েছিল প্রিত্বিরাজের। আওয়ামিলীগ নগ্ন হবে কিন্তু কারো চেতনাদন্ড আর তখন দাঁড়াবেনা।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment