Pages

Saturday, March 29, 2014

হিন্দুরা কি এখনো বলবে মুসলমান পরধর্মসহিষ্ঞু জাত না?

হিন্দুরা হয়ত ভাবিয়াই ব্যাকুল যে মুসলমানরা পরধর্মসহিষ্ঞু জাত না! লানত হইতে মরক্কো পর্যন্ত এই মুসলীমরা শাসন করিয়াছেন সাড়ে আটশ বছর! যদি মুসলমানরা পরধর্মসহিষ্ঞু জাত না হইত তবে হিন্দু সহ অমুসলীমদের টিকিও পৃথিবীতে খুঁজিয়াও পাওয়া যাইতনা! হিন্দু ভাইয়েরা হয়ত সর্বক্ষন ভাবিয়া থাকে যে,মুসলমান বলিতেই রাজাকার! আমি বলি ঐ দাদা ভুল বলিয়াছেন,কেননা ইতিহাস ঘাটিলে দেখিবেন সর্বপ্রথম কিন্তু পাকিস্তানের বিরোধী করিয়াছিলেন মাওলানা বৃন্দরা। কতিপয় মাওলানাদের নাম আমি লিখিয়া দিলাম, ১/মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানি। ২/মাওলানা উবায়েদুল্লাহ সিন্ধী। ৩/মাওলানা আব্দুল হাই। ৪/মাওলানা হুসাইন আহমদ মাদানী। ৫/মাওলানা আব্দুল আজিজ। ৬/মাওলানা আবুল কালাম। দুঃখের বিষয় যে এই নবযুগের ইতিহাসে এনাদের নাম খুঁজিয়া পাওয়া যায়না।অথচ ১৯৪৭সালের আগষ্ট মাসে সিলেটের একটা পত্রিকায় সর্বপ্রথম বাংলাভাষাকে রাষ্ট্রভাষা করিবার দাবীতে লেখা শুরু হয়।পত্রিকাটাও ছিল মুসলমানদের নামঃ "আল ইসলাহর"। যাক সেই কথা দূরে সড়াইয়া রাখি মূল আলোচনা করি,যুদ্ধের সময় যখন কতিপয় হিন্দু সম্প্রদায় পালাইয়া যাইতে পারেনাই তারা কিন্তু মুসলমানদের ঘরেই আশ্রয় লইয়াছিল!এবং তাদের বাঁচা মরা ছিল কালিমা জানে কিনা উহার উপর ভিত্তি করিয়া! পাকিস্তানি হানাদার যখন সুধাইত যে "তুমি কালিমা জানো কিনা?" তখন কিন্তু তাহারে মুসলমানের কালিমাই বাঁচাইত। আমাদের আরো ভাগ্য খারাপ যে,যেই কালিমা খানা হিন্দু দাদাদের পূর্বপুরুষদের হানাদারের কবল হইতে বাঁচাইয়াছেন আজিকা তারা সেই কালিমাকেই অবমাননা করিয়া ফেসবুকে অশ্লীল পেজ খুলে কালিমার অপমান করে!একবার ও ভাবিয়া দেখে না যে এই কালিমাই তো ৭১এ আমার পূর্বপুরুষকে রক্ষা করিয়াছে।তা ছাড়াও ধর্মপ্রাণ মুসলমানগন নিজের জীবনের এবং পরিবারের ঝুঁকি লইয়াও হিন্দু সম্প্রদায়রে নিজ ঘরে আশ্রয় দিয়াছেন।এই কথাও আর বাড়াইলাম না আসি রাজা বাদশাদের আমলে। ১৬০০খ্রিষ্টাব্দের রাজা নূর উদ্দিন মুহম্মদ জাহাঙ্গীর কিন্তু অন্যধর্মের প্রতি সহিষ্ঞু ছিলেন,তিনি একজন মুসলমানের পুত্রের কল্লা কাঁটিয়া কিন্তু হিন্দু বুড়ির পুত্রবধুর সতিত্ত্ব বাঁচাইয়া ছিলেন! মুসলমান রাজাদের মধ্যে এমন কাউকে খুঁজিয়া পাওয়া যাইবে না যে জোড় করিয়া অমুসলিমকে মুসলিম করিয়াছে বা অমুসলিমকে অত্যাচার করিয়াছে। খাজা মঈনুদ্দিন চীশতি (রহঃ)আমলে তিনি শুধুমাত্র প্রিতিরাজকেই ভয় দেখাইয়া রাজ্যছাড়া করিয়াছিলেন এছাড়া হিন্দুধর্মের অন্যকারো উপর সে অত্যাচার করেনাই। দাদা হিন্দুদের মধ্যে এমন একজন রাজাকে খুঁজিয়া পাওয়া যাইবেনা যে অন্যধর্মের প্রতি এতটা সহিষ্ঞু ছিলেন! ইহা শরত্‍চন্দ্র চট্টোপধ্যায়ের মহেষ গল্পটা পড়িলে কিছুটা আঁচ পাওয়া যাইবে যে তত্‍কালিন হিন্দু রাজারা কতটা অত্যাচারি ছিলেন এবং অন্য ধর্মকে কতটা অসম্মান করিত।। দাদা মূলকথা হইল মুসলমানদের মত এতটা পরধর্মসহিষ্ঞু জাত কেউ ছিলনা এবং হইতে পারিবেও না।ইহা যদি কেহ অস্বীকার করে সে যেন বাংলা সহ পুরো পৃথিবীর ইতিহাস কেই অস্বীকার করিল।

2 comments:

  1. শিহাব(অতিথি)March 29, 2014 at 9:36 AM

    ভাল লিখেছেন

    ReplyDelete
  2. ধন্যবাদ@শিহাব

    ReplyDelete