Pages

Saturday, March 22, 2014

ছোটগল্পঃ-অভাব!

হুন্ডা এক্সিডেন্ট
হয়েছে রিক্সাচালক
আঃ মজিদের
মেয়ে মর্জিনা,সাড়ে৪বছর
বয়স,সিটি হসপিটালে ভর্তি!
মাথায় আঘাত পেয়েছে!
ডাক্তার সাহেব
বলছে অপারেশন
করতে হবে,৫০হাজার
টাকা লাগবে সাথে রক্ত!রক্ত
পাওয়া যাবে বাট
টাকাটা কিভাবে ম্যানেজ
করবে!
বেচারা রিক্সা চালিয়ে সংসার
চালায়!এত টাকা কোথায়
পাবে?বড় বাবুর
কাছে চাইতে পারে মজিদ।
কিন্তু কি করে চাইবে এর
আগের মাসের সুদটাই
তো ক্লিয়ার
করতে পারেনি সে!না যতই
হোক টাকা তাকে চাইতেই
হবে।বড় বাবুর কাছে তার
যেতেই
হবে টাকা তাকে আনতেই
হবে!মজিদ হাসপাতাল
থেকে সোজা বড় বাবুর
কাছে গেল।
গিয়ে পাশে দাঁড়াল।
কাঁচুমাচু গলায় বল্লঃ বাবু
একখান কতা কমু!
বাবুঃক দেহি হুনি।
মজিদঃআগে কয়েন রাগ
অইবেন নাতো?
বাবুঃআরে আগে ক দেহি!
[একটু বিরক্তি স্বরে]
মজিদঃমোর
মাইয়াডা হাসপাতালে ভর্তি,হুন্ডায়
একচিডিন অইছে!ডাক্তার
কইছে পোনচাশ আজার
টাহা লাগবে অপারোশন
করতে!এহন মুই এত্ত
টাহা কোম্মে পামু?
আম্মে যদি দেতেন,মুই কাম
কাজ কইররা দিয়ে দেতাম।
[মজিদের চোখে পানি]
বাবু
কৌতুকচ্ছলে বল্লঃটাহা তোরে দিমু!
তাও আবার ৫০আজার!৫আজার
নিয়া খাইছ হেইয়াই
দেতারোনা,ইয়ার্কি পাইছ?
যা যা বাড়ি যা তোর
মাইয়া তোর চিন্তা,মোর
টাহা মোর চিন্তা।
[বড়বাবুর
পা দুখানা জড়িয়ে ধরল মজিদ]
মজিদঃদেন বাবু,আমনের পাও
দুইডা দরছি।মোর
মাইয়াডা নাইলে বাঁচপেনা!
বড় বাবু হেঁচকা টান
দিয়ে হাত দুটা ছুটিয়ে নিল
পা থেকে,এবং লোকজন
ডেকে ঘাড় ধরে বের
করে দিলো!মজিদ গেটের
বাইরে দাঁড়িয়ে শুনল বাবু
বলছেঃমরলে হালা তোর
মাইয়া মরবে তাতে মোর কি?
আগের
টাহা দেতারেনা আবার
আইছে!মজিদ
কাঁদতে কাঁদতে চলে গেল!
আর
মনে মনে বলতে লাগলোঃআল্লায়
তগো টাহা দেছে কিন্তু
গরীবগো দেওয়ার মন দেনায়!
মজিদ খোলা রাস্তায়
হাঁটছে আর কাঁদছে।
মজিদ
ফিরো এলো হাসপাতালে।
তার মেয়েটা অক্সিজেন
লাগানো।মেয়েটা ঘন,ঘন
শ্বাস নিচ্ছে!মজিদ চিত্কার দিয়ে উঠলো !ডাক্তার ছাব
মোর মাইয়াডা ওরোম
করে ক্যা?ও ডাক্তার ছাব মোর
মাইয়াডা বাঁচান!ডাক্তার
তাকে শান্ত করল।আর
টাকাটা ম্যানেজ
হয়েছে কিনা জানতে চাইল।
আজ রাত ১২টায় অপারেশন
করতে হবে।
মজিদ বল্লঃমুই এত টাহা কই
পামু?
ডাঃ-দেখুন মজিদ সাহেব
এটা বল্লে তো হবেনা আজ
রাতেই যোগাড় করতে হবে!
মজিদ রাস্তায় নেমে পরল।
নিস্তব্দ পায়ে হাঁটছে,আর এর
ওর কাছে টাকা চাচ্ছে।কিন্তু
কে তাকে টাকা দিবে?শত
চেষ্টা করে ২হাজার ম্যানেজ
করে দিল মজিদের বন্ধুরা।রাত
তখন১১টা,মাত্র ২হাজার
টাকা তার পকেটে!হঠাত্
নিজের রিক্সাটার
দিকে চোখ পরল মজিদের,বাধ্য
হয়েই রিক্সাটা বেঁচে দিল
মজিদ।৫হাজার টাকার
রিক্সা,মাত্র ৩হাজার
টাকা বেঁচতে হল তার!মজিদ
টাকাটা পকেটে নিচ্ছে আর
বলছেঃহালা ঠ্যাহের
সোমায় সব মালই পানির দাম।
মোট ৫০০০টাকা তার
পকেটে,এতে কি হবে?
রাত তখন ১২.৫০
শত
আশা নিয়ে হাসপাতালের
ঢুকলো মজিদ।মজিদ
দেখলঃতার একমাত্র
মিষ্টি মেয়েটার অক্সিজেন
খোলা!
মনে হচ্ছে ঘুমিয়ে আছে,তার
স্ত্রী একদিকে মূর্ছা পরে আছে!
ডাক্তার সাহেব চিন্তিত!
মজিদ ডাক্তার
কে বল্লঃকি হইছে ডাক্তার
ছাব?
ডাক্তার কিছুক্ষন নিরব
থেকে বল্লঃদুঃখিত মজিদ
সাহেব আপনার
মেয়েকে বাঁচানো গেলনা!
মজিদের মেয়েটা অপারেশন
বিহীন মারা গেছে!মজিদের
দম আঁটকে গেছে!শব্দ
করে কাঁদতে পারছেনা!চোখ
দিয়ে পানি ঝরছে তার,অপলক
দৃষ্টিতে তাকিয়ে আছে তার
মেয়েটার দিকে!মজিদ
খেয়াল করল তার মেয়েটার
চোখে ১ফোঁটা জল!সে জল
যেন
তাকে বলছেঃআব্বা অনেক
কষ্ট
পাইয়া মরছি,গরীবরা বুঝি মরার
সময় এইরোম কষ্ট পাইয়া মরে?

Thursday, March 20, 2014

ভারতের মুসলিম নায়ক নিয়ে আমরা যখন গর্ব করি।

প্রিয় পাঠক আমরা অনেকেই হয়ত ভারতের নায়ক গোত্র খাঁনদের নিয়া লাফাইয়া পড়ি মুষ্ঠিযুদ্ধ আর বাকযুদ্ধে।কখনো আবার কলমের খোঁচায় লিখিয়া ফালাই যে "আমরা গর্ভিত(গর্বিত) যে ভারতের মুসলমান নায়ক গোত্র এখন শির্ষে হু! দেখছনা শাহরুখ,সাল্লু,আমির,কারিনার স্বামী সাঈফ আলী ওরাতো সব মুসলিম!আমাদের সাথে কে পারবে হুঁ? >>জয় মা খালী,এদের অভিনয় দেখে আবার আমরা এদের কিছু ডায়ালগ ও রপ্ত করে ফেলি।এরা প্রত্যেকেরই প্রিয় নায়ক এবং অভিনেতা।ধুম ৩ ছবিটা হিট হওয়ার পর তো আমির ও সবার প্রিয় নায়ক। আমরা গৌরবে গর্ভিত(গর্বিত) হয়ে ওপর থেকে নিচে লাফিয়ে পড়ে হাত পা ভেঙ্গে বলি,কি বলিস মাইরি,ভারতের নায়ক সব মুসলিম! কিন্তু আমি বলি কি,এই যে ছিচকে কয়টার নাম বলেছি এদের ভিতরে একটাও মুসলিম না বরংচ মুসলিম নামের কলঙ্ক। এখন আপনি রেগে গিয়ে বলতে পারেন যে,ওহে পাগ্লা তুই কেমত বুজলি?বেশি বুঝত তাইনা? দাদা আমি বেশি কিন্তু বুঝিনাই। >>সালমান খাঁন ওরফে সলেমান খাঁনের ধর্ম বিশ্বাস দেখুনঃ- সালমান খাঁন নিজে বলেছেন যে,আমি দুইটা ধর্মকে সম্মান করি এবং মানি,ইসলাম ধর্ম,ও খ্রীষ্ট ধর্ম।এবং তার একটা খ্রীষ্টান গার্লফ্রেন্ড আছে বর্তমানে সালমান খাঁনের বাগদত্তা সেই মেয়েটি।আচ্ছা দাদা এইবার আপনি বলেন,যেই ছেলে ২টা ধর্মে বিশ্বাসী সেই সাল্লু ওরফে সালমান কি মুসলমান হইতে পারে? গেল সালমান ফ্যাক্টর,এবার আসি শাহরুখের কাছে, >>শাহরুখের ঘরে যে বর্তমানে বৌ খানা আছে উনি কিন্তুক জাত হিন্দু!যাত হিন্দু বলতে,এক্কেবারে পুরোপুরি হিন্দু।শাহরুখের ঘরের একপাশে হয় পূজা আর্চা,আরেক পাশে হয় খোদার ইবাদাত!এইটা কি কোন ইসলামী গ্রন্থে লেখা আছে যে,তুমি কাফের বিয়া কর?যত্তসব ফাউল নায়ক কোনেকার!তাছাড়া এই এই শাহরুইক্ষা একবার একটা আলোচনা সভায় কইছিল,হ্যিউম্যানেটি আমার ধর্ম।তা ছাড়া এই শাহরুখ তার ছেলে মেয়েদের মধ্যে একজনকে হিন্দু ধর্মের প্রাকটিস করায়!আচ্ছা এখন আপনারাই বলেন,এই শাহরুখ কি মুসলমান হইতে পারে? আচ্ছা শাহরুখ বাদ এইবার আসি >>আমীর খাঁনের কাছেঃ এই ছাগলটায় ও হিন্দু বিয়া করছে।উইকিপিডিয়ায় সার্চ দিয়া দেখবেন এই ছাগলটার রিলিজিয়ানের ঘরটা খালী।পাঠান বংশের পাঠা। >>এইবার আসি কারিনার স্বামী সাইফ আলী খাঁনের কাছেঃ এইটা হইল যুগশ্রেষ্ঠ পাঠা ছাগল।আচ্ছা কারিনা কাপুর কোন ধর্মের?হিন্দু ধর্মের।শুধু হিন্দু না,জাত হিন্দু।এই ছাগলটার ঘরের ও এক কোনায় পূজা আর্চা চলে। -তাইলে মুসলিম ভাই ব্রাদার সকল,আমরা কি এখন ও এই ছাগল নায়ক গুলারে লইয়া গর্বে বুক উঁচা আর দাঁতের কিয়াদংশ বাইর কইরা কমু "ভারতী হিরু সাব মুসলিম হ্যায়"? _আসেন সবাই সমস্বরে ডাক মেরে আকাশ পাতাল কাঁপাইয়া কই,ভারতী নায়ক সাব ছাগল এন্ড পাগল হ্যায়।

Wednesday, March 19, 2014

রাজনীতিতে বাংলার উলামাদের ভূমিকা এবং ইসলামের চোখে রাজনীতি পর্বঃ১

বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগন। আজকের আলোলচনা ইসলামী রাজনীতি নিয়ে অনেক বন্ধুরা আছেন ইসলামী দলগুলোর রাজনীতি একদম পছন্দ করেন না!কারন তারা ইসলামী রাজনীতি সম্পর্কে অজ্ঞ। আপনি জানেন কি পুরো ভারত উপমহাদেশে প্রথম রাজনীতি ঢুকিয়েছে মুসলিমরা!! রাজনীতি ছাড়া একটা রাষ্ট্র কখনোই চলতে পারেনা!চলেও নি কখনো!মরক্কো থেকে লানত পর্যন্ত সাড়ে আটশ বছর চালিয়েছে মুসলিম রাজনৈতিক দলগুলো!ইসলামি সৈনিক নুরউদ্দিন মুহম্মদ জাহাঙ্গীরকে বলা হত মোঘল আমলে রাজনৈতিক বাঘ!তিনিও কিন্তু ইসলামি রাজনীতির ছায়াতলে! রাসুলুল্লাহ সঃ নিজেই ছিলেন বিশ্বের সবথেকে বড় রাজনীতিবীদ।তার প্রমাণ স্বরুপ "হিলফুল ফুজুল" রাসুলুল্লাহ সঃ এর সাথে কাফেরদের যুদ্ধ এটাও রাজনীতির ফল! তাছাড়া আবুবকর রাঃ,ওমর রাঃ,উসমান রাঃ,আলী রাঃ,মুয়াবিয়া রাঃ,হযরত হাসান রাঃ,হোসাইন রাঃ এরা প্রত্যেকেই রাজনীতি করেছেন।এর অসংখ্য নজির ইতিহাস এবং হাদীস অথবা ইসলামি বইগুলো খুঁজলে পাওয়া যাবে। তাছাড়া বাংলা দেশের অসংখ্য ওলী আউলিয়া,পীর মাসায়েক রাজনীতি করেছেন! যার নজির ইসলামি বইগুলি ঘাটলে পাওয়া যাবে। রাজনীতিতে বঙ্গীয় উলামাদের অবদানঃ-উনিশ শতকে ফরায়েজী আন্দোলন ছিল তথা উপমহাদেশের সর্বপ্রথম সক্রিয় আন্দোলন যেটা ছিল মুসলমানদের আন্দোলন। বর্তমানের আওয়ামি লীগের পূর্ব নাম ছিল মুসলিম লীগঃ- বর্তমানে আওয়ামিলীগের পূর্ব নাম ছিল মুসলিম লীগ।বাংলার অনেক উলামারা ছিলেন যারা পাকিস্তানের প্রস্তাব মেনে নিতে পারেন নি এবং এই মুসলিম লীগ আরো দৃঢ় ভাবে গঠিত করে মাওঃ ভাসানি।পরে১৯৩৭সালের নির্বাচনের পর এ.কে ফজলুল হক কৃষক-প্রজা পার্টি নিয়ে মুসলিম লীগে যোগ দান করেন।এবং আন্দোলন করে। দুঃখের বিষয় যে মাওলানা ভাসানি,সের ই বাংলা এ.কে ফজলুল হক,মাওঃ উবায়দুল্লাহ সিন্ধী,মাওঃ আব্দুল হাই ফুরফুরী,মাওঃ হুসাইন আহমদ মাদানী ,মাওলানা আঃ আজিজ ও মাওলানা আবুল কালাম আজাদ আরো অনেক আলেম ওলামা আছে যারা সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে দলগঠন করে রাজনীতি শুরু করে এদের নাম ইতিহাসের শেষের পাতায় ও থাকেনা!অথচ দুইদিনের বৈরাগী,জিয়া,মুজিবর এদের নাম বাংলা ইতিহাসের প্রথম পাতায় স্থান পায়!যদি কাউকে বাঙ্গালী স্বাধীনতার স্থপতি দিতে হয় তবে দিতে হবে মাওলানা ভাসানিকে!কেননা তিনিই সর্বপ্রথম পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় আন্দোলন গড়ে তোলে। চলবে.........

কৃষ্ঞের স্ত্রী ১৬০০১জন।হিন্দুদের নিকট কিছু প্রশ্ন।

হিন্দু দাদাদের নিকটা কিছু প্রশ্ন। হিন্দুরা দাবী করেন যে শ্রী কৃষ্ঞের স্ত্রী সংখ্যা ছিল ৮জন। আবার উনাদের বিভিন্ন বই পুস্তকে উল্লেখ আছে,শ্রী কৃষ্ঞের স্ত্রীর সংখ্যা ১৬০০১!!!!!জন! বাপরে বাপ!ইহা কল্পনা বৈ অন্যকিছু ভাবা যায়না! দাদা স্ত্রী প্রসঙ্গ টানলে মুহম্মদ সঃ কৃষ্ঞের তুলনায় ১৫৯৮২জন কম করেছে। হিন্দুরা অনেক সময় খোঁটা দিয়ে বলে,মুহম্মদ সঃ তার দাসী,বাদী আর ভাতিজিদের বিবাহ করেছে! দাদা সেই প্রসঙ্গ টানলে মুহম্মদ সঃ যাদের বিবাহ করেছিলেন তাদেরকে পূর্ণ মর্জাদা ও ইসলামি শরিয়ত অনুযায়ী স্ত্রীর মর্জাদা দিয়েছে।কিন্তু কৃষ্ঞ?একটা কাহীনি প্রচলিত আছে, >>কৃষ্ঞ একদিন দাসীর ঘরে গেলেন,এদিকে রাধা টের পেয়ে গেলেন।স্বামী যদি হাজার ও বুজুর্গ হয় স্ত্রী জানে তার স্বামী কোন জাতের!রাধা হাটতে হাটতে গেল দাসীর ঘরের দিকে।এদিকে কৃষ্ঞ টের পাইয়া গেল যে রাধিকা তার ঘরের দিকে আসতেছে,কৃষ্ঞ দাসীরে কইল ও দাসী তুই সাপ হ আমি পানি হই।পানির মধ্যে সাপ ফোঁস ফোঁস করতেছে,রাধিকা তো বুঝছে যে ঐটা কোন জাতের সাপ।এবার রাধিকা যেই সাপটাকে ধরতে গেল অমনি সাপটা তার কপালে ঠোকর মাইরা রাধিকার কপাল খান ফাঁটাইয়া দিলো। >>এখন হিন্দু দাদা বৌদিদিদের নিকট প্রশ্ন যে কৃষ্ঞ কি হালাল করে অর্থাত্‍ দাসীকে বিবাহ করে ঐ ঘরে গেছিলেন?যদি তিনি বিবাহ করেই যাইতেন তাইলে রাধিকারে ঠোকর মাইরা কেন কপাল ফাঁটাইল? আরো একটা কাহীনি হিন্দু ধর্মে প্রচলিত আছে, >>৫ভাই বনের ভিতর একটা সুন্দরীকে পাইলেন।ঘরে নিয়ে আসলেন,এবং তার মায়ের কাছে গিয়া কইল "মাগো একটা ফল পাইছি"অতঃপর তার মা কইল,পাঁচ ভাই ভাগ কইরা খাও।এরপর ৫ভাই ঐ মেয়েটারে সমানে ধর্ষন করকে লাগল!শেষে বড় ভাইর জুতা কুত্তায় নিয়া গেল,ছোট ভাই কারো জুতা না দেখে ঢুকে গেল ঐ ঘরটার দিকে!অতঃপর ঘরের ভিতরে যাইয়া দেখে বড়ভাই উলঙ্গ ছ্যাঃ ছ্যাঃ ছ্যাঃ।সেই থেকে কুত্তা অভিশপ্ত হইল! :p >>এখন হিন্দু দাদাদের নিকট প্রশ্ন,আচ্ছা ঐ পাঁচ ভাই যে ঐ সুন্দরীকে ধর্ষন করল ঐটা কি হালাল চোখে দেখেন আপনাগো ধর্মে? >>কৃষ্ঞের ১৬হাজার ১জন স্ত্রী প্রসঙ্গে প্রশ্ন। আচ্ছা আমরা জানি শ্রী কৃষ্ঞ হায়াতে বেঁচেছেন ১২৬ কিংবা ১২৭ বছর,তাইলে তিনি যদি ঐ ১৬০০১জনকে যদি একেক জনকে ১দিন করে সময় দেন তাইলে তার বাঁচার দরকার ছিল ১৬০০১দিন ।তার শৈশব কৈশর না হয় বাদই দিলাম।তাছাড়া আপনাদের ভগবান ও তো ওনাকে কোন অনুগ্রহ পূর্বক হায়াত দিছিলো না।অথবা কোন গ্রন্থেও লেখা নাই যে কৃষ্ঞ মহাশয় বিবাহের ব্যাপারে অনেক হায়াত পাইছিলেন।অথবা তিনি যখন ঐ স্ত্রীদের নিকট দৈনিক ভ্রমন করতেন তখন পৃথিবীর সময় থেমে থাকত এ কথাও লেখা নাই আপনাদের গ্রন্থে!!! যাক ধরলাম তিনি দৈনিক ১০০জনের নিকট ভ্রমন করতেন।কিন্তু তাও তো সম্ভব না কারন তাতেও কৃষ্ঞ মহাশয়ের ১৬০বছর হায়াত দরকার!তাইলে তিনি কেমনে কি করলেন?ইতিহাসে আছে মিশরে ১টা ঔষধ আবিষ্কার হইছিল যেইটা দ্বার একটা স্বামী ২০জন স্ত্রী রাখতে পারতেন।কিন্তু ইতিহাসে এমন কিছু শুনিনি যে একেক পুরুষ দিনে ১০০জন রাখতে পারেন! >>এইখানেই কি প্রমাণ হয়না যে দাদাদের ধর্ম আসলেই সত্য কিনা? দুঃখিত দাদারা ইহা যুক্তি মাত্র ইহাতে মাইন্ড খাইয়া দাঁত খুয়াইলে কতৃপক্ষ দায়ী থাকিবেনা। তাসলিমা নাসরিন আর ভারত মিলেমিশে একাকার পঠিতঃ১৮৭বার মন্তব্য ২টি মন্তব্য।মন্তব্য করেছেন অতিথি

Friday, March 7, 2014

সূরা আল ফাজর।

সূরা আল-ফজর بِسْمِاللَّهِالرَّحْمَٰنِالرَّحِيمِ وَالْفَجْرِ[٨٩:١] শপথ ফজরের,[৮৯:১] ﴿١﴾ وَلَيَالٍعَشْرٍ[٨٩:٢] শপথ দশ রাত্রির,শপথ তার,[৮৯:২] ﴿٢﴾ وَالشَّفْعِوَالْوَتْرِ[٨٩:٣] যা জোড় ও যা বিজোড় [৮৯:৩] ﴿٣﴾ وَاللَّيْلِإِذَايَسْرِ[٨٩:٤] এবং শপথ রাত্রির যখন তা গত হতে থাকে [৮৯:৪] ﴿٤﴾ هَلْفِيذَٰلِكَقَسَمٌلِّذِيحِجْرٍ[٨٩:٥] এর মধ্যে আছে শপথ জ্ঞানী ব্যক্তির জন্যে। [৮৯:৫] ﴿٥﴾ أَلَمْتَرَكَيْفَفَعَلَرَبُّكَبِعَادٍ[٨٩:٦] আপনি কি লক্ষ্য করেননি,আপনার পালনকর্তা আদ বংশের ইরাম গোত্রের সাথে কি আচরণ করেছিলেন,[৮৯:৬] ﴿٦﴾ إِرَمَذَاتِالْعِمَادِ[٨٩:٧] যাদের দৈহিক গঠন স্তম্ভ ও খুঁটির ন্যায় দীর্ঘ ছিল এবং [৮৯:৭] ﴿٧﴾ الَّتِيلَمْيُخْلَقْمِثْلُهَافِيالْبِلَادِ[٨٩:٨] যাদের সমান শক্তি ও বলবীর্যে সারা বিশ্বের শহরসমূহে কোন লোক সৃজিত হয়নি [৮৯:৮] ﴿٨﴾ وَثَمُودَالَّذِينَجَابُواالصَّخْرَبِالْوَادِ[٨٩:٩] এবং সামুদ গোত্রের সাথে,যারা উপত্যকায় পাথর কেটে গৃহ নির্মাণ করেছিল। [৮৯:৯] ﴿٩﴾ وَفِرْعَوْنَذِيالْأَوْتَادِ[٨٩:١٠] এবং বহু কীলকের অধিপতি ফেরাউনের সাথে [৮৯:১০] ﴿١٠﴾ الَّذِينَطَغَوْافِيالْبِلَادِ[٨٩:١١] যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। [৮৯:১১] ﴿١١﴾ فَأَكْثَرُوافِيهَاالْفَسَادَ[٨٩:١٢] অতঃপর সেখানে বিস্তর অশান্তি সৃষ্টি করেছিল। [৮৯:১২] ﴿١٢﴾ فَصَبَّعَلَيْهِمْرَبُّكَسَوْطَعَذَابٍ[٨٩:١٣] অতঃপর আপনার পালনকর্তা তাদেরকে শাস্তির কশাঘাত করলেন। [৮৯:১৩] ﴿١٣﴾ إِنَّرَبَّكَلَبِالْمِرْصَادِ[٨٩:١٤] নিশ্চয় আপনার পালকর্তা সতর্ক দৃষ্টি রাখেন। [৮৯:১৪] ﴿١٤﴾ فَأَمَّاالْإِنسَانُإِذَامَاابْتَلَاهُرَبُّهُفَأَكْرَمَهُوَنَعَّمَهُفَيَقُولُرَبِّيأَكْرَمَنِ[٨٩:١٥] মানুষ এরূপ যে,যখন তার পালনকর্তা তাকে পরীক্ষা করেন, অতঃপর সম্মান ও অনুগ্রহ দান করেন,তখন বলে,আমার পালনকর্তা আমাকে সম্মান দান করেছেন। [৮৯:১৫] ﴿١٥﴾ وَأَمَّاإِذَامَاابْتَلَاهُفَقَدَرَعَلَيْهِرِزْقَهُفَيَقُولُرَبِّيأَهَانَنِ[٨٩:١٦] এবং যখন তাকে পরীক্ষা করেন,অতঃপর রিযিক সংকুচিত করে দেন ,তখন বলেঃ আমার পালনকর্তা আমাকে হেয় করেছেন। [৮৯:১৬] ﴿١٦﴾ كَلَّا  ۖ بَللَّاتُكْرِمُونَالْيَتِيمَ[٨٩:١٧] এটা অমূলক,বরং তোমরা এতীমকে সম্মান কর না। [৮৯:১৭] ﴿١٧﴾ وَلَاتَحَاضُّونَعَلَىٰطَعَامِالْمِسْكِينِ[٨٩:١٨] এবং মিসকীনকে অন্নদানে পরস্পরকে উৎসাহিত কর না। [৮৯:১৮] ﴿١٨﴾ وَتَأْكُلُونَالتُّرَاثَأَكْلًالَّمًّا[٨٩:١٩] এবং তোমরা মৃতের ত্যাজ্য সম্পত্তি সম্পূর্ণরূপে কুক্ষিগত করে ফেল [৮৯:১৯] ﴿١٩﴾ وَتُحِبُّونَالْمَالَحُبًّاجَمًّا[٨٩:٢٠] এবং তোমরা ধন-সম্পদকে প্রাণভরে ভালবাস। [৮৯:২০] ﴿٢٠﴾ كَلَّاإِذَادُكَّتِالْأَرْضُدَكًّادَكًّا[٨٩:٢١] এটা অনুচিত। যখন পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হবে [৮৯:২১] ﴿٢١﴾ وَجَاءَرَبُّكَوَالْمَلَكُصَفًّاصَفًّا[٨٩:٢٢] এবং আপনার পালনকর্তা ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবেন ,[৮৯:২২] ﴿٢٢﴾ وَجِيءَيَوْمَئِذٍبِجَهَنَّمَ  ۚ يَوْمَئِذٍيَتَذَكَّرُالْإِنسَانُوَأَنَّىٰلَهُالذِّكْرَىٰ[٨٩:٢٣] এবং সেদিন জাহান্নামকে আনা হবে,সেদিন মানুষ স্মরণ করবে, কিন্তু এই স্মরণ তার কি কাজে আসবে?[৮৯:২৩] ﴿٢٣﴾ يَقُولُيَالَيْتَنِيقَدَّمْتُلِحَيَاتِي[٨٩:٢٤] সে বলবেঃ হায়,এ জীবনের জন্যে আমি যদি কিছু অগ্রে প্রেরণ করতাম! [৮৯:২৪] ﴿٢٤﴾ فَيَوْمَئِذٍلَّايُعَذِّبُعَذَابَهُأَحَدٌ[٨٩:٢٥] সেদিন তার শাস্তির মত শাস্তি কেউ দিবে না। [৮৯:২৫] ﴿٢٥﴾ وَلَايُوثِقُوَثَاقَهُأَحَدٌ[٨٩:٢٦] এবং তার বন্ধনের মত বন্ধন কেউ দিবে না। [৮৯:২৬] ﴿٢٦﴾ يَاأَيَّتُهَاالنَّفْسُالْمُطْمَئِنَّةُ[٨٩:٢٧] হে প্রশান্ত মন,[৮৯:২৭] ﴿٢٧﴾ ارْجِعِيإِلَىٰرَبِّكِرَاضِيَةًمَّرْضِيَّةً[٨٩:٢٨] তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। [৮৯:২৮] ﴿٢٨﴾ فَادْخُلِيفِيعِبَادِي[٨٩:٢٩] অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। [৮৯:২৯] ﴿٢٩﴾ وَادْخُلِيجَنَّتِي[٨٩:٣٠] এবং আমার জান্নাতে প্রবেশ কর। [৮৯:৩০] ﴿٣٠﴾

Thursday, March 6, 2014

ইরাক ইরান যুদ্ধ

TheShatt al-Arabwaterway on the Iran–Iraq border ১৯৮০ সালের মার্চ মাসের মধ্যে দু'দেশের কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে ।ইরানইরাক থেকে তার রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়ে কূটনৈতিক সম্পর্ক শার্জ দ্যা অ্যাফেয়ার্স পর্যায়ে নামিয়ে আনে । একই সাথেইরান, তার দেশ থেকে ইরাকী রাষ্ট্রদূতের প্রত্যাহার দাবী করে। তারিক আজিজকে হত্যা প্রচেষ্টার তিনদিন পরেই এক নিহত ছাত্রের শেষকৃত্য অনুষ্ঠানে পুনরায় হামলার ঘটনা ঘটে ।ইরাক , ইরানকে দোষারোপ করে সেপ্টেম্বর , ১৯৮০ তে ইরানের উপর হামলা চালায় [৯] ইরাকী দখলে চলে যাওয়া ইরানী শহর খোররাম শাহরএ অস্ত্র হাতে এক ইরানী মহিলা প্রতিরোধ যোদ্ধা , সেপ্টেম্বর-অক্টোবর , ১৯৮০ ১৭ সেপ্টেম্বর , পার্লামেন্টে এক ভাষণে সাদ্দাম হোসেন বলেন ,"ইরাকী সার্বভৌমত্বে উপর্যুপরি এবং নির্লজ্জ ইরানী হস্তক্ষেপ , ১৯৭৫ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তিকে ইতিমধ্যে বাতিল করে দিয়েছে। শাতিল আরব নদী ঐতিহাসিক এবং নামকরণের দিক থেকে ইরাকের এবং আরবদের একচ্ছত্র অধিকারে ছিল , এবং এর উপর ইরাকের অধিকার প্রতিষ্ঠা করা হবে" [১০] খোররামশাহর মুক্ত হওয়ার প্রাক্কালে গ্রেফতার হওয়ার ইরাকি সৈন্য ইরানআগ্রাসনের পেছনে ইরাকের নিম্নোক্ত কারণগুলো ছিল : শাতিল আরব নদীর মোহনা নিজেদের দখলে নেয়া সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে তিনটি ইরানী দ্বীপ আবু মুসা , গ্রেটার টুনব এবং লেসার টুনব দখল করে নেয়া ইরানের খুজেস্তান প্রদেশ ইরাকে অন্তর্ভূক্ত করে নেয়া তেহরানের ইসলামী সরকারকে উৎখাত করা। এই অঞ্চলে ইসলামী বিপ্লব ছড়িয়ে যাবার সম্ভাবনাকে উৎপাটন করা ১৯৮০: ইরাকী আগ্রাসন।সীমান্ত বিরোধ এবং ইরাকের অভ্যন্তরে শিয়া জংগীদের ইরানি মদদ দেয়ার অভিযোগে১৯৮০ সালের২২ সেপ্টেম্বরইরাকি বাহিনী পূর্ব ঘোষণা ছাড়াই অবৈধভাবে ইরানি ভূ-খন্ড আক্রমণ এবং অনুপ্রবেশ চালায়। সদ্য ঘটে যাওয়া ইরানি ইসলামি বিপ্লবের নাজুক অবস্থাকে ব্যবহার করে ইরাক যুদ্ধে দ্রুত অগ্রগতি অর্জনের চেষ্টা চালায় । কিন্তু কার্যত সে চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয় । ১৯৮২ সালের জুনের মধ্যেইরানতার হারানো সমস্ত ভূ-খন্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয় । এর পরের ৬ বছর ইরানি বাহিনী যুদ্ধে অগ্রসর ভূমিকায় ছিল[৫]। জাতিসংঘেরবারবার কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও ১৯৮৮ সালের আগস্ট পর্যন্ত যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় । ২০০৩ সালে দু'দেশের মধ্যে সর্বশেষ যুদ্ধবন্দীর বিনিময় ঘটে।[৬][৭] প্রথম বিশ্বযুদ্ধেরকৌশলের সাথে এ যুদ্ধের বেশ মিল খুঁজে পাওয়া যায় । পরিখা , কাঁটাতার , মানব স্রোত, বেয়নেট চার্জ এ যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় । ইরাকি বাহিনী ইরানি সৈন্য , বেসামরিক নাগরিক এবং ইরাকি কুর্দদের উপররাসায়নিক গ্যাসএবং মাস্টারড গ্যাস প্রয়োগ করে । পরিচ্ছেদসমূহ ১পটভূমি ১.১যুদ্ধের নামকরণের ইতিহাস ২যুদ্ধের সূচনা ২.১যুদ্ধের শুরুর ব্যাপারে ইরাকী অজুহাত এবং ইরাকী আক্রমণের উদ্দেশ্য ২.২১৯৮০: ইরাকী আগ্রাসন ২.৩১৯৮১: সাম্যাবস্থা ২.৪১৯৮৪: পারস্য উপসাগরে"ট্যাংকার যুদ্ধ" ৩যুদ্ধের অনন্য কিছু বৈশিষ্ট্য ৩.১"বড় শহরের যুদ্ধ" ৪বহিঃসংযোগ ৫তথ্যসূত্র পটভূমি [সম্পাদনা] যুদ্ধের নামকরণের ইতিহাস[সম্পাদনা] ইরাকের কুয়েত দখলকে কেন্দ্র করে ১৯৯১ সালেরউপসাগরীয় যুদ্ধেরআগে সাধারণভাবে ইরাক-ইরানযুদ্ধকেই উপসাগরীয় যুদ্ধ হিসেবে অভিহিত করা হত । পরবর্তিতে কেউ কেউ একে প্রথম উপসাগরীয় যুদ্ধ হিসেবে উল্লেখ করেন। যুদ্ধের শুরুর দিনগুলিতে সাদ্দাম হোসেন একে"ঘূর্ণিবায়ুর যুদ্ধ"হিসেবে উল্লেখ করতেন ।[৮] যুদ্ধের সূচনা [সম্পাদনা] যুদ্ধের শুরুর ব্যাপারে ইরাকী অজুহাত এবং ইরাকী আক্রমণের উদ্দেশ্য [সম্পাদনা] ইরাক যুদ্ধ শুরুর কারণ হিসেবে দক্ষিণ ইরাকে পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজের হত্যা প্রচেষ্টার কথা উল্লেখ করে।সাদ্দাম হোসেনের ভাষায়"ইরানী এজেন্ট"ঘড়ির কাঁটার আবর্তনের দিক অনুযায়ী: গ্যাস মাস্ক পরিহিত অবস্থায় যুদ্ধক্ষেত্রে ইরানী সৈন্য; খোররামশাহর মুক্ত করার পর ইরানি সৈন্যদের উল্লাস;ইরান-ইরাক যুদ্দ্হে ইরাককে মার্কিন সহায়তাকরার ব্যাপারেডোনাল্ড রামসফেল্ডএবংসাদ্দামএর আলোচনা;অপারেশন নিম্বল আর্চারএ মার্কিন নৌবাহিনীর আক্রমণে সমুদ্রবক্ষে ইরানি তৈল স্থাপনায় আগুন সময়কাল২২ সেপ্টেম্বর১৯৮০–২০ আগস্ট১৯৮৮ অবস্থানপারস্য উপসাগর,ইরান-ইরাক সীমান্ত ফলাফলযুদ্ধবিরতি; ইরাকী কৌশলগত পরাজয় , ইরানের লক্ষ্য অর্জনে ব্যর্থতা অধিকৃত এলাকার পরিবর্তন অপরিবর্তিত (status quo ante bellum) বিবদমান পক্ষ  ইরান কুর্দিশ ডেমোক্রেটিক পার্টি প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান ইরাক 22pxপিপলস মুজাহিদিন অবইরান বিভিন্নআরবদেশের সৈন্য এবং স্বেচ্ছাসেবক[১] নেতৃত্ব প্রদানকারী রুহুল্লাহ্‌ খামেনেই আবুল হাসান বানিসাদর আলি খামেনেই মোস্তফা শামরান † সাদ্দাম হোসেন আলী হাসান আল মাজিদ 22pxমাসুদ রাজাভি শক্তিমত্তা ৩০৫,০০০ সৈন্য অজানা সংখ্যক (আনুমানিক ৪০০,০০০ থেকে ৭০০,০০০) পাসদারানএবংবাসিজমিলিশিয়া ৯০০ ট্যাংক ১০০০ সাঁজোয়াযান ১০০০ আর্টিলারি ৪৪৭ টি যুদ্ধবিমান ৭৫০ টি হেলিকপ্টার[২] ১৯০,০০০ সৈন্য এবং আরবদেশগুলো থেকে অজানা সংখ্যক সৈন্য এবং স্বেচ্ছাসেবক ৫০০০ ট্যাংক ৪০০০ সাঁজোয়া যান ৭,৩৩০ আর্টিলারি ইউনিট ৫০০+ যুদ্ধবিমান ১০০+ হেলিকপ্টার[৩] প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ৭০০,০০০ থেকে ১,০০০,০০০ সৈন্য/মিলিশিয়া/বেসামরিক নাগরিক নিহত (সরকারি সূত্র) [৪] আনুমানিক ৩৭৫,০০০ থেকে ৫০০,০০০ সৈন্য/মিলিশিয়া/বেসামরিক আহত/নিহত ইরান-ইরাক যুদ্ধেরসূচনা ১৯৮০ সালের সেপ্টেম্বর মাসে ।জাতিসংঘেরমধ্যস্ততায়১৯৮৮ সালের আগস্টে যুদ্ধবিরতির মাধ্যমে এর অবসান ঘটে। ইরানের কাছে এ যুদ্ধঅন্যায়ভাবে চাপিয়ে দেয়া যুদ্ধ(جنگ تحمیلی, Jang-e-tahmīlī/জাংগে তাহমিলি) andপবিত্র প্রতিরোধ(دفاع مقدس, Defa-e-moghaddas/দেফা এ মাক্বাদ্দাস) .হিসেবে পরিচিত। অন্যদিকে ইরাকের সাদ্দাম হোসেন এ যুদ্ধকেব্যাটল অব ক্বাদেসিয়া(قادسيّة صدّام, Qādisiyyat Saddām) নামে অভিহিত করতেন।

শিয়া (SHIA)

শিয়া মাজহাব হল বিশ্বের সর্বনিম্ন একটি দল।এরা মূলত প্রকৃত মুসলিম না।দেখুন নিচেই তার প্রমাণঃ- ____ শিয়াদের হিংস্রতা আসুন শিয়াদের ধর্ম বিশ্বাস সম্বন্ধে কিছু জানিঃ- ______________________ শিয়াতু আলী থেকে শিয়ার জন্ম।শিয়াতু আলীর সংক্ষিপ্ত রুপ শিয়া।এদের কে শিইতি ও বলা হয়।এদের বেশির ভাগই দেখতে পাওয়া যায় ইরানে।এরা প্রায় ৭০-৭৫ গোত্রে বিভক্ত।ইরানে মূলত জাফারি শিয়া বেশি এবং জাফারি শিয়াই রাষ্ট্রীয় ধর্ম। ইরান ছাড়াও বিশ্বের বিভিন্ন স্থানে শিয়ার দেখা মিলে যেমন,বাংলাদেশ,পাকিস্তান,সিরিয়া,মিশর,আফগানিস্তান প্রভৃত দেশগুলোতে প্রচুর পরিমানে শিয়ার বসবাস। জন্মঃ- ________ হযরত উসমান রাঃ এর আমলে আব্দুল্লাহ ইবনে সাবা নামক এক ইহুদি মদিনায় এসে মুসলিম সেজে মুসলিমদের ভিতর দলাদলি শুরু করে দেয়,আব্দুল্লাহ ইবনে সাবা পরবর্তীতে নবীর বংশের প্রতি মিথ্যা প্রেম দেখাতে গিয়ে হযরত আলী রাঃ কে ইসলামের প্রথম খালিফা হিসেবে দাবী করে বসে এবং ইলাহের পর্যায়ে অধিষ্ঠিত করে !পরবর্তীতে তাকে নবী বলে দাবী করে এবং এক পর্যায়ে আলী রাঃ কে আল্লাহ বলেও দাবী করে এই নিকৃষ্ট ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা।১০ই মহররম শিয়া দলের জন্ম হয়।তখন থেকেই জন্ম হয় শিয়া মুসলিম।এর প্রতিষ্ঠাতা নিকৃষ্ট ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা।এদের প্রায় ৭০-৭৫ টি উপদল আছে।শিয়াদের মধ্যে জাফারি শিয়া একটি বড় দল।বর্তমানে জাফারি শিয়া ইরানের রাষ্ট্রধর্ম। এদের ধর্ম বিশ্বাসঃ- _____________ (shia)শিয়াদের নামাজ পড়া দেখলে আপনি না হেসে পারবেন না। এরা মনে করে ইবলিশ শয়তান পৃথিবীর প্রায় সব জায়গাই নাপাক করেছে কিন্তু কারবালার ঐ জায়গাটুকু নাপাক করতে পারেনি যেখানে হোসেন রাঃ তাবু গেড়ে ছিল। কিছু কিছু গোত্র আছে যারা হাত নাভীর নিচে না বেঁধে মাথার পিছনে বাঁধে!এবং ৩সেকেন্ড পর সেজদায় লুটিয়ে পরে। কিছু গোত্র আছে যারা নামাজ পড়ে মাত্র দুই ওয়াক্ত!এবং নামাজ তারা কখনো প্রকাশ্যে পড়েনা।মাটি খুঁড়ে মাটির নিচে বসে গোপনে নামাজ পড়ে।১০ই মহররম তাদের নিজেদের প্রতি নিজেদের হিংস্রতা দেখলেই বুঝা য়ায় এ মাজহাব কি সত্যিই মুসলিম না ফিত্নার দল! এরা যাকাত কোন গরীব দুঃখীকে দান না করে নিজেদের গোত্রের আত্মীয় স্বজনদের দেন। এরা বলেন বর্তমান কোরআন নাকি ভুল!প্রকৃত কোরআন নাকি ৪০পারা এবং একেক পারা ৬০হাত লম্বা। পরকালে প্রভূর সাথে তার বান্দার সাক্ষাত্ কে তারা অবিশ্বাস করে। মুতা(এরা বলে ক্ষনস্থায়ী কালের জন্য বিয়ে করা যায় এবং এটা কোন জেনা নয়)। আসুন দেখি সাহাবায়ে কেরামগনকে এরা কি বলে।এবং আমাদের যুক্তিঃ- ____________________ শিয়ারা বলেন আলী রাঃ ইসলামের প্রথম খালিফা।এবং তার ২পুত্র হাসান,হোসেন রাঃ নাকি পর্যায়ক্রমে ইসলামের ২য় এবং ৩য় খালিফা।হযরত মুহম্মদ সঃ নাকি তাদের ইসলামের প্রথম,দ্বীতিয়,তৃতিয় খালিফা হিসেবে নিযুক্ত করেন।পরে আবুবকর রাঃ,ওমর রাঃ,উসমান রাঃ এবং উম্মূল মুমেনিন হযরত আয়েশা সিদ্দিকা রাঃ,হযরত হাফসা রাঃ নাকি ষড়যন্ত্র করে তাকে খালিফা হতে দেয়নি! এজন্য তারা ইসলামের ৩ খালিফা সহ উম্মুল মুমেনিনদের কাফের বলেন!নাউযুবিল্লাহ!! তাছাড়া এই শিয়ারা হযরতে মা আয়েশা সিদ্দিকা রাঃ কে জিনাহকারী বলেন!নাউযুবিল্লাহ! তারা মনে করেন যে ইসলামের কয়েকজন সাহাবী ছাড়া বাকিরা সব মুনাফিক!নাউযুবিল্লাহ!তারা বলেন যে,নবুয়্যাতি পাওয়ার কথা ছিলো হযরত আলী রাঃ কিন্তু জিব্রাঈল আঃ ভুলে মুহম্মদ সঃ কে দিয়ে দিয়েছেন। এসকল তথ্য আপনি পুরোপুরি জানতে পারবেন শিয়াদের কিতাব “আল কুম্মী তার আল মাকালাত ওয়াল ফিরাক” পড়লে। আমাদের যুক্তিঃ- ___________ হযরত রাসূলে কারীম সাঃ বলেন,আমি যেমন সত্য আমার সাহাবায়ে কেরামগন ও তেমন সত্য।তাছাড়া রাসূল সঃ বলেছেন,প্রত্যেক সাহাবীই জান্নাতের মেহমান। অথচ দেখুন এই শিয়ারা সাহাবায়ে কেরামগনের সমালোচনা করে!তাদের গালাগালি করে!উম্মুল মুমেনিন হযরতে মা আয়েশা রাঃ কে তারা দুশ্চরিত্রা বলে!হযরতে আঃ কাদীর জিলানী রহঃ বলেছেন,একজন নিম্ন পর্যায়ের সাহাবীর জুতার তলার ধুলার মর্যাদাও আমি আঃ কাদীরের নেই!সুবাহান আল্লাহ। অথচ দেখুন এই শিয়ারা সেই মহা মনীষীদের গালিগালাজ করে! আমরা জানি দুনিয়ায় বসে ১০জন সাহাবী বেহেশতের খবর পেয়েছেন তাদের মাঝে ঐ ৩জন খালিফাও আছে।এখন আপনারাই বলেন এক জান্নাতি মেহমান কেমন করে অন্য জান্নাতি মেহমানের সাথে বেঈমানি করে?যেই আবুবকর রাঃ,ওমর রাঃ,ওসমান রাঃ (আলী রাঃ এদেরই একজন যুক্তির কারনে দেয়া হচ্ছেনা) খোদার ভয়ে দিন রাত্রি কাঁদত তারা কেমন করে আলী রাঃ এর সাথে বেঈমানি করে?সকলের বিবেকের কাছে প্রশ্ন রইল। এখন আপনারাই বলেন এই শিয়ারা কি কখনো মুসলমান অথবা মুসলমানের ভ্রাতৃত্ব হতে পারে???? ৩০টি মন্তব্য ও ৪২৬বার পঠিত।মন্তব্য করেছেনঃ-অতিথি