Pages

Monday, October 20, 2014

ইসলাম বিদ্বেষীদের নারী নিয়ে ২৮টি প্রশ্নের উত্তর ১ম পর্ব

১. নারীর অবস্থান পুরুষের নিচে (Quran 4:34, 2:228) উত্তর:পুরো আয়াতটা পড়লে দেখা যাবে যে এখানে তাদের কর্মক্ষমতা ,শক্তি ও বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে ।বর্তমান বিজ্ঞানীরাও কিন্তু নারীদের পুরুষের নিচের অবস্থানে রেখেছেন কারন তারা একজন পুরুষ থেকে দুর্বল ,প্রমাণ:মহাকাশ অভিযানে যদি ৪জন পুরুষকে নেয়া হয় সেখানে নারী থাকে ০অথবা ১জন । ২.তাদের মর্যাদা পুরুষের অর্ধেক (Quran 2:282, 4:11 Sahih Bukhari 3:48:826, 1:142) উত্তর:কুরআন(2:2 82) আয়াতটুকু পুরোটা উল্লেখ করুন এবং অনুবাদ করুন ,তাহলেই এর আসল ব্যাপার বের হয়ে যাবে ।এখানে নারীদের মর্যাদা যে পুরুষের অর্ধেকে নাকি সেটা পুরো আয়াতে আছে ,সম্পত্তি ভাগবাটোয়ারায় দেখা যায় নারী ,পিতা ,পুত্র এমনকি স্বামী থেকেও সম্পত্তি পায় অপরদিকে পুরুষ শুধু পিতৃ সম্পত্তি থেকে পায় ।তাইলে আয়াতের সম্পুর্ন তুলে না ধরাটা আপনার বোকামি হয়েছে তাই নয় কি ? ৩.নারী পুরুষের যৌন দাসী (Ibn Hisham-al-Sira al- nabawiyya Quran 4:251) উত্তর:এইটা পেয়েছেন (Ibn Hisham-al-Sira al- nabawiyya Quran )গ্রন্থ থেকে ।এই গ্রন্থটা তো কোরআন অথবা হাদীস না ।এই ধরুন মহাবিজ্ঞানী কোপার্নিকাস বলে গিয়েছেন যে সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে ,এখন এইটা কি আপনি মানবেন ? বিভিন্ন গ্রন্থে বিভিন্ন ভাবে লেখা আসে আর সেটাই যে ডিবেটের অংশ হবে সেইটা কিন্তু কোন কথা না ।আর মূলকথা হল ঐ গ্রন্থটাতে এভাবে লেখা হয়নি ,লেখা হয়েছে এভাবে,"নারীরা পুরুষের যৌনদাসী ,এমন যারা ভাবে তাদের উপরে আল্লাহ্'র লানত" আপনি ফেইক জিনিস টেনে এনেছেন । ৪. তারা পুরুষের অধিকৃত সম্পত্তি (Sahih Bukhari 5:59:524) উত্তর:পুরোটা ব্যাখা করলে যেটা বের হয়,এখানে স্ত্রীকে স্বামীর নিকট এক মহামূল্যবান সম্পদ আর সেই সম্পদের অবহেলা যেন না করে এই নির্দেশ দেয়া হয়েছে কড়াভাবে ।আমার স্ত্রী আমার সম্পদ নয়তো আপনার সম্পদ হবে ? ৫. তারা কুকুরের সমতুল্য (Sahih Bukhari 1:9:490, 1:9:493, 1:9:486 Sahih Muslim 4:1032, 4:1034, 4:1038-39 Abu Dawud 2:704) উত্তর:এটা ১০০%ফেইক হাদীস ,অনেক নাস্তিকরা বলে গাধার সাথে তুলনা করেছেন আর আপনি বল্লেন কুকুর ?৬. ভালোবাসার অযোগ্য (Sahih Bukhari 7:62:17 Abu Dawud 41:5111) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । ৭. তাদের বন্ধক রাখা যায় (Sahih Bukhari 5:59:369) উত্তর:ফেইক হাদীস । ৮. রজ্বচক্র চলাকালীন তারা অপবিত্র (Quran 2:222 Al-Tabari Vol.1 p.280) রজ্ব কি এটা আপনি জানেন ? হজ্ব করার অযোগ্য (Sahih Bukhari 1:6:302) উত্তর:এখানে কিছু দুষ্টু অথবা অসুস্থ্য ,বুড়িয়ে যাওয়া নারীদের বলা হয়েছে ।আর মূল কথা হল যদি নারীদের জন্য হজ্জ্ব বন্ধ হতো তাইলে লক্ষ লক্ষ নারী প্রতিবছর হজ্জ্বে যেতে পারতোনা । ৯. তারা নিকৃষ্ট (Sahih Bukhari 9:88:219) বুদ্ধিহীন (Sahih Bukhari 2:24:541) অকৃতজ্ঞ (Sahih Bukhari 1:2:28) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে । খেলার পুতুল (Al- Musanaf Vol.1 Part 2 p.263) হাড়ের মত বক্রতা যুক্ত (Sahih Muslim 8:3466-68 Sahih Bukhari 7:62:113, 7:62:114, 4:55:548) উত্তর:এখানে দুষ্টু নারীদের বলা হয়েছে ।

No comments:

Post a Comment